আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও "আলোক রেখা" এ স্বাগতম ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    "আলোক রেখা" এ স্বাগতম


    "আলোক রেখা"   স্বাগতম "আলোক রেখা" শুধু  একটি সাইট বা ব্লগ  নয়। এটিকে  একটি সংগ্রহশালা বলা যেতে  পারে। ব্যস্ততম জীবনে নানা জায়গায় দৌড়ে বা খোঁজ তল্লাশি  না করে একটু স্বস্তিতে নিজেকে আলোকিত   প্রজ্ঞাময় করার জন্য এক জায়গায় অনেকগুলো বিষয়ের উপর আলোকপাত করার জন্য আলোকরেখা" " এই অনলাইন প্রয়াস। ভোরে সূর্যের আলোকরেখা রাতের অন্ধকার দূর করে। তেমনি জ্ঞানের  রশ্মিরেখা জীবনকে উদ্ভাসিত করে। প্রজ্ঞা  আলো  এবং অজ্ঞতা অন্ধকার।  জ্ঞান ছাড়া  অতীত ইতিহাস অনুসন্ধান, আত্ম অন্বেষণ, উৎপত্তি ,সংস্কৃতি চর্চা ,মুক্তচিন্তা ,নিরপেক্ষ চেতনা সম্ভব নয়। জ্ঞানই শক্তি। জ্ঞানহীন জীবন  শিকড় ছাড়া একটি গাছের মত। জ্ঞানের  সুদীপ্ত প্রভা পরিবার তথা  সমাজ প্রগতির প্রতিজ্ঞা। অন্ধকার  অন্ধকারকে  দূরভিত করতে পারে  না। অজ্ঞতাও  পারে না  ঘৃণা ,হিংসা দ্বেষ পেরিয়ে ভালোবাসতে শেখাতে। "মানুষ মানুষের জন্য" শিখতে চাই  জ্ঞানের প্রতীতি অন্বেষণ। আশা করি এই ওয়েবসাইটে মাধ্যমে আমাদের  ধুলায়  ঢেকে  থাকা সত্তা  , ছন্দহীন জীবন, ঘুমের জালে জড়িযে  থাকা চেতনা  ,মনের কোণের সব দীনতা মলিনতা দূর করে মুক্ত আলোর জাগরণী ছুঁইয়ে দেবে। " আলোকরেখা" স্বাধীন মুক্ত চেতনার  ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ওয়েবসাইট পৃথিবীতে  ধর্মের নাম যে অধর্ম চলছে তার বিরুদ্ধেই আমার " আলোকরেখা" জন্ম।  আলোকিত চেতনার  বীজ বপন করতে হলে সোচ্চার হতে হবে শুধু ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমে তা সম্ভব হয় না। এই সব মাধ্যম অনেকটাই শেলফি,স্বীয় প্রদর্শনী, আত্ম মহিমান্বয়ন,বস্তুবাদই বেশি।তাই আত্ম পরিতৃপ্তি বা তুষ্টির জন্য দরকার নিজস্ব আন্দোলনের জায়গা আর সেই ভাবনা থেকেই  "আলোকরেখা"   যাত্রা  শুরু এর মূল ভিত্তি হচ্ছে দার্শনিকপ্রকৃতিবাদ, নৈতিক মূল্যবোধ,   সামাজিক রীতি, প্রথা অনুশাসন গোঁড়ামির শৃঙ্খলমুক্ত মানবতাবাদ। 
    আলোকরেখা মূলত আমার দেখা ও জানা ৭১'র যুদ্ধ ,বাংলাদেশের  স্বাধীনতার স্মৃতি, আমার রবীন্দ্রনাথ যেভাবে আমি রবীন্দ্রনাথ কে দেখি ভাঙি গড়ি বা অন্যেরা তাদের রবীন্দ্রনাথকে কিভাবে  দেখে,আপন দর্পণ নিজস্ব চিন্তা চেতনার প্রতিফলন ,আমার প্রকাশিত অপ্রকাশিত লেখা ,বাংলা সাহিত্য,বাংলা সংস্কৃতি যা তথাকথিত ধর্মের করাঘাতে হারাতে বসেছে ,কবি ও তাঁদের  জীবনী , দর্শন তত্ত্ব,লালন, গল্প ,প্রেমাখ্যান, কবিতা ও কবিতা পাঠ,বৃহন্নলা, সমপ্রেমীদের কথা, ভালো  ছবি, ছায়াছবি বা  বিশ্বের খবরাখবর  ইত্যাদি  বিভিন্ন বিষয়ে আলোকপাত করে।আরেকটি  বিশেষ  প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনাদের লেখা।  এখানে আপনারা লেখা পাঠাতে পারেন। যে কোন মুক্ত চিন্তার লেখা যা আপনার চেতনাকে প্রকাশ করে ও অন্যকে সম্মৃদ্ধ করে। যেহেতু এটা একটা আলোকরেখা মূলত একটা নির্ধর্মীদ ওয়েবসাইট। তাই ধর্মীয় লেখা প্রকাশ করা  হবে না , না পাঠানোই কাম্য।আপনারা এখানে লিখবেন কীভাবে?
    এখানে বিখ্যাত লেখকদের সাথে আপনাদের বাংলা বা ইংরেজি  লেখা বা কবিতাও প্রকাশ করা হবে। ।লেখার সাথে ছবিও পাঠাতে চাইলে পাঠাতে পারেন। যারা  বাংলা লেখা পাঠাতে  চান অথচ বাংলা টাইপ করার পদ্ধতি না থাকে তারা  ইংরেজিতে বাংলা টাইপ করে লেখা পাঠেতে পারেন।  আমরা সেটা বাংলায় টাইপ করে প্রকাশ করবো।  এই  বিশেষ সুবিধা আপনারা  হয়তো অন্য কোথাও পাবেন না।  এই সুবিধা  আমরা প্রণয়ন করছি  এই জন্যে যে , অনেক গুণী লেখক আছেন যারা কেবল বাংলা টাইপের কারণে বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে আছেন তারা  প্রকাশিত হতে পাচ্ছেন না।  তাদেরকে স্বপ্রভায় প্রকাশ করে আলোকরেখার এই প্রয়াস।তবে www.google.com এ যান, সেখানে Avro Keyboard লিখে সার্চ করুন, তারপর তা ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। তারপর বাংলায় টাইপ করুন। খুব সহজ !এটা খুব একটা কঠিন নয়। লেখা পাঠাবার নিয়ম। alokrekha sanjida rumi বা http://alokrekha.blogspot.ca ওয়েবসাইট যেয়ে "ঠিকানা লেখা পাঠাবার" widge এ ক্লিক করুন।  ইমেইল সহ আপনার লেখা পাঠান। আপনি  আপনার লেখা সরাসরি মেইল আইডি-তে পাঠাতে পারেন। আমাদের মেইল আইডিঃ  [email protected]
     ।
    লেখা পাঠানোর সাথে আপনার পরিচয় অর্থাৎ নিজের সম্পর্কে কিছু কথা যা আপনার পাতায় লেখা থাকবে আমাদের ওয়েবসাইটে। যাদের আপনার লেখা নিম্নতম ৫০০ অক্ষরের হতে হবে। কবিতা জন্য এটা প্রযোজ্য নয়। তবে লেখা  পাঠানোর সময় নিম্নলিখিত তথ্যগুলি সংযুক্ত করবেন। ১. নাম-২. জন্ম তারিখ- ৩. মেইল আইডি ৪. ফেসবুক প্রোফাইলের লিংক (যদি থাকে) এই সব তথ্য আপনি চাইলে গোপন রাখা হবে। সমস্ত তথ্য দিয়ে মেইল আইডি তে লেখা পাঠাবেন ওয়েবসাইটে  প্রকাশের জন্য । আবার ফেইসবুক এ ও আপনার লেখা পাঠাতে পারেন। ঠিকানা https://www.facebook.com/alokrekhaweb
    । আমাদের ফেসবুক পাতার দেয়ালে  আপনার লেখা  পোস্ট করবেন। সেখান থেকে আমাদের সাইটে  প্রকাশ করা হবে। আপত্তিকর কিছু পোস্ট করলে গ্রাহ্য করা হবে না। তা মুছে দেওয়া হবে।মুছে দেয়ার পুরো অধিকার অ্যাডমিনের আছে। সুস্থ প্রজ্ঞা ও পরিস্কার পরিচ্ছন্ন মননের জন্যই  এই পদক্ষেপ নেওয়া, আপনাদের সাহায্য আশাকরি।
    আপনারা আলোকরেখা : http://alokrekha.blogspot.ca ওয়েব সাইটটি পড়ুন এবং গঠনমূলক মন্তব্য করুন। আপনার ফেসবুক অথবা টুইটার একাউন্টের বা অন্যন্য মাধ্যমে  মন্তব্য করতে পারবেন।

    আপনাদের সক্রিয় অংশ গ্রহনেই সুস্থ জ্ঞান সুদীপ্ত প্রভা, স্বকীয় দর্শন প্রতীতি প্রমা "আলোকরেখা"  সুদীপ্ত প্রভায়  দীপ্তিশীল ও প্রতিভাসিত হবে।




    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত

    54 comments:

    1. দীপ্ত প্রজ্ঞার অন্বেষণে।আলোকরেখা ৭১'র যুদ্ধ,বাংলা সাহিত্য,সংস্কৃতি দর্শন.লালন,গল্প,কবিতাকবি ও তাঁদের জীবনী ,দর্শন.লালন,গল্প,কবিতা ও কবিতা পাঠ,বৃহন্নলা, সমপ্রেমীদের কথা,ছায়াছবি বিশ্বের খবর ইত্যাদি বিষয়ে আলোকপাত করে।আলকরেখা তার প্রতিশ্রুতি রক্ষায় সচেষ্ট।আমি সানজিদা রুমি ও আলকরেখার চলার পথ দীপ্ত হোক এই কামনা করি।

      ReplyDelete
    2. আমরা কি আর সুনিকেত চৌধুরীর কবিতা পাবো না ? উনি কি আলক রেখা ত্যাগ করেছেন? আমরা বাংলালিরা ভাল কিছু ধরে রাখতে পারি না । আশা করি সাঞ্জিদা রুমি এই দিকটায় সচেতন হবেন। কবিদের সঠিক ও সযত্নে মুল্যায়ন করবেন। আপনার আলক রেখা র পাঠক কেন এত বেশি সে কি শুধু দেখতে এক্তা সুন্দর ওয়েবসাইট। গান চলচ্ছিত্র আপনার সুন্দর চেহারার ফটো বা হিজড়াদের জন্য নয় । শুধু ভাল ও গুনি লেখকের লেখার জন্য এটা মনে রাখলে খুশি হব

      ReplyDelete
    3. আলোক রেখার প্রতিশ্রুতি ” দীপ্ত প্রজ্ঞার অন্বেষণে”। প্রজ্ঞা আলো এবং অজ্ঞতা অন্ধকার। এটি সুদীপ্ত প্রভার মিলিত পরিবার তথা সমাজ প্রগতির প্রতিজ্ঞা। অন্ধকার অন্ধকারকে দূরভিত করতে পারে না। তেমনি ঘৃণা ,হিংসা ও দ্বেষ ভালোবাসতে শেখাতে পারে না " আলোকরেখা" স্বাধীন , মুক্ত চেতনা, নিরপেক্ষ ও মানবতাবাদী । আরেকটি বিশেষ প্রতিপাদ্য বিষয় হচ্ছে অতিথিদের লেখা। তাঁদের লেখা দেন -নিজস্ব সৃষ্টির ছন্দ ও মুক্ত চিন্তার চেতনাকে অনুসরন করে। অপেক্ষা শেষের প্রাপ্তি মধুর।

      ReplyDelete
    4. আলোকরেখা যেন সুবর্ণ রেখা। এতে মানুষের ভাবনার জগতের সুন্দর মনের মানুষদের কত রকমের বিচিত্র অদ্ভুত সুন্দর প্রকাশ। প্রকশোকেই জানাই সহস্র ধaন্যবাদ।

      ReplyDelete
    5. কবি আশরাফ আলীর শপথনামা কবিতাটি পড়লাম , বেশ ভিন্ন ধর্মী নুতন অনুভূতি পেলাম।
      কবিকে ধন্নবাদ।

      ReplyDelete
    6. কবি আশরাফ আলীর শপথনামা কবিতাটি পড়ে আবার নুতন করে প্রেম করতে ইচ্ছেয় করছে।

      ReplyDelete
    7. আপনারা যারা নাম বা নামহীন মন্তব্যগুলো লিখছেন তা দারুন শব্দ শৈলী ও বিশিষ্ট ভাষা প্রয়োগে চমৎকার একটা একটা লেখনীতে উপনীত হয়েছে। আবার কেউ কেউ কাব্যিক মন্তব্যও করেছে। তাদের উদ্দেশে আমার সবিনয় অনুরোধ - আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনাদের মাঝে লেখার কত বড় প্রতিভা লুকিয়ে আছে। শুধু মন্তব্যে না লিখে আরো একটু চেষ্টা করে কবিতা গল্প বা প্রবন্ধ লিখুন। সরাসরি প্রকাশিত হোক আলোকরেখায়। পাঠকদের এমন সুন্দর সুন্দর প্রতিভা থেকে বঞ্চিত করা কেন বলুন। লেখা পাঠাবার ঠিকানা তো জানাই আছে। ভালো থাকবেন।

      ReplyDelete
    8. What is Sanjida Rumi's religion?

      ReplyDelete
    9. আমি বুঝতে পারছি না আলোকরেখা নিয়ে কার কি সমস্যা ? বার বার আমার নাম দিয়ে বাজে কথা লেখেন। আমি কি sign in করে আলোকরেখার কাজ করতে পারবো না ?আমি কারো সাতে পাঁচে নেই। পাঠক ভালোবেসে আলোকরেখা পরে মন্তব্য করেন।আমি হিন্দু না কি তা াণ কি খুব প্রয়োজন? আলোকরেখার মূল ভিত্তি হচ্ছে দার্শনিক, প্রকৃতিবাদ, নৈতিক মূল্যবোধ,সামাজিক রীতি, প্রথা অনুশাসন ও ধর্মের গোঁড়ামির শৃঙ্খলমুক্ত মানবতাবাদ।

      ReplyDelete
    10. Sunil Gupta, 24 Parganas, West BengalMay 14, 2017 at 8:30 PM

      সানজিদা রুমির মা দিবসের লেখাটা চমত্কার হয়েছে। উনি নিজেও বোধয় একজন খুব ভালো মা , তাই এতো সুন্দর লেখা লিখতে পেড়েছেন

      ReplyDelete
    11. Biswajit Basu, Mednipur, IndiaMay 14, 2017 at 10:57 PM

      আমার মা নেই। তাই সানজিদা রুমির লেখাটা বোধহয় এতো ভালো লেগেছে

      ReplyDelete
    12. Wahedul Huq, Dhaka UniversityMay 14, 2017 at 11:46 PM

      সানজিদা রুমির লেখা নিয়ে অনেক কমেন্ট পড়লাম। ওনার মা আর বোন ডাক্তার এতে উনার দোষটা কোথায়।যারা আলোকরেখা তে লেখেন , তাদের সবাই পাঁচ তারকা হোটেলে গেছেন। এতে জাহির করার ই বা কি আছে। তাই ভাবি মানুষ কত হিংসুক হয়

      ReplyDelete
    13. Farzana Dewan, Dhaka UniversityMay 15, 2017 at 2:37 AM

      wahedul হক সারের কমেন্ট ধরে বলছি , আমি কিন্তু একটুকো অবাক হই নি। ভালো কিছু করতে গেলেই নিন্দুকের অভাব হয় না। তাই সানজিদাকে বলি লিখে যেতে।

      ReplyDelete
    14. Ashutosh Sen, Birbhum, West BengalMay 16, 2017 at 9:04 PM

      সানজিদা রুমির কোথায় কবে সে সব হারিয়ে গেলো দারুন হোয়েছে ,খুব ভালো লাগলো

      ReplyDelete
    15. "কবি সুনিকেত চৌধুরীর কবিতা পাই না কেন ? অধীর অপেক্ষায় আছি তাঁর কবিতা পড়ার জন্য। আলোকরেখার কাছে আমাদের দাবি।" আপনাদের দাবি পূরণে আলোকরখা সদা সচেষ্ট ! আজও কবি সুনিকেত চৌধুরীর লেখা প্রকাশিত হয়েছে।আপনারা অনেক ভালো থাকুন ও আলোকরেখার কে সংঙ্গে রাখুন! ধন্যবাদ

      ReplyDelete
    16. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লক্ষ্য করেছি , দুঃকজনক হলেও সত্য যে,সে সময়ের বিরাট একটা জনগোষ্ঠী স্বাধীনতা চায় নি। এদের মাঝে অনেকেই ছিল রাজাকার , আলবদর ইত্যাদি । আবার অনেকে ছিল নিষ্ক্রিয় হয়ে ঘরে বসে। মন থেকে এরা বাংলাদেশের স্বাধীনতা চায় নি। এরা এবং এদের বংশধরেরা আজকের হেফাজত ,জামাত ইত্যাদি এবং এরাই স্বাধীনতার পর বিভিন্ন সরকারের মদতে বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাস বিকৃত করেছে।মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গাঁথা প্রবন্ধমালা এই বিকৃতি অনেকটা দূর করবে এবং এখনকার প্রজন্মো প্রকৃত ইতিহাসটা জানবে। সানজিদা রুমিকে এই বিশাল কাজটির জন্য আমার ও সকল বাঙালিদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ।

      ReplyDelete
    17. কবি মেহরাব রহমানের চমত্কার কবিতা ,একান্ত ব্যক্তিগত পড়লাম। বড় ভালো লাগলো।
      কবির জীবনের গোলাপ গুলোতে যেন থাকে শুধু সৌরব , কাটা নয়। উনার গোলাব মহল হয়ে উঠুক
      আরো আন্নন্দময়। সামনে এমন লেখা আরো আশা করবো।

      ReplyDelete
    18. রত্নাবলী দুত্তর লেখা "এটাই আমার ধর্ম" প্রবন্ধটি পড়লাম। খুব ভালো লাগলো।
      উনাকে সাধুবাদ। আরো বেশি করে লিখবেন। শুভেচ্ছা রইলো।

      ReplyDelete
    19. চারদিকে যেমন ক্যান্সার হচ্ছে, এমন সময় ক্যান্সার বিষয় এমন বিস্তারিত চমত্কার লেখা বড় সময় উপযোগী। অনেক কিছু জানলাম। অনেকের উপকার হবে। সানজিদা রুমিকে সাধুবাদ।

      ReplyDelete
    20. Mustafizur RahmanJune 5, 2017 at 6:18 PM

      সানজিদা রুমি যত যাই বলুন , ক্যান্সার হলে মানুষ বাঁচে না। কথায় বলে cancer has no answer. এ এক মরণ রোগ

      ReplyDelete

    21. ক্যান্সার স্বমন্ধে এতো বিস্তারিত লেখার জন্নো সানজিদা রুমিকে সাধুবাদ। তবে আমার মানি হয় খুব তাড়াতাড়ি there is going to be a cure for cancer.

      ReplyDelete
    22. ক্যান্সার চারি দিকে ছেয়ে গেছে,প্রতি পরিবারে ক্যান্সার , এ যেন মহামারী আকার ধারণ করেছে।
      এমন একটা সময় সানজিদা রুমি এলেন এমন একটা সুন্দর প্রবন্ধ নিয়ে। So much well researched material in it. Very informative. ওনাকে অভিনন্দন আর শুভেচ্ছা।

      ReplyDelete
    23. সানজিদা রুমির ক্যান্সার বিষয়ক লেখাটি পড়লাম। সানজিদা রুমি কি ডাক্তার ?

      ReplyDelete
    24. আলোকরেখাকে বলতে চাই , এটা উচ্চ মানের একটি ক্লাসিক্যাল সাইট , এখানে Danforth এর ঘরোয়া হোটেল মার্কা ভেজাল কবিদের পাত্তা দেবেন না please

      ReplyDelete
    25. আলোকরেখার ৩০০০০০ পাঠক হলো , সানজিদা রুমিকে এমন একটা উচ্চ মানের সাইট খোলার জন্নো অনেক অনেক ধন্নবাদ আর অভিনন্দন। এ জগতে সস্তা লেখকের অভাব নেই , তাই অনুরোধ করবো মানটা যেন বজায় থাকে।



      ReplyDelete
    26. আলোকরেখা একটি বিশাল সূরার পাত্র , সেখানে গভীর চুমুক দিতে দিতে আমাদের সংখা ৩০০০০০ পেরিয়ে গেল। সানজিদা রুমিকে অভিনন্দন

      ReplyDelete
    27. রুমি তোমাকে অনেক অভিনন্দন ! অল্প দিনের যাত্রা ৩০০.০০০ পাঠক সংখ্যাযা পৌঁছানোর জন্য অশেষ শুভেচ্ছা। দেখবে এ বছরে ১০০০০০০ ( দশলাখ ) পেরিয়ে গেছে।

      ReplyDelete
    28. আলোকরেখাকে শুভেচ্ছা আর অভিনন্দন! সানজিদা আপনাকে ধন্নবাদ! আলোকরেখার কেবল যাত্রা,আর তার মাঝেই ৩০০.০০০ পাঠক সংখ্যায় পৌঁছে গেল, অবাক হবার কথা বটে,
      আলোকরেখার পথ সুন্দর সুগম ও উন্নত হোক এই প্রার্থনা করি

      ReplyDelete
    29. ভালো উদ্যোগের সাথে যে কোনো কাজ সফল হবেই , তাই আজ সানজিদা রুমির অক্লান্ত
      পরিশ্রম আর চেষ্টায় "আলোকরেখা" ৩০০,০০০ পাঠকে পৌছে গেছে। আলোকরেখার সাফল্যের এই মুহূর্ত আমরাও ভীষণ আনন্দিত। অনেক শুভেচ্ছা রইলো

      ReplyDelete
    30. প্রায় গোড়া থেকেই আমি নিয়মিত আলোকরেখার লেখা পড়ি। চমত্কার পত্রিকা ,খুবই উচ্চ মানের লেখা বের হয় এতে। তবে মনে করিনি এত তাড়াতাড়ি পাঠক সংখা ৩০০০০০ এ পৌছে যাবে। আলোকরেখার সকলকে অজস্র অভিনন্দন আর শুভেচ্ছা

      ReplyDelete
    31. আলোকরেখার আজ খুশি, উত্সব আর আনন্দের দিন , পাঠক সংখা ৩ লাখ ছুইয়ে গেছে।
      আমরাও আপনাদের সাথে আনন্দিত। বগুড়া ইয়ুথ club er পখ থেকে আলোকরেখাকে অনেক
      অভিনন্দন আর শুভেচ্ছা

      ReplyDelete
    32. সানজিদা রুমিকে অনেক সাধুবাদ ! আলোকরেখার ৩০০.০০০ পাঠক সংখ্যাযা পৌঁছানোর জন্য অনেক অভিনন্দন। সামনের দিনগুলোতে আরো ভালো ভালো লেখা দেখতে পাবো আশা করি। কবি শুনিকেত আর মেহরাব রহমানের কবিতা আমার ছবচেয়ে ভালো লাগে।

      ReplyDelete
    33. knowdledge is love , light and vision এই নিয়ে আলোকরেখার যাত্রা শুরু , আজ ৩০০০০০ পাঠক আলোরেখার , আরো বাড়বে , পৌঁছে যাবে একদিন কোটিতে। সানজিদা রুমির পাশা পাশি এতে যারা লেখেন তাদেরও অনেক দান রয়েছে , যেমন কবি শুনিকেত , মেহরাব রহমান ও আরো অনেকে।
      তাই আজ এ আনন্দের দিনে এদের সবাইকে অভিনন্দন আর শুভেচ্ছা।

      ReplyDelete
    34. Poresh Barua, Jharkhand, IndiaJune 16, 2017 at 10:50 AM

      আলোকরেখা , সুন্দর পরিছন্ন পত্রিকা , সবার কথা বলে , শ্রেণী শোষণের এই জগতে সাধারণ মানুষের কথাও বলে। আরো বেশি করে সর্বহারা মানুষের কথা বলার আহ্বান জানাই। আলোকরেখার পাঠক আজ ৩০০০০০ পৌঁছিয়েছে। তাই সকলকে জানাই অভিনন্দন আর লাল সালাম।

      ReplyDelete
    35. Congratulation to Alokrekha, in crossing 300000 readers. Best wishes for the future.

      ReplyDelete
    36. মমতা নাসরিনJuly 5, 2017 at 5:51 PM

      কবি ধ্রুব জ্যোতি এমন একজন কবি যিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী। আমারা আলকরেখায় বহুদিন তার কোন কবিতা পাই না । আলোক রেখার কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরধ এই বিষয় নজর দেবার জন্য।

      ReplyDelete
    37. Haji Shariatullah, Furfura Sharif ,BarisalJuly 8, 2017 at 6:20 PM

      আলোকরেখা একটি ইসলাম বিরোধী ব্লগ . কাজেই এর সাথে জড়িত সববাই জাহান্নামী. আল্লাহ এদের হেদায়েত করুন

      ReplyDelete
    38. Kari Mohammad Abdel BelaliJuly 8, 2017 at 6:47 PM

      আমি জানাব হাজি শারীয়াতুল্লাহ সাহেবের সাথে একমত.

      ReplyDelete
    39. Mowlana Jamshed Ali QuareshiJuly 8, 2017 at 7:23 PM

      এবার দেখবেন এই ব্লগের অনেক লেখক মহান আল্লাহ কীয় সৃষ্টিকর্তা, ঈশ্বর ইত্যাদি বলতেই পছন্দ করেন , তওবা তওবা , আল্লাহ এদের হেদায়েত করুন

      ReplyDelete
      Replies
      1. মারুফ রাসূলJuly 11, 2017 at 4:07 PM

        আপনি এত সাহস পান কোথায়? এসব আজেবাজে কথা লেখার। আমরা বাঙালি -বাংলা আমাদের মাতৃভাষা। তাই সৃষ্টিকর্তা, ঈশ্বর বাঙলা। আল্লাহ আরবী শব্দ!তা আমাদের ব্যবহার করতে হবে কেন? আর ভাল কথা আপনাদের দিন শেষ!আমাদের বিলুপ্তি ও ধংশ সময়ের ব্যপার মাত্র !

        Delete
      2. মারুফ রাসূলJuly 11, 2017 at 6:06 PM

        আপনি এত সাহস পান কোথায়? এসব আজেবাজে কথা লেখার। আমরা বাঙালি -বাংলা আমাদের মাতৃভাষা। তাই সৃষ্টিকর্তা, ঈশ্বর বাঙলা। আল্লাহ আরবী শব্দ!তা আমাদের ব্যবহার করতে হবে কেন? আর ভাল কথা আপনাদের দিন শেষ! আপনাদের বিলুপ্তি ও ধংশ সময়ের ব্যপার মাত্র !!

        Delete
    40. পাঠক সমাবেশ #পাঠক #আলোকরেখা #শাহবাগ #আজিজ মার্কেটJuly 11, 2017 at 4:18 PM

      আলোক রেখা আমাদের খুব প্রিও। আমাদের মুক্ত মনন ও চেতনার পবিত্র ক্ষেত্র মনে করি। আমি মারুফ রাসূলের সাথে সহমত প্রকাশ করে তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের মন্তব্য ও হুমকি "বাঙলার মানুস ডরায় না " জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু! জয় বাঙালীর !

      ReplyDelete
    41. পাঠক সমাবেশ #পাঠক #আলোকরেখা #শাহবাগ #আজিজ মার্কেটFebruary 23, 2018 at 5:07 PM

      আমরা খুবই আনন্দিত আমাদের প্রিয় আলক রেখা প্রায় ৫ লক্ষ পাঠক সংখ্যায় পৌঁছিয়ে গেছে ।আমাদের পক্ষ থেকে অনেক শুভাশিস ।

      ReplyDelete
    42. রেহানা সুলতানাMarch 25, 2018 at 1:27 PM

      আলোকরেখায় কোন নতুন লেখা পাচ্ছি না কেন ? কর্তৃপক্ষ কি একটু দেখবেন।

      ReplyDelete
    43. পাঠক সমাবেশ #পাঠক #আলোকরেখা #শাহবাগ #আজিজ মার্কেটApril 17, 2018 at 1:25 PM

      আলকরেখা প্রতিদিন পড়া এক্তা অভ্যাস হয়ে গেছে।লেখা হক আর কবিতাই হোক সব মানসম্মত।তাইতো আলকরেখা এত প্রিয়। কিন্তু যখন লেখা পাইনি না তখন হতাশ হই ।কর্তৃপক্ষ একটু বিশেষ নজর দেবেন

      ReplyDelete
    44. মোকলেসুর রহমানJune 8, 2018 at 2:43 PM

      আলোকরেখাতে আমরা অনেক উচ্চ মানের লেখা পাই।
      এরকম পত্রিকা আর খুব একটা দেখি না। এই পত্রিকায়
      বেশ কিছু উচ্চ মানের কবি ও লেখক কবিতা আর লেখা
      দিয়ে থাকেন , যেমন সুনিকেত চোধুরী , মেহরার রহমান ,
      অসীম সাহা , শক্তি চট্টপাধ্যায় আরো অনেকে।
      আলোকরেখাকে অনেক সাধুবাদ আর ধন্যবাদ।

      ReplyDelete
    45. আলমগীর হোসেনJune 8, 2018 at 3:00 PM

      ম্যাডামঃ লেখক ও কবিদের সঠিক মুল্যায়ন করবেন। আপনার আলক রেখা র পাঠক কেন এত বেশি সে কি শুধু দেখতে এক্তা সুন্দর ওয়েবসাইট। গান চলচ্ছিত্র আপনার সুন্দর চেহারার ফটো বা ঝকমারি কিছুর জন্য নয় । শুধু ভাল ও গুনি লেখকের লেখার জন্য এটা মনে রাখা উচিত

      ReplyDelete
    46. রেহানা সুলতানাJune 8, 2018 at 3:26 PM

      আলোকরেখায় মাঝে মাঝে কোন নতুন লেখা পাই না কেন ?
      কর্তৃপক্ষ কি একটু দেখবেন আর
      পাঠকদের প্রতি আরো সহানুবতিশীল হবেন

      ReplyDelete
    47. রেহানা সুলতানাAugust 1, 2021 at 10:02 PM

      আলোকরেখায় মাঝে মাঝে কোন নতুন লেখা পাই না কেন ?কর্তৃপক্ষ কি একটু দেখবেন আর
      পাঠকদের প্রতি আরো সহানুবতিশীল হবেন

      ReplyDelete
    48. "আলোক রেখা" শুধু একটি সাইট বা ব্লগ নয়। এটিকে একটি সংগ্রহশালা বলা যেতে পারে। ব্যস্ততম জীবনে নানা জায়গায় দৌড়ে বা খোঁজ তল্লাশি না করে একটু স্বস্তিতে নিজেকে আলোকিত ও প্রজ্ঞাময় করার জন্য এক অনন্য জায়গা। অথচ বহুদিন যাবৎ কোন সাড়া শব্দ নেই। কোন লেখা না পেয়ে পুরোনো লেখাগুলো পড়েই সন্তুষ্ট হতে হচ্ছে। আর পারছি না এখন নতুন কিছু চাই।

      ReplyDelete
    49. মিতালীJuly 13, 2022 at 6:58 PM

      আলোকিত ও প্রজ্ঞাময় এক অনন্য জায়গা আলোকরেখা। অথচ বহুদিন যাবৎ কোন সাড়া শব্দ নেই। কোন লেখা না পেয়ে পুরোনো লেখাগুলো পড়েই সন্তুষ্ট হতে হচ্ছে। আর পারছি না এখন নতুন কিছু চাই

      ReplyDelete
    50. মোহন সিরাজীMay 12, 2023 at 10:07 PM

      আজ বহুদিন হলো আলোকরেখায় কবি সুনিকেত চৌধরীর লেখা কোন কবিতা পাই না। আমাদের পাঠকদের কাছে আমাদের প্রিয় কবি সুনিকেত ছাড়া আলোকরেখা অসম্পূর্ন। আমাদের দাবি ওনার লেখা কবিতা প্রকাশ করা হোক।

      ReplyDelete
    51. মোহন সিরাজীAugust 25, 2023 at 6:09 PM

      আলোকরেখায় নতুন কিছু লেখা না পেয়ে পুরোনো লেখা পড়তে পড়তে হতাশ আমরা। সানজিদা রুমির কাছে বিশেষ আবেদন নতুন কোন লেখা দিন নইলে আলোকরেখায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা আলোকরেখার পাঠকরা আলোকরেখাকে ভালোবাসি তাই এই অনুরোধ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ