আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও এই স্বাধীনতা বিরোধীদের জানিয়ে দিতে চাই "তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা  না!" ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    এই স্বাধীনতা বিরোধীদের জানিয়ে দিতে চাই "তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা  না!"

    ৭১- ২৫শে মার্চ দিবাগত রাত অর্থাৎ ২৬শে মার্চ। ভয়াবহ কালো এই রাতটি ছিলত্রাস সৃষ্টি করা কালো, বিভৎস, হিংস্র, দানবীয়, পিচাস ইতিহাসের পাতায় লিপিবদ্ধ বিশ্বখ্যাত বর্বরতা।পাকিস্তানী হানাদার  তাদের দোসর দালাল বাহিনী অকাতরে হিংস্র দানবীয় হত্যাযজ্ঞ চালায় নিরস্ত্র বাঙালীর ওপর।স্বাধীনতাকামী বাঙলীর ভাষা সংস্কৃতি চিরতরে  অবরুদ্ধ   ধ্বংস করতে হত্যাযজ্ঞ। আর এর বিশেষ দিনেই স্বাধীনতা বিরোধী,মুক্ত-চিন্তা বিরোধী, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে অপকর্মে লিপ্ত বাঙালী-বেশধারী একটি চক্র মানুষ, দেশ  কৃষ্টি উপর হামলা চালিয়ে জানান দিতে চায় - আমরা আগের চাইতে অনেক শক্তিশালী কারণ এখনো তোমাদের মধ্যে থেকেই  অনেকে বাংলাদেশী বাঙালী আমাদের পদলেহন করে।  আর তার প্রমান ঢাকার বিমান বন্দর, সিলেট এবং "আলোকরেখা" কে অচল করে দেয়া, বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়া, পৃথিবীর বাঙালীর সাথে বিচ্ছিন্ন করে দেয়া !
    আবার সেই ষড়যন্ত্র চলছে । আজ সকাল থেকেই "আলোকরেখা"কে হ্যাক করে অচল করে দেয়া হয়েছিল। আমাদের কারিগরী সাহায্যদাতা ভিন দেশ থেকে আমাদের জানালেন এই কানাডায় বাঙালী পাড়ায় অবস্থিত সে হ্যাকারের নাম ঠিকানা আর আই পি এড্রেস যেখান থেকে "আলোকরেখা" ওপর আক্রমণ চালানো হয়েছেএই লেখার মাধ্যমে আমি তাদেরকে  সতর্ক করে দিতে চাই এই কাজ  যারা করেছেন তা যদি পুনরায় ঘটে তবে আমি বাধ্য হবে  তাদের সকল তথ্য দলিল নিয়ে  কানাডা সাইবার ক্রাইম -এর আশ্রয় নিতে।

    আজকের এই দিনে সারা বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশে আমরা যত বাঙালী আছি আমরা তোমাদের জানিয়ে দিতে চাই "তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা  না!"


    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    1 comments:

    1. আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি,। আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের। হৃদয়ের গভীরে নিবিড় জুড়ে আছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐশ্বর্য। প্রেরণার সুর জাতীয় সঙ্গীত। হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধ। আমাদের সকল কিছুর সুনির্দিষ্ট সংজ্ঞায়ন, সকল শুভবোধের সূচনা। এই বোধ, এই মননকে হৃদয়ে নিয়েই আমরা এগিয়ে যাবো, এগিয়ে যাবো ধ্রুব সূর্যের দিকে। সূর্যের আলো রুধিতে পারে কি কেউ, আমাদের মেরে বা রুদ্ধ করে ঠেকানো যাবে ন। সকল অপশক্তিকে উদ্ধত স্বরে জানিয়ে দিতে চাই "তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না!"

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ