আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও স্বপ্নের ভেতরে স্বপ্ন ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    স্বপ্নের ভেতরে স্বপ্ন !

     

    স্বপ্নের ভেতরে স্বপ্ন !

    - সুনিকেত চৌধুরী


    স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখে
    কেউ যদি সৌম্য বিহারে যেতে চায়
    আর "টিকেট পাওয়া যাবে কোথায়?"
    -এই কথা বলে জীবনের যাত্রা পথে
    যদি কেউ  চড়ে বসে দ্রুতযানে, কর্ম বিমুখ বলে
                      দোষারোপ তো করা যাবেনা তাকে !                     
    বরং যাত্রা শেষে স্মৃতি দিয়ে সাজানো অ্যালবাম হাতে
    গর্বের সাথে স্পষ্ট  উচ্চারণে
    উচ্চশিরে উচ্চস্বরে বর্ণনা করে যাবে সে যখন
    অপহৃত সকল অপরাহ্নের সফল গাঁথা
    অবাক হওয়ার পালা তখন সারাটা গ্রামের, সকল গ্রামবাসীর!
    হাত জোড় করে দাঁড়ানো গ্রামবাসী বিনয়ী বিনম্ৰ বদনে
         কুঁয়োতলায় সমবেত মায়েদের কাছে
    অনাগত সন্তানদের মঙ্গল কামনায় উলুধ্বনি দেবে!
    সম্ভাবনার বীজগুলো হিমাগারে রাখার
    মেয়াদ তখন হয়ে যাবে শেষ
    তড়িঘড়ি করে আশ্বিন মাস আসেনি
    জেনেও শুরু হবে প্রস্তুতি ঘরে ঘরে
    বোনা হবে নতুন জীবনের বীজ -
    বস্তা বস্তা স্বপ্নের সার দিয়ে পরিচর্যা হবে
    আমাদের হৃদয়ের এই প্রান্ত থেকে শুরু করে
    দিগন্ত প্রসারী ফসলের এই মাঠ !

    http://www.alokrekha.com

    11 comments:

    1. কি যে ভাল লাগছে। আমার প্রিও কবি? সুনিকেত চৌধুরীর কবিতা । সারাটা দিন আজ ভাল যাবে।। অনেক অনেক ভালবাসা কবি আর ধন্যবাদ আলকরেখা ...।

      ReplyDelete
    2. সত্যি আমি অনেক আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ আলকরেখাকে। আমি বিশ্বাস করতে পারছি না এত জলদি কবি সুনিকেত চৌধুরীর কবিতা পাব।কি দারুন লেখন শক্তি

      ReplyDelete
    3. ওমা কি যে ভাল লাগচে। কবি এতদিন কোথায় ছিলে ?

      ReplyDelete
    4. আমার স্বপ্নের কবি!!!আমার ভালবাসার কবি। এত সুন্দর শব্দ চয়ন,সাম্প্রতিক বিষয় ,ভাবের খেলা ও ছন্দের আন্দলিত কবি ।খুব ভাল !অনেক অভিনন্দন !!!

      ReplyDelete
    5. আমি সত্যি মুগ্ধ ,অনবদ্য কবিতা ! একজন সামান্য লেখক হিসাবে এইটুকু বলতে পারি ,এই অস্থির উপদ্রুত অস্বচ্ছন্দময় সময়ে এই শক্তিশালী লেখা খুব প্রয়োজনীয়। কবিতার যে বার্তা তা অতি চমৎকার ও সময় উপযোগী।অনেক শুভ কামনা। ভালো থাকবেন! আরো ভাল লিখুন!

      ReplyDelete
    6. সাঞ্জিদা তোমার কি বলে যে ধন্যবাদ দেবো তুমি কতদিন পর কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশ করলে। তুমিতো জানো আমি কি কবিতা পড়তে ভালবাসি।এত ভাল কবিতা আমি আর তমার জামাই বাবু দুজন একসাথে পড়লাম। দারুন ভাল ! ভাল থেকো!

      ReplyDelete
    7. খুব ভাল লাগলো , সুনিকেত চৌধুরীর কবিতা পরে ।বহুদিন পর। আলক রেখাকে অনেক ধন্যবাদ।কবি এত দেরি করবেন না তারাতারি আর একটা কবিতা পাই ।শুভ কামনা

      ReplyDelete
    8. দারুন বিষয় বস্তু সমকালিন প্রতিপাদ্য গভীরতা ও ছন্দে মিল বিদ্যমান |কবি ভালো থাকাবেন আরো ভাল লিখুন অনেক শুভাশিশ

      ReplyDelete
    9. স্বপ্নের ভেতর স্বপ্ন দারুন নব জাগরণের কবিতা | কবিতার শৈলী নিগুড় ভাব ও অপ্রচলিত শব্দের প্রাযোগে কবিতাটিকে অনেক হৃদয়গ্রাহী করে তুলেছে |অনেক শুভ কামনা কবি সুনিকেত

      ReplyDelete
    10. আমাদের নব যুগের কবি সুনিকেত চৌধুরী [আমাদের অতন্ত্য প্রিয় কবি ও তার কবিতা! প্রাণঢালা শুভেচ্ছা! ভাল থাকবেন আর নতুন নতুন কবিতায় আমাদের উজ্জবিত করবেন !

      ReplyDelete
    11. কবিতা পড়ার আনন্দে জেগে উঠলাম। প্রণাম কবি সুনিকেত চৌধুরী'কে।
      ---- আনিনা তাহিন নেভিলা.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ