নীলিমার হিসেব।
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরী
স্বপ্ন স্বপ্ন মনে হয় , কিংবা মতিভ্রম,
অথবা দিবাস্বপ্ন! সে যা-ই হোক -
ভালো তো লাগে এই আশায় আশায় থাকা।
তুমি হয়তো বলবে, আর কতকাল এই বাউনডুলে জীবন?
ভালো লাগেনা ভালো থাকার স্বপ্ন দেখতে আর!
এসো এবারে আলিঙ্গন করি বাস্তবকে,
মেঘের কোল থেকে নেমে আসি মাটিতে -
কাগজ-কলম নিয়ে বসি হিসেব লিখতে।
নীলিমা, তোমার কথায় আমি রাজী, এক পায়ে খাড়া।
শুধু একটি আবেদন আমার -
পাই-পয়সার হিসেব মেলাতে ভালোবাসার জন্যে দেয়া
চাল-ডাল-আলু আর তরকারির মানে মান যদি দাও
ভালোবাসার মুহূর্তগুলোর -
সে হিসেব মানতে রাজী হবেনা আমার মন।
তুলাদন্ডে বিচার যদি করতেই চাও
বাস স্টান্ডে মাইনাস তিরিশের ঠান্ডায়
জমে যাওয়া বরফে আমার ভালোবাসা তপ্ত হৃদয়
যে উত্তাপ তোমাকে দিয়েছিলো সেদিন - ওজনে ওটা কত ভারী
সেটার মাপ চাই সবার আগে।
http://www.alokrekha.com
সকালে উঠেই আলোকরেখায় নতুন কি এলো দেখাটা এখন অভ্যেস .তার উপর প্রিয় কবির কবিতা যেন নাস্তায় নেহারী
ReplyDeleteসত্যি যদি কেউ আমার ভালবাসার মূল্যায়ন এমন করে করতো.কবি সুনিকেত সত্যিকার এই মূল্যায়নে বিশ্বাস করেন নাকি কবিতার জন্য শুধু?
ReplyDeletePiro kobir prio kobita pore khub Bhalo laglo. Ami alokrekhar eknisto vokto. Kobi k dhonybad
ReplyDeleteআপনি যেমন চোখ খুলেই আলোকরেখা পড়েন আমি আবার সারাদিনের কর্মকাণ্ড সেরে পড়তে বসি .নতুন কিছু ?এলো কবি সুনিকেতের লেখা কবিতাটা দারুন.
ReplyDeleteআজ সারাদিন বাংলাদেশে নেট সমস্যা করেছে অফিসের কাজে বিঘ্ন আলোকরেখাও পড়া হয়নি Thank GoD এখন Net problem ঠিক হয়েছে. নতুন কবিতাটা ভাল লাগলো
ReplyDelete