আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আপন দর্পণ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আপন দর্পণ



    আনন্দধ্বনি জাগাও গগনে ,কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,বলো 'উঠ উঠ' সঘনে গভীরনিদ্রামগনে...হেরো তিমিররজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী-নব আনন্দে,নব জীবনে,ফুল্ল. কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে...হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে-চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে-থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে...যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়.. ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়... ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করে জীবনের কাজ, সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে......
    সানজিদা রুমি কর্তৃক সন্নিবদ্ধ.

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ