--সানজিদা রুমি
তুমিও চোনো না আমায়, আমিও চিনি না তোমায়
ঘুমের গহীনে রাতের তিমিরে ঘন নীলিমায় -
তবুও পরস্পরের
অনেক কাছাকাছি আসি
দুজনের মন দূর নীহারিকা-
চাঁদের আলোয় অনেক খোঁজাখুঁজি করে খুঁজতে থাকি নিজেকে
অভিমান এসে ভিড় করে আমার নয়নে
হাজার রাতের স্বপ্নে জড়ানো অনাগত কাল
হাজার দিনের সুচিরকাম্য সোনালি সকাল।
রাত কেটে যায় সেই অদেখা স্বপ্নের আলোকে-
তুমি এসব বোঝো না, অচেনা মনে হয় আমাকে।
রক্তিম চোখে দেখার চেষ্টা কর আমার অন্তর ভেতর
অভিমান ভরা সজল নয়ন যেন মরুভুমির কর্কশ পাথর।
ভালবাসার স্বপ্ন জোড়ান স্বপ্নকে ভাবো ছেলেমানুষি—
আসলে তুমি চাও , যেভাবে আমি চাই সেভাবে গড়া হব না
শুধু তোমার ছাঁচে গড়ে উঠবো আমি
আমার ব্যক্তিত্বকে ব্যক্তি হিসেবেই দেখতে চাও
অথচ তুমি ভাল করেই জানো-
আমার এই যে স্বত্বা সে তোমার পৃথিবীর-
তোমার স্বপ্ন দিয়ে বেঁধেছি নতুন বাসর
বদলে ফেলেছি নাম ও ঠিকানা।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
বাস্তব জীবনের প্রতিফলন দেখতে পাই এই কবিতায়। আমরা কত কাছে থাকি একজন অন্যজনের তবুও কত অচেনা যদিও ভাবি সে আমার কত চেনা। এখানে কবির নামকরণের সার্থকতা। অনেক ভালো লাল লাগলো সানজিদা রুমি আপনার অচেনা চেনা কবিতা। সাথে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছে।
ReplyDelete"তুমিও চোনো আমায় আমিও চিনি না তোমায় ঘুমের গহীনে রাতের তিমিরে ঘন নীলিমায় -
ReplyDeleteতবুও পরস্পরের অনেক কাছাকাছি আসি দুজনের মন দূর নীহারিকা-" শব্দ মালায় গেঁথেছেন জীবনের সব থেকে চরম সত্য। অনবদ্য জীবন বোধের একটি কবিতা। কষ্টের কতগুলো পড়তে পড়তে ভালোলাগার গন্ডি পেরিয়ে কখন জানি ভালোবেসে ফেলেছি সানজিদা রুমির কবিতা খানি।
এত ভালো লাগলো সানজিদা রুমির "অচেনা চেনা " পড়ে। আজ আমি কবিতার গুনাগুন বিচারে যাবো না। শুধু মনে হয়েছে কবিতাখানি সত্যের স্বরূপ। বিশেষ করে এই লেখা গুলির মাঝে লুকিয়ে আছে আমরা পরস্পরকে কতটা চিনি। "চাঁদের আলোয় অনেক খোঁজাখুঁজি করে খুঁজতে থাকি নিজেকেঅভিমান এসে ভিড় করে আমার নয়নেসজল কাজল চোখের তারায় শিথিল শয়ানে।হাজার রাতের স্বপ্নে জড়ানো অনাগত কালহাজার দিনের সুচিরকাম্য সোনালি সকাল।রাত কেটে যায় সেই অদেখা স্বপ্নের আলোকে-তুমি এসব বোঝো না, অচেনা মনে হয় আমাকে।" অনেক ভালোবাসা আর প্রার্থনা তোমার জন্য।
ReplyDeleteসানজিদা রুমির "অচেনা চেনা " পড়ে এত ভালো লাগলো।কখন যে আবেগে চোখের জল ঝরে এলো বুঝতে পারি নাই. এত মর্মস্পর্শী লেখা। আসলে তুমি চাও , যেভাবে আমি চাই সেভাবে গড়া হব নাশুধু তোমার ছাঁচে গড়ে উঠবো আমিআমার ব্যক্তিত্বকে ব্যক্তি হিসেবেই দেখতে চাও অথচ তুমি ভাল করেই জানো-আমার এই যে স্বত্বা সে তোমার পৃথিবীর-
ReplyDeleteতোমার স্বপ্ন দিয়ে বেঁধেছি নতুন বাসর বদলে ফেলেছি নাম ও ঠিকানা।সোলেও কি আমাদের এই বাস্তবতা নয়?
জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteসানজিদা রুমির "অচেনা চেনা " পড়ে এত ভালো লাগলো।কখন যে আবেগে চোখের জল ঝরে এলো বুঝতে পারি নাই. এত মর্মস্পর্শী লেখা। আসলেও আমার চাওয়ার ইচ্ছেগুলো নেহাত তুচ্ছ ।আমার ব্যক্তিত্ব কন মানে রাখে কি ? আমাদের সবকিছু বদলে যায় -বদলে ফেলি নাম ও ঠিকানা । এই অমোঘ সত্য সানজিদা রুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।অনেক অনেক ভালবাসা-
ReplyDelete"তুমিও চোনো আমায় আমিও চিনি না তোমায় ঘুমের গহীনে রাতের তিমিরে ঘন নীলিমায় -
ReplyDeleteতবুও পরস্পরের অনেক কাছাকাছি আসি দুজনের মন দূর নীহারিকা-" শব্দ মালায় গেঁথেছেন জীবনের সব থেকে চরম সত্য। অনবদ্য জীবন বোধের একটি কবিতা। কষ্টের কতগুলো পড়তে পড়তে ভালোলাগার গন্ডি পেরিয়ে কখন জানি ভালোবেসে ফেলেছি সানজিদা রুমির কবিতা খানি।
জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete