তুমি কেমন করে গান করো হে গুণী |
তুমি কেমন করে গান করো হে গুণী,আমি অবাক হয়ে শুনি কেবল শুনি সুরের আলো ভূবন ফেলে ছেয়ে সুরের হাওয়া চলে গগন বেয়ে,পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধুনী।মনে করি অমনি সুরে গাই,কন্ঠে আমার সুর খুঁজে না পাই।কইতে কি চাই, কইতে কথা বাধে-হার মেনে যে পরান আমার কাঁদে,আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদেচৌদিকে মোর সুরের জাল বুনি....
perfect song of Rabindranath to describe him.nice website. wish u good luck
ReplyDelete