সুনিকেত চৌধুরীর "স্বমর্পনের দলিল" প্রকাশ
করার পর আমাকে বহুজন মেসেজ পাঠিয়েছেন অনেক রকম প্রশ্ন করে। কবিরা জবাবদিহিতা পছন্দ করেন না
জেনেও কবির কাছে জবাব চেয়েছিলাম সব ক'টা প্রশ্নের।
জবাব দিয়েছেন কবি।..সানজিদা রুমি...
স্বমর্পনের শর্ত
- সুনিকেত চৌধুরী
দেবশিশু কন্যা আমার করেনি শঙ্কা করেনি বৃক্ষ রোপন অবিশ্বাসের
নির্মলতার ডানায় ভেসে, নির্ভরতায় গা এলিয়ে
ল্যান্ড করেছে বাপির কোলে ।
স্বমর্পনের শর্ত নেই, নেই বঞ্চনার বাঙময়তা - তাড়া নেই যাত্রা শুরুর ,
হুড়ো নেই পৌঁছে যাবার ! ভয় কি তবে
সই করাতে স্বমর্পনের দলিলটাতে !
দিদির কাছে খবর আছে মামাবাড়ির
দাওয়াত আছে মিষ্টি মুড়ির লাড়ু খেতে
কবির কাছে জবাবদিহির জবর জবর জবাব আছে।
রাত বিরেতে ঘটা করেতোমার কাছে আমার আসা -
সেই সুবাদে তোমার সাথে কথা বলা
এই সকালে।
খণ্ডিত আকাশ আমার কেউ নয়।
মেঘেদের বাড়িতে আমার যাওয়া নেই।
আত্মীয়তার দোহাই দিয়ে সাফাই গাওয়ার বালাই নেই !
তোমার কাছে বারে বারেএই যে ফিরে ফিরে আসাএই যে কর্তব্য পালন
স্বমর্পন বলোনা একে, দোহাই লাগে !
তার চেয়ে বরং নির্বাসনে যেও
বধূয়া আমার!
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরীর "স্বমর্পনের দলিল" প্রকাশ করার পর আমাকে বহুজন মেসেজ পাঠিয়েছেন অনেক রকম প্রশ্ন করে। কবিরা জবাবদিহিতা পছন্দ করেন না জেনেও কবির কাছে জবাব চেয়েছিলাম সব ক'টা প্রশ্নের। জবাব দিয়েছেন কবি।
ReplyDeleteধন্যবাদ সুনিকেত চৌধুরী উত্তর দেবার জন্য।এখন নিজের সাথে মিলাব।উত্তর সঠিক কি না ?
ReplyDeleteসুনিকেত চৌধুরীর লেখা আমার খুব ভালো লাগে।আমি কি ওর যোগাযোগের ঠিকানা পেতে পারি ?
ReplyDeleteঅনেক সত্যি কথা সুন্দর অক্ষরে অভিনন্দন কবি সুনিকেত চৌধুরী
ReplyDeleteঅভিনন্দন কবি সুনিকেত চৌধুরী
ReplyDelete