দেবতার সাথে কথোপকথন।
- সুনিকেত চৌধুরী
আজ সারাদিন দেবতার সান্নিধ্যে সময় কাটানো গেল
আজ সারাদিন দেবতার সান্নিধ্যে সময় কাটানো গেল
সেইসাথে অনেক কথা হলো তার সাথে।
এটা কেন, ওটা কেন এটা নয় কেন, ওটা নয় কেন?
এটাই যদি হবে তাহলে ওটা ওভাবে কেন?
দেবতা যখন বিদায় নেবেন
সময়ের মেয়াদ যেহেতু টানা,
সামর্থের অভাব যেন না হয় তোমার সন্তানের
দায়-দায়িত্ব আর ভালোলাগা-লাগির
সব দাঁড়ি-কমা-সেমিকোলন
ঠিক ঠিক মত যথাস্থানে বসিয়ে
জীবন কবিতার সবক'টা লাইন
যেন শুদ্ধভাবে লিখতে পারে স্বগর্বে
তোমার সন্তান! হে ভগবান! http://www.alokrekha.com
ব্যস্ত জীবন কাজের ফাকে আলোকরেখা দেখাটা যেন অভ্যাস হয়ে যাচ্ছে .নতুন লেখা প্রিয় কবির
ReplyDeleteদেবতার সাথে কথা বলা এটাতো আমাদের নিত্যদিনের সঙ্গী কিন্ত কবিতা? দারুন কবি
ReplyDeleteকবিতাটার লেখা বচন শব্দচয়ন ভাল কিনতু সর্ম্পূন নয়. সুনিকেত চৌধরীর অন্য লেখাগুলো অনেক হৃদয়গ্রাহী
ReplyDelete