সূর্য্যের কাছে মিনতি !
সুনিকেত চৌধুরী
সূর্য্যটাকে এতো করে বলেও রাজী করতে পারিনি
আমার জানালা দিয়ে উঁকি না দিতে
প্রতিদিনের ঘুম ভাঙ্গা সকালে !
এতো করে বলি, খালি বিছানার
ওইখান টাতে জড়িয়ে থাকা সবটুকু সুবাস
তো শুধু আমারি - তুমি কেন ছুঁতে চাও তাকে?
এ কেমন আচার তোমার?
যতদিন আছে এই সুবাস, এই শুভ্রতা, আর এই পুণ্যতা তোমার রশ্মি দিয়ে ঘিরে রেখো শুধু -
মনের গহীন কোণে আর এই নশ্বর দেহের তাবৎ তন্ত্ৰীতে
যে সিম্ফনি বেজে উঠে ছুঁয়ে থাকে সে যখন - সে তো একান্তই আমার !হিংসে করোনা, সূর্য্য, তুমি !
তুমি তো জান, ভালো থাকা ভালোলাগা ভালোবাসা হয়ে
এখানে ওখানে আলো -অন্ধকারে
আচ্ছন্ন করে রাখে আমার জেগে থাকা ঘুমে থাকা প্রতিটা ক্ষণ
সেদিনের সেই ছুঁয়ে দেয়া প্রহরের পর !
http://www.alokrekha.com
মুগ্ধ কবি সুনিকেত প্রাণটা ভরে গেল। কি শব্দের লেখা কি আকুল মিনতি---- সত্যি ধন্য কবি
ReplyDeleteপ্রিও দুই কবির লেখা একসাথে পরম পাওয়া। দুটি লেখাই অনেক ভাল ।অনেক শুভ কামনা।ভালো থাকবেন আপনারা!
ReplyDeleteকবির আকুতি আর আমাদের আকুতি মিলেমিশে এক হয়ে গেছে ,এখানেই করির সারথকতা, কবি সুনিকেত আপনি ভাল থাকেন আরও ভাল লেখেন এই কামনা করি
ReplyDeleteki je bhalo lageche suniket choudhurir kobita ta.kobike dhonnobad na janiye thakte parlam na .onek onek shuv kamona kobi
ReplyDeleteসূর্য্যের কাছে মিনতি যেন তার মানুষটাকে না ছোয়ে ।এমন করে কি কেউ ভাল বাসতে পারে শুধু সুবাস্টুকু নিয়ে?
ReplyDeleteবেশ ভালো লাগলো
ReplyDeleteআমার কবি সুনিকেত চৌধুরী তার লেখাই জনপ্রিয়তার উপরে ছিল ।হটাৎ দেখি সানজিদা রুমির লেখাটা জনপ্রিয়তার উপরে উঠে আসলো ।এটা অবশ্য নারী বিদসের ফিভার।এটা সাময়িক নারিবাদিত্তের ঝর। তাই প্রমানিত হল। আমার কবির কবিতা আবার জনপ্রিয়তার উপরের দিকে। জয় কবি ! জয় আমাদের
ReplyDeleteকারো লেখা ভাল লাগবে কার লেখা ভাল নাও লাগতে পারে ।কিন্রু লেখকদের প্রতি অসম্মান জনক মন্তব্য মটেও বাঞ্ছনিয় না ।আমি সুবর্ণের মন্তব্যের বিরোধিতা করছি
ReplyDeleteআমি জানতাম সুনিকেত চৌধুরীর লেখাটাই সব থেকে জনপ্রিয়তা পাবে। এত সুন্দর লেখা সূর্য্যের কাছে মিনতি । এমন আত্মিক ভাব এমন আকুতি কার না ভাল লাগবে ? অনেক শুভ কামনা কবি ! খুব তাড়াতাড়ি নতুন কবিতা আশা করছি ।
ReplyDeleteকবি সুনিকেতের কবিতার যেন প্রান আছে যতবার পড়ি ততবার নতুন কিছু আবিস্কার করি~এই কবিতাটা যে কাল কতবার পড়েছি তবুও আশ যেন মেটে না ~ নতুন কবিতার অপেক্ষায় রইলাম
ReplyDeleteআমরা যারা কবিতা পড়তে ভালবাসি কবি সুনিকেত এখন ক্রেজ আজিজ মার্কেটের বা চারুকলার আড্ডায় কোন লেখা এতদিন আলোচিত হয়না দয়া করে জানাবেন তাঁর বই কোথায় পাবো ?
ReplyDelete