ভবানীপ্রসাদ মজুমদারের লেখা "বাংলাটা ঠিক
আসে না!" আদলে আমার এই রম্য কবিতাটি রচিত।
বাংলা
বলতে জানে না
আমার ছেলেমেয়েরা খুব মর্ডার্ন, বাঙালির
মত সস্তা কথায় হাসে না।
মত সস্তা কথায় হাসে না।
ইংলিশে ওরা ফ্লোয়েন্টলি কথা বলে
‘ডিবেট’করে, কবিতা পোড়ে মাতিয়ে তোলে।
আমার ছেলেমেয়েরা খুব পশ্চিমা,
বাঙালির মতো অলীক স্বপ্নে ভাসে না
বাঙালির মতো অলীক স্বপ্নে ভাসে না
জানেন ভাবী, আমার
ছেলেমেয়েরা বাংলা বলতে জানে না।
ইংলিশ’ওদের ঠোঁটের ডগায়,ওটাই
‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
ফ্রেঞ্চ সেকেন্ড, সত্যি
বলছি, ফ্রেঞ্চে ওরা দারুণ তেজ।
কী লাভ বলুন বাংলা বলে ?
আজকাল
কি আর বাংলা চলে ?
বেঙ্গলি ওদের মাতৃ ভাষা,তাই তেমন ভালোবাসে না
জানেন ভাবী, আমার
ছেলে মেয়েরা,বাংলা বলতে জানে না।
বলুন ভাবী,বাংলা
আবার ভাষা নাকি,
কেবল এম্বাররাস্সমেন্ট বেঙ্গলিতে
ইংলিশ বলাটাই ভ্যানিটি কেন পারি না
মেনে নিতে?
ইংলিশ ল্যাঙ্গুয়েজ,ভেরি
ফ্যান্টাসটিক
ফ্রেঞ্চ,সুইট
এন্ড পোয়েটিক।
বেঙ্গলি ইজ ,প্রিমিটিভ এই যুগে এটা ঠিক খাটে না
জানেন ভাবী,আমার
ছেলেমেয়েরা,বাংলা বলতে জানে না।
বাংলা বলা লোয়ার ক্লাসেস,মান ইজ্জতের ফালুদা
তাইতো আমার ছেলেমেয়েরা ইংলিশ বলে সদা।
"মোদের গর্ব মোদের আশা,আমরি
বাংলা ভাষা"
এগুলো এক্সট্রা!রাবিশ!চিপ ইমোশনে ঠাসা।
তবে
ভাবী "ল্যাঙ্গুয়েজ ডে"
পালন করতে ওরা কিন্তু ভোলে না
পালন করতে ওরা কিন্তু ভোলে না
যদিও ওরা বাংলা ভাষার ইতিহাস নিয়ে
কোন মাথা ঘামায় না।
কোন মাথা ঘামায় না।
বিশ্ব পেলো "ল্যাঙ্গুয়েজ ডে"
৫২'তে বাংলা ভাষার আন্দোলন
৫২'তে বাংলা ভাষার আন্দোলন
শহীদ হলো সালাম বরকত
আরো কত তাজা প্রাণ দিল বলিদান।
আরো কত তাজা প্রাণ দিল বলিদান।
এতসব জেনে লাভ কি ভাবী বস্তা পচা সেন্টিমেন্ট
বেঙ্গলিদের সাথেও বেঙ্গলি বলাটা লজ্জ্বার
ব্যাপার,
ইংলিশ বলাটাই এলিগেন্ট।
ইংলিশ বলাটাই এলিগেন্ট।
ইংলিশ ভাষা শব্দে খাসা ওটা বলাই ইন
বেঙ্গলি এক্সেন্ট গ্রামারে ভুল দারুন ডিসগাস্টিং।
যদিও ইংলিশ বলে তাদের মতো করেই
বিশ্বের অন্য ভাষাভাষী
বিশ্বের অন্য ভাষাভাষী
কই তারাতো নিজের ভাষাকে
খাটো করে না ইংলিশের পাশাপাশি।
খাটো করে না ইংলিশের পাশাপাশি।
আমরা কেন হীনতায় ভুগি বলি না বাংলায় কথা
চাঁছা ছেলা ইংলিশ না বলতে পারলে বেছে নেই
নীরবতা।
ইংলিশ ভাষা কি নিদারুন,বাংলা না জানাটাই কুল
বাংলা বলে সোসাইটিতে হবে নাকি ওরা ফুল।
শেক্সপীয়র,ওয়ার্ডসওয়ার্থ,শেলী,কীটস বা বায়রন
ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল
যেন আয়রন।
কাজী নজরুল,বঙ্কিম
মধুসুধন দত্ত
ওদের কাছে তুচ্ছ নেহাত,নিঃগৃত
ওদের কাছে তুচ্ছ নেহাত,নিঃগৃত
তবে আমার ছেলেমেয়েরা টেগোর আর রে কে চেনে
কারণ তারা পশ্চিমাদৃত।
কারণ তারা পশ্চিমাদৃত।
ওরা একেবারে পশ্চিমা ধাঁচে চলে তাই অভিমান বোঝে
না
জানেন ভাবী, আমার
ছেলে মেয়েরা,বাংলা বলতে জানে না।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ