ভগবানের গ্রীষ্মকালীন ছুটি !
আশরাফ আলী
মানুষের
সাথে মানুষের যুদ্ধ যখন দেখি,
অনাহারী
মা'কে আমার কাঁদতে
যখন দেখি
পাঁজর
দেখানো মা'য়ের কোলে
ড্যাবড্যাব চোখে
দেব
শিশুটির ঠোঁটের কোণায় মাছি যখন দেখি্
তাবৎ
দেশের তাবৎ নেতার হেঁড়ে
গলার গান যখন শুনি
কষ্ট
করে রাত-বিরেতে টক-শো যখন শুনি
মিনটু
মামার মজ্জাগত ময়লা যখন দেখি্
হলুদ
খবর সবুজ বলে বিকোতে
যখন দেখি
আয়না
দেখে পায়না সময় অন্য কিছুর
সেলফি
নিয়ে ব্যস্ত মদন গর্ব যখন
করে
আকাশ
যখন মেঘে ঢাকে বোমার
বিস্ফোরণে
সাদা
যখন সাতরং ভুলে শ্রেষ্ঠত্বের দাবী
তোল
পণ্য
করে "আমার মা" কে
বেচতে যখন দেখি
পুড়িয়ে
গ্রামের সব বাড়ী-ঘর
সব জমিনের মালিক বনে
দেশের
সেবায় নিজের জীবন দেবে যখন
শুনি
দেশোদ্ধারের
কথা বলে নিজের হিসেব
খাতায় লিখে
যুদ্ধ
জয়ের নীল নকশা আকঁতে
যখন দেখি
মনে
হয় আমার তখন, ভগবানের
এখন বোধ হয়
গ্রীষ্মকালীন
ছুটি !
http://www.alokrekha.com
এই লেখাটা আগেও পরেছি ।আবারো পরলাম আবার ভাল লাগলো । ভাল থাকবেন আশরাফ ভাই ,শুভ কামনা
ReplyDeleteঘুমাতে যাওয়ার আগে আলকরেখায় নতুন কবির নতউন কবিতার সংযোজন ।খুব ভালকবিতা। আলক্রেখায় এই নতুন নতুন সংযজনে পাঠক আকৃষ্ট হবে।
ReplyDeleteভগবানের গ্রীষ্মকালীন ছুটি কবিতাটা একেবারে অন্য রকম।গতানুগতিক নয় বরং নতুন ব্যঞ্জনের আবির্ভাব। আমার খুব ভাল লেখেছে । ভাল থাকবেন। আশা করবো আপনার লেখা নিয়মিত পাবো
ReplyDeleteআশরাফ আলী যে কবিতা লেখেন তা জানতাম না ।খুব ভাও লাগলো কবিতাটা পড়ে । আর অনেক শুভেচ্ছা
ReplyDeleteঅপূর্ব লেখনি !আমার মতে যে কবিতা যদি বার বার পড়তে ইচ্ছে করে এবং পড়া শেষে সেই কবিতাটা বেশ কিচ্ছুক্ষন ভাবায় সেটাই ভাল কবিতা। আশরাফ আলীর কবিতায় তা বিদ্যমান। শুভ কামনা কবি আর আলোকরেখার একজন ভক্ত নিয়মিত পাঠক হিসাবে নতুন একজন কবিকে আমাদের কাছে পরিচিত করবার জন্য ধন্যবাদ।
ReplyDeleteআমার প্রিয়জন আশরাফ আপনার লেখাটি
ReplyDeleteঅনেক ভালো লাগলো
ভগবান মানুষ সৃষ্টি করে, প্রকৃতি সৃষ্টি করে
সব কিছু স্বয়ংক্রিয় করে দিয়েছেন
এখন সব আপন খেয়ালে চলে
এতসব অনাচার দেখে তিনিও ক্লান্ত হয়ে পড়েন
তাঁর তখন হয়তো প্রয়োজন হয় গ্রীষ্মকালীন ছুটির