অনিমেখা
না, নেই আর চকিত অনুরঁজিত লগ্ন , না আর কোনো অপেক্ষা
সুদুর পথের পানে চেয়ে , ছিলাম নিস্পলক পুলকিত অনিমেখা।
অনুরক্তি পুলকে প্রবাহিত হতো অশ্রু ঝরনা,
কিছু প্রত্যাশা, প্রতীক্ষা, অনুরাগ,প্রণয় আশনা।
না,আজ আর নেই কোন মুহূর্তের অপেক্ষা।
আমি আর নই নিলীন অভিনিবিষ্ট অনিমেখা।
চোখে আমার রোদ ছিল যখন ছিলে তুমি
ছিল অনন্ত মত্ত প্রেম মনে, উর্বর দেহ ভূমি।
এখন অতি সূক্ষ কিছু সর্বত্র আছে চন্দ্রতারা, ব্যথা পর শীতল অন্তরীপ
শীঘ্রই আমায় ছেড়ে মিলিয়ে যাচ্ছে ধীরে বালুকা বেলার অনুরূপ।
চোখের দেশে, রাতে আসা কিছু পরশন, কিছু স্বপ্ন উড়ন্ত
অপ্রতীতি নির্গত অবাস্তব শব্দ শুধুমাত্র ভ্রমের মায়ামন্ত্র।
না , নেই আর কোনো কিছুর জন্য অপেক্ষা
আমি আর নই নিস্পলক নিরত অনিমেখা।
https://www.facebook.com/notes/sanjida-কিছু প্রত্যাশা, প্রতীক্ষা, অনুরাগ,প্রণয় আশনা।
না,আজ আর নেই কোন মুহূর্তের অপেক্ষা।
আমি আর নই নিলীন অভিনিবিষ্ট অনিমেখা।
চোখে আমার রোদ ছিল যখন ছিলে তুমি
ছিল অনন্ত মত্ত প্রেম মনে, উর্বর দেহ ভূমি।
এখন অতি সূক্ষ কিছু সর্বত্র আছে চন্দ্রতারা, ব্যথা পর শীতল অন্তরীপ
শীঘ্রই আমায় ছেড়ে মিলিয়ে যাচ্ছে ধীরে বালুকা বেলার অনুরূপ।
চোখের দেশে, রাতে আসা কিছু পরশন, কিছু স্বপ্ন উড়ন্ত
অপ্রতীতি নির্গত অবাস্তব শব্দ শুধুমাত্র ভ্রমের মায়ামন্ত্র।
না , নেই আর কোনো কিছুর জন্য অপেক্ষা
আমি আর নই নিস্পলক নিরত অনিমেখা।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ