হৃদয়বিদ্যা ভালোবাসা
রোকসানা লেইস
ডিসেক্শন রুমে লাশ কেটে
শিখা যায় শরীর বিদ্যা
তন্ন তন্ন কেটে খোঁজে জানা যায়
অঙ্গ প্রতঙ্গ অস্থি-মজ্জা।
মেধা ও মননের পাঠশালায় হয় উচ্চশিক্ষা
মনস্তত্তের ভাণ্ডার বিতরণ করলেও শেখা
সারা শরীর খুঁজে কোথাও পাওয়া যায়না, হৃদয়।
ইউসুফ-জুলেখা, রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট,
শিরী-ফরহাদ, লাইলি-মজনু প্রেমের অবতার
পাঠ করে ভালোবাসার বিদ্যা
পতঙ্গের মতন তবু ঝাঁপ দেয় আগুনে
পৃথিবী জুড়ে অগুনতি প্রেমিক প্রেমিকা
ভালোবাসার অনুভব হৃদয়ে।
কোথায় সে হৃদয় কোথায় থাকে
ভালোবাসার তাজমহল।http://www.alokrekha.com
রোকসানা লেইস-এর সব লেখা খুব গুছানো ও মার্জিত শব্দ চয়ন। ওঁর লেখা আমার পড়তে ভাল লাগে। আরো লেখা পাবো বলে আশা করি। অনেক অনেক শুভ কামনা।
ReplyDelete