কি করি হায় আসে না সজনী।
পরিশ্রান্ত দৃষ্টি উচাটন ---
কারো পদ পরশনে চকিত প্রান মন।
পাগল আমি ছুটে যাই দশদিকে
বরষন মন্দির বাজে রিনিঝিনি
কি করি হ্যায় আসে না সজনী----
দিন গড়িয়ে সন্ধ্যা পেরোয়
নিশি পহায়ে হয় ভোর --
নিদ্রাহীন আঁখি মোর ।
আসে না কালা বিরহ বিধুর রাধিকা
সজল নয়নে বিফল সাজনে --
রাই বিনোদিনী কাঁদে একা শায়নে।
কি করি হায় আসে না সজনী----
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
কি অপূর্ব। শ্রুতি মধুর। অনবদ্য অনুবাদ। খুব ভালো লাগছে। এতো দিন পর একটা পোষ্ট পেলাম তাও এতো সুন্দর। এই জন্যই আলোকরেখাকে এত ভালো লাগে আমাদের। অনেক অনেক সু স্বাগতম আমাদের ভুবনে।
ReplyDeleteঅনবদ্য অনুবাদ। খুব ভালো লাগলো। ওস্তাদ রাশিদ খান আমার খুব প্রিয় শিল্পী। ওঁনার অকাল প্রয়ানে খুব মন ভেঙে গেছিলো। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে দেবার জন্য। শুভ কামনা।
ReplyDelete