ভেবেছিলাম একটা পৃথিবী কিনব
বাড়ি বানাব একটি ছোট্ট
দেওয়াল দরজা জানালা থাকবেনা একটিও
সারাক্ষণ থাকবেন ভর্গোদেব গীতিময়
জানালা দরজা নেই ঠিক
তবুও থাকবে স্বচ্ছ ফ্রেম নভস্পর্শী
ভুল হয়ে গ্যাছে কিছু?
বানিয়েছি বাড়ি
ছিল কি সামান্য কিছু অতিমাত্রা
অপত্যস্নেহের স্বাদ তাই বায়ুভুক?
এসে গ্যাছো তুমি ভর্গোদেব
কখন অজ্ঞাতে বসেছে কঠিন পাল্লা
জানালা দরজা ঘিরে
একে একে পাল্লাগুলো বৈরিতা সাধছে
ক্রমশ হয়েছে ছোট্ট
বন্ধ হয়ে গ্যাছে প্রায় সব
গাছ, তুমি কথা বলো
তোমার পাতার রান্নাঘর দেখি
নদী, তুমি এসো
একবার দেখি নাচ
আকাশ, তাকাও তুমি
তাকাও আমার মরা নদী-চোখে
তুমিও বিমুখ করবে আমাকে জ্যোৎস্না-কিরণ!
একফালি আলো আঁকো অন্তত জানালা ফাঁকে।http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ