আমার কথা মনে রেখো
শামসুল আলম বেলাল
ফাগুন এলো ফাগুন এলো বইছে হাওয়া
এই ফাগুনে যাবে কিগো তোমায় পাওয়া বাহু ডোরে?
সোনার বরন রমনী তোমার হলুদ শাড়ি
ফাগুন হাওয়ায় দিচ্ছে যেন আকাশ পাড়ি ।
উড়ে উড়ে ঘাসের ডগায় শিশির কণা হাসছে দেখো
ফাগুন হাওয়ায় দিচ্ছে যেন আকাশ পাড়ি ।
উড়ে উড়ে ঘাসের ডগায় শিশির কণা হাসছে দেখো
ঠিক এভাবেই আমার কথা মনে রেখো ।
প্রতি ভোরে। যুগল সুখের মুহূর্ত..........
প্রতি ভোরে। যুগল সুখের মুহূর্ত..........
ঝরা কুয়াশার বিন্দু বিন্দু ঘামে
শীতল পরশে ভালোবাসা নামে ।
এক রত্তি রোদ স্বস্নেহে উত্তাপে
ভালোবাসি বলে ভালোবাসা মাপে।
এক রত্তি রোদ স্বস্নেহে উত্তাপে
ভালোবাসি বলে ভালোবাসা মাপে।
উচ্ছল হাসির ঝিলিক ছড়ানো বন্যায়
এলোমেলো প্রেম হাজারো ভিড়ে দিক পায়।
ঝাপসা সকাল নরম রোদের আদরে
ভালোবাসা হয়ে লুকায় প্রেমের চাদরে।
এলোমেলো প্রেম হাজারো ভিড়ে দিক পায়।
ঝাপসা সকাল নরম রোদের আদরে
ভালোবাসা হয়ে লুকায় প্রেমের চাদরে।
বিগত রাত্রির বিরল সুখের সজীব রেশ
মুরুলি বাঁশির পঞ্চম সুরেই বাজিছে বেশ ।
অলস সময়ে হঠাৎ উদার সোনালী চিল
মুরুলি বাঁশির পঞ্চম সুরেই বাজিছে বেশ ।
অলস সময়ে হঠাৎ উদার সোনালী চিল
তোমার হৃদয়ে আমার হৃদয়ে একান্ত মিল ....
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ