সুবর্ণার চলে যাওয়া
সুবর্ণার ফিরে আসা
- সুনিকেত চৌধুরী
স্বনির্বন্ধ অনুরোধেও ফেরার তো
কথা ছিলো না সুবর্ণার!
ছিলো না প্রতিশ্রুতি কোনো
বিলম্বিত অবগাহনের!
সর্বনাশা ঝড়ে সেই যে বিলীন হলো
ঘর-বাড়ী, সহায়-সম্বল
আকাশের নীল, দিগন্ত প্রসারিত
সবুজ আর একবুক ভালোবাসা - বলে
অভাগিনী তুই!অচ্ছুৎ,অপাংতেয়, অহল্যা !
তুই বকুল গাছের সখী !
গতকাল গত হলো, বৈশাখ বিদায় নিলো,
চূর্ণহলো ভালোবাসার শর্শি
গগনের গহীন কোণে চারুকলা নৃত্যে
নিদারুনখেলা হলো সাঙ্গ !
জঠরে ধারণ বেদনার মতো ভালোলাগা
পুজোদিয়ে অর্চনা করে চলে গেল
পূর্বাচলের সকল সুবর্ণা!
সেই থেকে রাত শেষেভোরের আলোয়
দেখি তোমাকে যখন মনে হয় চলে যাই
যেখানে প্রশান্তি নিরবধি !
সুবর্ণা, তুমি ফিরে
এসো বারে বারে
এসো বারে বারে
আমাদের এইহৃদয়-তপ্ত আঙিনায়
আমাদের গৃহকোণে,
কম্পনের কেন্দ্র থেকে
কম্পনের কেন্দ্র থেকে
উৎসারিত ভালোবাসায়
প্লাবিত কোরো আমাদের
সবক'টা হৃদয়েরসবক'টা নদী !
http://www.alokrekha.com
আমাদের অপেক্ষা থাকে কখন সুনিকেত চৌধুরীর লেখা পড়তে পারবো। এই কবিতাটা পরে খুব ভালো লাগলো
ReplyDeleteকবিতাটা পড়ে খুব ভালো লাগলো। সুনিকেত চৌধুরীর আরো পড়তে চাই
ReplyDeleteসানজিদার সাথে সুবর্ণার চেহারার অনেক মিল।সুনিকেত চৌধুরীর কোন সুবর্ণাকে নিয়ে লেখা কাছে জানতে চাই। ধন্য কবি
ReplyDeleteএই মন্তব্য আমার না, আমার sign in and popup window খোলা থাকার সুযোগ নিয়ে দয়া করে আমার নাম ব্যবহার করে কোন মন্তব্য করবেন না
ReplyDeleteপাঠকদের কাছে বিনীত নিবেদন প্লিস আপনারা যে যা মন্তব্য করতে চান নিজের নামে করুন।
ReplyDelete"আমাকে ও সুবর্ণাকে নিয়ে মন্তব্য" আমার নাম ব্যবহার করে করা হয়েছে। এটা মোটেও কাম্য না।বরং বিবৃতকর ও আপত্তিকর আমার না
ReplyDeleteপাঠক প্রিয় লেখকদের লেখার উপর মন্তব্য করবেন এটাই স্বাভাবিক অন্যকে বিসদৃশ হয় এমন নয়.
ReplyDeleteআমি খুব দুঃখ পেয়েছি। আমি আমার পাঠক ও কবি সুনিকেত চৌধুরীর কাছে অত্যন্ত অপ্রস্তুত ও লজ্জিত ।
ReplyDeleteআমি সানজিদা রুমির সাথে একাত্ম । এটা সই জাল করার মতো অপরাধ।সানজিদার sign in থাকা কালে যেই করে থাকুক সম্পূর্ণ প্রতারণা ও কূটকর্ম। আমি নিন্দা জানাচ্ছি।
ReplyDeleteআমি তোর একনিষ্ঠ পাঠক. সুনিকেতের লেখাগুলো পড়ে খুব ভালো লাগে,ওঁর প্রকাশিত বই কোথায় পাবো ?কবিকে অনেক শুভোচ্ছ
ReplyDeleteকবি সুনিকেত কি এপার বাংলা না ওপার বাংলার ?..ওনার লেখা মাধূর্য্যমন্ডিত
ReplyDelete