কবিতার কথা
যারা কবিতা আবৃতি করেন তাদের জন্য আমার এই ক্ষদ্র প্রয়াস। কবিতা পড়ার জন্য মূল কবিতা। সেখানে কোথায় থামতে হবে ,কোথায় যতি চিহ্ন, কোথায় দাঁড়ি হবে না কোথায় দম নিতে হবে এসবের প্রয়োজনীয়তা খুব একটা প্রযোজ্য নয়। মূল কবিতা নিজের জন্য, নিজের মনের আনন্দ, পুলক বা আত্মার স্বস্তি স্বাচ্ছন্দ্য, বিরাম বা প্রশান্তির জন্য। যেহেতু আমার কবিতা সংগ্রহ আবৃতি ও বাচিক শিল্পীদের জন্য ক্ষুদ্র অর্ঘ। তাই দাঁড়ি কমা পংক্তির বা বাক্য বিন্যাসের অদল বদল করে কবিতাগুলো প্রকাশ করার প্রয়াস করলাম। আমার আবৃতি শিক্ষা প্রাপ্তি নরেন বিশ্বাস স্যার ,সেলিম আল দিন ,হাসান ইমাম,গোলাম মোস্তফা বাসন্তী গুহ ঠাকুরতা গীতালী দাস গুপ্তা প্রমুখের কাছে । তাঁদের শেখানো দিক দর্শন এই কবিতাগুলোয় প্রতিফলিত করার চেষ্টা করেছি। আমার এই ক্ষদ্র প্রয়াসে আপনারা উপকৃত হলে আমি নিজেকে সার্থক মনে হবে।সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
আবৃতি করার জন্য কবিতা। এমন উদ্যোগ এই প্রথম। আমি এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই অনেক শুভকামনা জানাই।
ReplyDelete