লালন (জন্ম: ১৭৭২ - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০)ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে ‘বাউল সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।লালন ছিলেন একজন মানবতাবাদী। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেওয়া হয়েছিল
সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও শ্রেষ্ঠ পরিচালক.১৯৯২ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কারটি (অস্কার), যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন.
Alamgir Hossain সাথে একমত ,সুনিকেত চৌধুরী কি আর লিখবেন না ? দয়া করে তার প্রকাশিত বইয়ের নাম জানালে খুশি হব । আলকরেখার জনপ্রিয়তা কিন্তু ভাল লেখা পাই বলে । আলকরেখা পাঠকদের মনে আশার আলো জ্বালিয়াছি। আশা করি তা নিভে যাবে না ।
প্রিয় কবিদের কত ভালো ভালো লেখা পড়ে যদি জানাতে না পারি আমার কেমন লাগলো বা তাদের সামান্য ধন্যবাদটুকু না দিয়ে তবে কবিদের অপমান করা হয়। আলোকরেখা বোধ করি বোঝেন
কমেন্ট দিতে পারছি আজ কয়েদিন হল।সানজিদা রুমি ১ লক্ষ পাঠক পেয়ে পাঠকদের ই ভুলে গেলেন ? কোন পোস্ট এ কমেন্ট করতে পারছি আজ কয়েদিন হল। এমন চলতে থাকলে আর ওয়েবসাইট চালাতে হবে না। একটু ভেবে দেখবেন।
আলোকরেখা ভালো ভালো লেখা প্রকাশ করে । নতুন নতুন কবিদের কবিতা পাই। তাই আমরা পড়ি। ও পাঠক সংখ্যায় বেড়েই করেছে। অনেক কিছু ভুল হচ্ছে এখানে। প্রতিশ্রুত লেখা পাই না। সকল বিষয় অনেক গুলো খালি। মাঝেমাঝে ঢুকতে পারি না। পড়তে পানি না। এগুলো যদি নাই পারেন টোন বড় বড় বুলি আওড়িয়ে কি লাভ ? বন্ধ করে দিন।
বহুদিন আমাদের প্রিও পরম পূজনীয় কবি মেহরাব কবিতা পাই না ।ওনার কবিতার সাত্ত্বিকতা আধ্যাত্মিকতা মনের ভিতরে প্রবেশ করে আত্মশুদ্ধি করে। অরার কবিতা শুধু কবিতা নয় ,প্রতি কবিতা যেন বানী বিমূর্ত ও বাস্তবিক জীবনের মেল বন্ধন ।ব্যস্তময় এই জীবন যাপনে সব সময় বই ঘেঁটে কবিতা পড়া খুব কষ্টকর। আমি আলক রেখা পড়া শুরু করেছি ওনার কবিতা পেয়ে।আমি শুধু ওনার মানসম্মত কবিতা পড়ার জন্য ঈ আলক রেখা পড়ি ।কবির কাছে সবিনয়ে আনুরধ আমাদের জন্য লিখুন । আলক রেখাকে বিশেস অনুরধ যেমন করে হক কবিকে বাজি কারান , তাঁর কবিতা আমাদে্র প্রান
আপনাদের কাছে বিনীত নিবেদন যখন মন্তব্য করবেন দোয়া করে আম্নাদের নাম বা id দিন। আমার ওপেন id দিয়ে কেউ মন্তব্য করবেন না। একটু করে option এ যেয়ে নিজের ঈদ দিন। অন্যথায় এটা আপনার নাম যাবে না। আমি যে মেইল এ sign in করা আছি সেই নাম পোস্ট হবে। ,দয়া করে এই ভুলটি করবেন না।
আপনাদের কাছে বিনীত নিবেদন যখন মন্তব্য করবেন দোয়া করে আম্নাদের নাম বা id দিন। আমার ওপেন id দিয়ে কেউ মন্তব্য করবেন না। একটু করে option এ যেয়ে নিজের id দিন। অন্যথায় এটা আপনার নাম যাবে না। আমি যে মেইল এ sign in করা আছি সেই নাম পোস্ট হবে। ,দয়া করে এই ভুলটি করবেন না।
আজ বহুদিন হল কবি সুনিকেত চৌধুরীর লেখা পাইনা কেন? উনি কি আর আলোকরেখায় লিখবেন না ? ওনার কবিতার বই কথাটা পাবো ? এই প্রশ্ন বহুবার আলোকরেখায় জানতে চেয়েছি অথচ আমরা কোন উত্তর পাইনি। এটা খুবই হতাশা ব্যঞ্জক। আলোকরেখার এই আচরণ আশা করা যায় না।
আলোকরেখা কবিদের কাছে লেখা চাই। ওনারা নিজের ইচ্ছেমত লেখা দেন। এমনও তো হতে পারে যে ওনাদের বিশেষ কোন অসুবিধা থাকতে পারে। কবিতা চাইলেই কি লেখা যায় কবিতা একটা শিল্প। আর শিল্পের বিশেষ দিক চাইলেই গোড়া যায় না।আর একটু অপেক্ষা করুন। শীঘ্রই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করবো।
আগে আলোকরেখায় "প্রিয় চলচিত্র" ও বাংলদেশী টেলিভিশন চ্যানেল ছিল। জানি না এগুলো কেন বন্ধ করা হলো ? আমরা এক জায়গায় এতো কিছু পাবার আশায় আলোকরেখায় লগ ইন করি। তাই আলোকরেখারার সানজিদা রুমির কাছে বিশেষ অনুরোধ আপনি যদি এগুলো বিশেষ করে প্রিয় "চলচিত্র" আবার চালু করেন বাধিত হবে। ধন্যবান্তে নোমান শরীফ ও আমিনা শরীফ ,নিউ ইয়র্ক
আজ বহুদিন আলোক রেখায় কোন কর্মকাণ্ড নেই ।আমি খুব বিষণ্ণ থাকি মন খারাপ করা এসে ভর করে যখন আমার প্রিয়কবি সুনিকেতের লেখা পাই না। আলোকরেখার কাছ থেকে এই অবাঞ্চিত কষ্ট আমার কাম্য নয়। আপনারা কি এ বিষয়ে একটু ভেবে দেখবেন ? অপেক্ষায় থাকলাম।
বাংলা শত শত অনলাইন পত্রিকা সহ ওয়েব সাইট আছে। তবুও আলোকরেখার গঠন ও প্রকাশিত লেখার কারণে আমরা নিয়িমিত পড়ি ও মন্তব্য করি। আজ বহুদিন হলো আমরা পুরোনো লেখাই চর্বিত চর্বন করছি। আলোকরেখা কি বন্ধ হয়ে গেল ?
আলোকরেখা প্রজ্ঞার অন্বেষণের প্রতিশ্রুতি দিয়েছে। জানি না কি কারণে এটা বন্ধ হয়ে গেল.খুব মনটা খারাপ গিয়ে গেল। আশা করি আলোকরেখায় আবার আমরা আমাদের প্রিয় কবিদের কবিতা ও ভালো ভালো লেখকদের লেখা পাবো।
আলোকরেখা আমাদের এত প্রিয় যে প্রতিদিন একবার দেখা চাই কিন্তু খুবই হতাশ হয় যখন আলোকরেখা খুলতে পারি না। অথবা কোন নতুন কিছু পাই না। কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া কি প্রয়োজন নেই ? আশা করি আর হতাশ হতে হবে না।
নতুন কিছু না পেয়ে পুরোনো লেখাগুলোই উল্টে পাল্টে পড়া। আলোকরেখা পড়ার অভ্যেস ত্যাগ করতে পারছি না। তাই সানজিদা রুমির কাছে বিশেষ অনুরোধ লেখা পোস্ট করা বন্ধ করবেন না প্লিস।
সাহিত্যের ইতিহাস মানুষের অনুভব অদৃশ্য , অশ্রুত। তা স্পর্শের অতীত , অতীত ঘ্রাণেরও। তাকে অনুমান করতে পারে না কোন চোখ , বরণ করতে পারেনা কো...
Recent Comments
Anonymous commented on blog post_18: “True Dunoyoni's love is Empty of Ethics n moral so she should be Hanged till death or even given a painful death in this world and Burn eternally in hellfire by God Almighty. And let the King live in peace. ”
Anonymous commented on blog post_18: “What if duorani's love is void of ethics to begin with? A selfish feeling she is defining as love to gain sympathy? Just saying, food for thought. Excellent write up👍👍👍”
মিতালী মুখার্জী commented on blog post: “ অনবদ্য অনুবাদ। খুব ভালো লাগলো। ওস্তাদ রাশিদ খান আমার খুব প্রিয় শিল্পী। ওঁনার অকাল প্রয়ানে খুব মন ভেঙে গেছিলো। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে দেবার জন্য। শুভ কামনা। ”
মোহন সিরাজী commented on blog post: “কি অপূর্ব। শ্রুতি মধুর। অনবদ্য অনুবাদ। খুব ভালো লাগছে। এতো দিন পর একটা পোষ্ট পেলাম তাও এতো সুন্দর। এই জন্যই আলোকরেখাকে এত ভালো লাগে আমাদের। অনেক অনেক সু স্বাগতম আমাদের ভুবনে। ”
Muna Chaudhury commented on blog post_27: “Thank u. Ajke amar jonmodin ar ei dine eto shundor comment. Khushi holam. Baki 4 ta episode porte paren. Boi ta prokashona r opekkhay. ”
Anonymous commented on blog post_27: “প্রথম পর্ব এক নিঃশ্বাসে শেষ করা দ্বিতীয় পর্বের জন্য পাঠকের অধৈর্য হওয়া এগুলো কি প্রমান করে ?- লেখকের মুন্সিয়ানা। এক কথায়- অপূর্ব ”
মৃন্ময়ী commented on blog post: “ আলোকরেখায় আমার খুব প্রিয় কবি কবি সুনিকেত চৌধুরীর লেখা সহসা সাহসী কবিতা পেয়ে কি যে ভালো লাগছে। আমি প্রতিদিনই একবার বা কয়েকবার করে আলোকরেখায় আসি। কেবলই আমার প্রাণের কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। দারুন কবিতা। পড়ে খুব ভালো লাগলো। কুলবধূর যে নিত্য গঞ্জনা সয়েও সিঁদুরের আলপনা আঁকে এই একটি লাইন কবিতার মর্ম অন্তত আমার কাছে। অনেক অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি। ভালো থাকবেন!! ”
প্রমা চক্রবর্তী commented on blog post: “ আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা সহসা সাহসী কবিতা পেয়ে খুব ভালো লাগছে। কি দারুন কবিতা। কি গভীরতা !!শুধু দীর্ঘ কবিতা জীবনের কথোপকথন বনর্ণার জন্য নয়। অনেক দীর্ঘ কবিতায়ও মূল প্রতিপাদ্য ফুটে ওঠে না। অথচ বিশেষ শব্দ চয়নে কবি সুনিকেত তার মনের কথা ফুটিয়ে তুলতে পারদর্শী। তার লেখা কবিতা অন্তরে নাড়া দেয়। অনেক ভালোলাগা আর ভালবাসা কবি। ”
আহসান হাবীব commented on blog post: “আমাদের প্রিয় আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে খুব ভালো বোধ করছি । আজ বহুদিন পর তার লেখা সহসা সাহসী কবিতা পেলাম। কবি সুনিকেতের কবিতা খুব কম পাই। আমাদের আশা তার লেখা নিয়মিত পাবো। অনেক অনেক ভালোবাসা কবি। ”
পাবলো commented on blog post: “আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা পেয়ে খুব ভালো লাগে। আজ বহুদিন পর তার লেখা পেলাম। কবি সুনিকেতের কবিতা খুব কম পাই। আজ আনন্দে পুলোকিত হলাম। কবির লেখা কবিতার গহীনতা অনুধাবন করা বড়ই কঠিন। তিনি জীবনের কথা বলেন।প্রতিদিনের জীবনযাপনা ফুটে ওঠে তার কবিতায়।শুভ কামনা। ”
মোহন সিরাজী commented on blog post: “আমার মত অনেককেই আলোকরেখায় কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা খুঁজি। এক ধরণের ভালো লাগা কাজ করে আমাদের মাঝে যখন তাঁর লেখা পাই । এই কবিতাটি গভীর বার্তা বহন করে। সাধারন জীবনে সহসা দেখা দেয় সাহসী চরিত্র যদিও বা সে সম্মোহনের মায়াজালে আবদ্ধ। তবুও সকালের সোনারোদে ঝলমলিয়ে ওঠে মানুষের জীবনে। কি অনবদ্য প্রকাশ। অনেক অনেক ভালোবাসা কবি। ”
মিতা সরকার commented on blog post: “যতবারই আলোকরেখায় ক্লিক করি কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা খুঁজি। আজ হঠাৎ আলোকরেখায় এসে প্রিয় কবির কবিতা পেয়ে খুব ভালো লাগলো। সহসা সাহসী কবিতা যেন এক দর্পন। নিজেদের প্রতিবিম্বের প্রতিফলন। নিরাসক্ত, নৈর্ব্যক্তিক ও নিরাভরণ একটা জীবন যেখানে সমাজের কল্যানের সম্মোহন। শুভেচ্ছা কবি। ”
মোহন সিরাজী commented on blog post: “বহুদিন পর আলোকরেখায় কবিতা পেয়ে খুব আনন্দিত। নদী উপাখ্যান কবিতায় মেহরাব রহমান নদীর জীবন নিয়ে লিখেছেন। নদীরও ফাগুন আছে। মানুষের মত হৃদয়ে ক্ষত আছে। খুব সুন্দর কবিতা ।কবি মেহরাব রহমান নদীর যে অভূতপূর্ব মুন্সিয়ানা দেখিয়েছেন তা প্রশংসার দাবী রাখে। অনেক শুভ কামনা । ”
রকিব সিদ্দিকি commented on blog post: “বহুদিন পর আলোকরেখায় একটা লেখা পেলাম। নদী উপাখ্যান কবিতায় মেহরাব রহমান নদী ও নারীর সাথে তুলনা নতুন করে এক উদ্দিপনা জাগায় । কি সুন্দর করে লিখেছেন নদীরও জীবন আছে ।আছে প্রাণ আছে ফাগুন । তাইতো নদীকে রাখতে হবে চলমান ।খুব সুন্দর কবিতা । অনেক শুভ কামনা । ”
রেখা সমদ্দার commented on blog post: “বহুদিন পর আলোকরেখায় একটা লেখা পেলাম। নদী উপাখ্যান কবিতায় মেহরাব রহমান নদীর রূপের অপরূপ রূপ তুলে ধরেছেন। খুব ভালো কবিতা। পড়তেও খুব সাচ্ছন্দ বোধ করলাম। অনেক শুভ কামনা। ”
আহসান হাবীব commented on blog post: “খুব ভালো লাগলো পড়ে। গতরাতে বসবাস ছিল অগ্নিপ্রেম ছিল নদী ও নারীর সঙ্গে প্রাতে উঠে বৃদ্ধ শেকড়ের মতো আঁকড়ে ধরলো নদী প্রেম যে অব্যয় বর্ণিত হয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। অনেক ভালো থাকবেন কবি। ”
মিতা রহমান commented on blog post: “অনেক দিন পর একটা কবিতা পেলাম। মূলত আলকরেখা পড়ি কবিতার জন্য ।এত সুন্দর সুন্দর কবিতা প্রকাশিত হয় যা প্রশংসনীয় ।মেহরাব রহমানের নদী উপাখ্যান দীর্ঘ কবিতা। খুব ভাল লাগলো। কবিতায় চমক আছে । নদীর বিস্তারিত উপখ্যান তুলে ধরেছেন যা কবিতার গ্রহন যোগ্যতা পেয়েছে ।অনেক অনেক শুভেচ্ছা কবি ।”
পাবলো commented on blog post_6: “এমন করে চলে যাবেন কবি কবি অসীম সাহা মেনে নিতে পারছি না । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ।”
Dola Bajpayee commented on blog post_84: “উপন্যাসের ধারা সানজিদা রুমি সাহিত্য সম্পর্কিত এতো তথ্য সমৃদ্ধ ও তথ্যবহুল বিবরণী পড়ে ঋদ্ধ হলাম। পুনরায় পড়ার আগ্ৰহ রাখি।”
মোহন সিরাজি commented on blog post_25: “"ছুঁতে পারে না কোন কুশ্রী বীভৎসতা।সাক্ষী সাবুদ প্রমাণপত্র সবই অভীষ্ট তোমারই পরীক্ষা নেয় কৃমিকীট ঘৃণিত হীন পাপিষ্ঠ।" নিষ্ঠর অথচ কঠিন সত্য। নারী ধর্ষিত হয় আবার তাকেই দিতে হয় পরীক্ষা। জোগাড় করতে হয় তাকেই সাক্ষী সবুদ।সানজিদা রুমির তুমি বেরিয়ে পড়ো অতীব বাস্তব ও কঠিন লেখা। অনেক ভালোবাসা কবি ও লেখক সানজিদা রুমি।”
খুব ভালো একটা একটা সাইট অনেক কিছু জানা যায়। লেখার সাথে সাথে অন্য বিষয় সংযোজন এক নতুন ধারা।
ReplyDeleteAlamgir Hossain সাথে একমত ,সুনিকেত চৌধুরী কি আর লিখবেন না ? দয়া করে তার প্রকাশিত বইয়ের নাম জানালে খুশি হব । আলকরেখার জনপ্রিয়তা কিন্তু ভাল লেখা পাই বলে । আলকরেখা পাঠকদের মনে আশার আলো জ্বালিয়াছি। আশা করি তা নিভে যাবে না ।
ReplyDeleteআলোকরেখার পোস্ট এ কমেন্ট দিতে পারছি আজ কয়েদিন হল। জানিনা এই কমেন্ট ও যাবে কি না। ? সানজিদা রুমি একটি দেখবেন ?
ReplyDeleteকয়েকদিন যাবৎ মন্তব্য করতে গেলে বলে not publisted কর্তৃপক্ষ কি এটা দেখবেন ?
ReplyDeleteআলোকরেখায় কয়েকদিন হল মন্তব্য করতে পারছি না। তাও আবার আনিনা তাহিন নেভিলার লেখায়"কবিরা নাকি লম্পট হয়?"
ReplyDeleteদয়া করে আমাদের দিকটা দেখুন। আমরা পড়ি বলেই আলোকরেখার পাঠক সংখ্যা উপরের দিকে উঠে যাচ্ছে। পাঠক বিগ্ড়ালে কিন্তু মুশকিল---
ReplyDeleteeta ki dhoroner fazlami? aami amar prio kobir kothay montobbbo korte parbo na.Anina tahirer eto chomot lekha "kobirara naki lompot hoy? . ki nidarun sotto! kobitar madhyme mukher upor hok kotha bolar jonno. kobike onek dhonnobad
ReplyDeleteকোন post এ কমেন্ট করতে পারছি আজ কয়েদিন হল। কত ভালো ভালো লেখা আসলো পরে যদি কবিদের ভাল লেগেছে জানাতে না পারি মনটা খারাপ হয়। প্লিজ একটু লক্ষ্য রাখুন।
ReplyDeleteপ্রিয় কবিদের কত ভালো ভালো লেখা পড়ে যদি জানাতে না পারি আমার কেমন লাগলো বা তাদের সামান্য ধন্যবাদটুকু না দিয়ে তবে কবিদের অপমান করা হয়। আলোকরেখা বোধ করি বোঝেন
ReplyDeleteপ্রিয় লেখকদের লেখা পড়ে যদি জানাতে না পারি বা তাদের সামান্য ধন্যবাদ না দিতে পারি তবে বই পড়লেই হয়। কোস্ট করে ওয়েবসাইট এ কেন যাবো ?একটু ভেবে দেখুন
ReplyDeleteকমেন্ট দিতে পারছি আজ কয়েদিন হল।সানজিদা রুমি একটি দেখবেন ?
ReplyDeleteকমেন্ট দিতে পারছি আজ কয়েদিন হল।সানজিদা রুমি ১ লক্ষ পাঠক পেয়ে পাঠকদের ই ভুলে গেলেন ? কোন পোস্ট এ কমেন্ট করতে পারছি আজ কয়েদিন হল। এমন চলতে থাকলে আর ওয়েবসাইট চালাতে হবে না। একটু ভেবে দেখবেন।
ReplyDeleteপ্লিজ একটু লক্ষ্য রাখুন।ভাল লেগেছে না আর প্রিয় কবিদের ভালো লেখা পড়ে যদি ভাল মন্দ জানাতে না পারি কেমন লাগে? এতে কবিদেরও অপমান করা হয়।
ReplyDeleteআলোকরেখা ভালো ভালো লেখা প্রকাশ করে । নতুন নতুন কবিদের কবিতা পাই। তাই আমরা পড়ি। ও পাঠক সংখ্যায় বেড়েই করেছে। অনেক কিছু ভুল হচ্ছে এখানে। প্রতিশ্রুত লেখা পাই না। সকল বিষয় অনেক গুলো খালি। মাঝেমাঝে ঢুকতে পারি না। পড়তে পানি না। এগুলো যদি নাই পারেন টোন বড় বড় বুলি আওড়িয়ে কি লাভ ? বন্ধ করে দিন।
ReplyDeleteবহুদিন আমাদের প্রিও পরম পূজনীয় কবি মেহরাব কবিতা পাই না ।ওনার কবিতার সাত্ত্বিকতা আধ্যাত্মিকতা মনের ভিতরে প্রবেশ করে আত্মশুদ্ধি করে। অরার কবিতা শুধু কবিতা নয় ,প্রতি কবিতা যেন বানী বিমূর্ত ও বাস্তবিক জীবনের মেল বন্ধন ।ব্যস্তময় এই জীবন যাপনে সব সময় বই ঘেঁটে কবিতা পড়া খুব কষ্টকর। আমি আলক রেখা পড়া শুরু করেছি ওনার কবিতা পেয়ে।আমি শুধু ওনার মানসম্মত কবিতা পড়ার জন্য ঈ আলক রেখা পড়ি ।কবির কাছে সবিনয়ে আনুরধ আমাদের জন্য লিখুন । আলক রেখাকে বিশেস অনুরধ যেমন করে হক কবিকে বাজি কারান , তাঁর কবিতা আমাদে্র প্রান
ReplyDeleteআপনাদের কাছে বিনীত নিবেদন যখন মন্তব্য করবেন দোয়া করে আম্নাদের নাম বা id দিন। আমার ওপেন id দিয়ে কেউ মন্তব্য করবেন না। একটু করে option এ যেয়ে নিজের ঈদ দিন। অন্যথায় এটা আপনার নাম যাবে না। আমি যে মেইল এ sign in করা আছি সেই নাম পোস্ট হবে। ,দয়া করে এই ভুলটি করবেন না।
ReplyDeleteআপনাদের কাছে বিনীত নিবেদন যখন মন্তব্য করবেন দোয়া করে আম্নাদের নাম বা id দিন। আমার ওপেন id দিয়ে কেউ মন্তব্য করবেন না। একটু করে option এ যেয়ে নিজের id দিন। অন্যথায় এটা আপনার নাম যাবে না। আমি যে মেইল এ sign in করা আছি সেই নাম পোস্ট হবে। ,দয়া করে এই ভুলটি করবেন না।
ReplyDeleteআজ বহুদিন হল কবি সুনিকেত চৌধুরীর লেখা পাইনা কেন? উনি কি আর আলোকরেখায় লিখবেন না ? ওনার কবিতার বই কথাটা পাবো ? এই প্রশ্ন বহুবার আলোকরেখায় জানতে চেয়েছি অথচ আমরা কোন উত্তর পাইনি। এটা খুবই হতাশা ব্যঞ্জক। আলোকরেখার এই আচরণ আশা করা যায় না।
ReplyDeleteআলোকরেখা কবিদের কাছে লেখা চাই। ওনারা নিজের ইচ্ছেমত লেখা দেন। এমনও তো হতে পারে যে ওনাদের বিশেষ কোন অসুবিধা থাকতে পারে। কবিতা চাইলেই কি লেখা যায় কবিতা একটা শিল্প। আর শিল্পের বিশেষ দিক চাইলেই গোড়া যায় না।আর একটু অপেক্ষা করুন। শীঘ্রই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করবো।
ReplyDeleteআগে আলোকরেখায় "প্রিয় চলচিত্র" ও বাংলদেশী টেলিভিশন চ্যানেল ছিল। জানি না এগুলো কেন বন্ধ করা হলো ? আমরা এক জায়গায় এতো কিছু পাবার আশায় আলোকরেখায় লগ ইন করি। তাই আলোকরেখারার সানজিদা রুমির কাছে বিশেষ অনুরোধ আপনি যদি এগুলো বিশেষ করে প্রিয় "চলচিত্র" আবার চালু করেন বাধিত হবে। ধন্যবান্তে নোমান শরীফ ও আমিনা শরীফ ,নিউ ইয়র্ক
ReplyDeleteআজ বহুদিন আলোক রেখায় কোন কর্মকাণ্ড নেই ।আমি খুব বিষণ্ণ থাকি মন খারাপ করা এসে ভর করে যখন আমার প্রিয়কবি সুনিকেতের লেখা পাই না। আলোকরেখার কাছ থেকে এই অবাঞ্চিত কষ্ট আমার কাম্য নয়। আপনারা কি এ বিষয়ে একটু ভেবে দেখবেন ? অপেক্ষায় থাকলাম।
ReplyDeleteবাংলা শত শত অনলাইন পত্রিকা সহ ওয়েব সাইট আছে। তবুও আলোকরেখার গঠন ও প্রকাশিত লেখার কারণে আমরা নিয়িমিত পড়ি ও মন্তব্য করি। আজ বহুদিন হলো আমরা পুরোনো লেখাই চর্বিত চর্বন করছি। আলোকরেখা কি বন্ধ হয়ে গেল ?
ReplyDeleteআলোকরেখা প্রজ্ঞার অন্বেষণের প্রতিশ্রুতি দিয়েছে। জানি না কি কারণে এটা বন্ধ হয়ে গেল.খুব মনটা খারাপ গিয়ে গেল। আশা করি আলোকরেখায় আবার আমরা আমাদের প্রিয় কবিদের কবিতা ও ভালো ভালো লেখকদের লেখা পাবো।
ReplyDeleteআলোকরেখা আমাদের এত প্রিয় যে প্রতিদিন একবার দেখা চাই কিন্তু খুবই হতাশ হয় যখন আলোকরেখা খুলতে পারি না। অথবা কোন নতুন কিছু পাই না। কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া কি প্রয়োজন নেই ? আশা করি আর হতাশ হতে হবে না।
ReplyDeleteনতুন কিছু না পেয়ে পুরোনো লেখাগুলোই উল্টে পাল্টে পড়া। আলোকরেখা পড়ার অভ্যেস ত্যাগ করতে পারছি না। তাই সানজিদা রুমির কাছে বিশেষ অনুরোধ লেখা পোস্ট করা বন্ধ করবেন না প্লিস।
ReplyDeleteআলোকরাখার কাছে বিশেষ অনুরোধ যেন প্রকাশনা বন্ধ না হয় আমরা খুব আশাহত হই।
ReplyDeleteআলোকরেখা আমাদের নতুন নতুন লেখা উপহার দিয়ে মনের খোরাক দিত। আজ বহুদিন আলোকরেখা বন্ধ। আশা করি তাড়াতাড়ি আলোকরেখা আমাদের দিকে নজর দিবেন।
ReplyDelete