আবার জলতরঙ্গ/ মেহরাব রহমান
আমি জন্মান্ধ নই
দৃষ্টিতে নিত্য জাগে
আলোকবর্তিকা,
নানা রঙের নবীন খেলা ।
শৃঙ্খলিত সীমান্ত মানিনা
।
সরাও দুঃসহ কাঁটা তারের
বেড়া ।
উগ্র জাতীয়তাবাদী , ধর্মান্ধ
দানবগণ পুড়ছে সভ্যতা ;
মানুষ প্রজাতি আমি , কথিত ধর্ম নেই কোনও;
পৃথিবী নিজবাসভূম ;
এখানে এই ব্রহ্মাণ্ড
আমার চিরস্থায়ী বন্দোবস্ত ।
দীর্ঘ বেলা কাটে
অন্তহীন আনন্দ অবগাহনে ।
কখনও সমুদ্রঝড়, কৃষ্ণযন্ত্রণা
ভাঙতে চায় প্রোথিত
বিশ্বাস ।
জন্মান্ধ নই আমি ;
আমি সম্পন্ন ভাগ্যবান ।
তাই আবার জোয়ার,
আবার জলতরঙ্গ ;
টুংটাং টুংটাং টুংটাং
টুংটাং টুংটাং টুংটাং
http://www.alokrekha.com
আলোকরেখা দীর্ঘজীবী হোক !! কতদিন পর কবি মেহরাব রহমানের কবিতা পেলাম এত অনার জলতঙ্গ. সত্যি কবি এই কবিতাও জলতরঙ্গের মতোই
ReplyDeleteমেহরাব রহমান আমার অন্যতম প্রিয় কবি.ওনার বই আমার সংগ্রহে আছে এই সাইবার যুগে বই খুলে আর খুব একটা পড়া হয়ে ওঠে হয় না। আলকরেখাকে অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেবার জন্য। শুভেচ্ছা কবিকে!!! অনেক ভাল থাকবেন!!!!
ReplyDeleteবেশ ভালো লাগলো 'আবার জলতরঙ্গ' কবিতাটি পড়ে।
ReplyDelete