আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও দেবতার সাথে কথোপকথন ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    দেবতার সাথে কথোপকথন

    দেবতার সাথে কথোপকথন।
    - সুনিকেত চৌধুরী
    আজ সারাদিন দেবতার সান্নিধ্যে সময় কাটানো গেল
    সেইসাথে অনেক কথা হলো তার সাথে।
    এটা কেন, ওটা কেন এটা নয় কেন, ওটা নয় কেন?
    এটাই যদি হবে তাহলে ওটা ওভাবে কেন?
    দেবতা যখন বিদায় নেবেন 
    করুণ মিনতি করে উচ্চারিত হলো আমার প্রার্থনা:
    সময়ের মেয়াদ যেহেতু টানা,
    সামর্থের অভাব যেন না হয় তোমার সন্তানের 
    দায়-দায়িত্ব আর ভালোলাগা-লাগির 
    সব দাঁড়ি-কমা-সেমিকোলন 
    ঠিক ঠিক মত যথাস্থানে বসিয়ে 
    জীবন কবিতার সবক'টা লাইন
    যেন শুদ্ধভাবে লিখতে পারে স্বগর্বে 
    তোমার সন্তান! হে ভগবান!                                                                                                                                                                   http://www.alokrekha.com

    3 comments:

    1. ব্যস্ত জীবন কাজের ফাকে আলোকরেখা দেখাটা যেন অভ্যাস হয়ে যাচ্ছে .নতুন লেখা প্রিয় কবির

      ReplyDelete
    2. দেবতার সাথে কথা বলা এটাতো আমাদের নিত্যদিনের সঙ্গী কিন্ত কবিতা? দারুন কবি

      ReplyDelete
    3. কবিতাটার লেখা বচন শব্দচয়ন ভাল কিনতু সর্ম্পূন নয়. সুনিকেত চৌধরীর অন্য লেখাগুলো অনেক হৃদয়গ্রাহী

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ