আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আবার জলতরঙ্গ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আবার জলতরঙ্গ

    আবার জলতরঙ্গ/ মেহরাব রহমান

    আমি জন্মান্ধ নই
    দৃষ্টিতে নিত্য জাগে আলোকবর্তিকা,
    নানা রঙের নবীন খেলা ।
    শৃঙ্খলিত সীমান্ত মানিনা ।
    সরাও দুঃসহ কাঁটা তারের বেড়া ।
    উগ্র জাতীয়তাবাদী , ধর্মান্ধ 
    দানবগণ পুড়ছে সভ্যতা ;
    দাউ দাউ দগ্ধ  মানব জীবন ।
    মানুষ প্রজাতি আমি , কথিত ধর্ম নেই কোনও;
    পৃথিবী নিজবাসভূম ;
    এখানে এই ব্রহ্মাণ্ড আমার চিরস্থায়ী বন্দোবস্ত ।
    দীর্ঘ বেলা কাটে
    অন্তহীন আনন্দ অবগাহনে ।
    কখনও সমুদ্রঝড়, কৃষ্ণযন্ত্রণা
    ভাঙতে চায় প্রোথিত বিশ্বাস ।
    জন্মান্ধ নই আমি ;
    আমি সম্পন্ন ভাগ্যবান ।
    তাই আবার জোয়ার,
    আবার জলতরঙ্গ ;
    টুংটাং টুংটাং টুংটাং টুংটাং টুংটাং টুংটাং

    http://www.alokrekha.com

    3 comments:

    1. আলোকরেখা দীর্ঘজীবী হোক !! কতদিন পর কবি মেহরাব রহমানের কবিতা পেলাম এত অনার জলতঙ্গ. সত্যি কবি এই কবিতাও জলতরঙ্গের মতোই

      ReplyDelete
    2. মেহরাব রহমান আমার অন্যতম প্রিয় কবি.ওনার বই আমার সংগ্রহে আছে এই সাইবার যুগে বই খুলে আর খুব একটা পড়া হয়ে ওঠে হয় না। আলকরেখাকে অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেবার জন্য। শুভেচ্ছা কবিকে!!! অনেক ভাল থাকবেন!!!!

      ReplyDelete
    3. বেশ ভালো লাগলো 'আবার জলতরঙ্গ' কবিতাটি পড়ে।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ