জয় হোক মানুষের!
- সুনিকেত চৌধুরী
যে কালিতে কালিমা লেপন তাকে যদি তুমি কালী মা কর
স্বরস্বতী দাঁড়াবে এসে তোমার পাশে ভালোবেসে !
অন্তর্যামী অন্তরে এসে আসন নেবে আলোকিত হবে
চারপাশ আর পারিপাশ ! ভবিতব্য ভর করবে ভবিষ্যতে
জয় হোক অনিন্দের - জয়ধ্বনি দেবে আকাশ-বাতাস !
পুজো-পার্বনের পালা হবে শেষ -
নিবেদিত চোখের তারায় তারায়
জ্বলে উঠবে বিধাতার আলো !
এইখানে তুমি যেওনা থেমে সিদ্ধি হয়েছে লাভ ভেবে -
ক্লান্ত পথিকের আকণ্ঠ তৃষ্ণাকে ধরে রেখো বুকের ভেতর
ঠিক যেখানে অন্তর্যামী! গর্বিত নিজের ছবি দেখে আয়নায়
নির্বাসনে পাঠিওনা তোমার যত উপার্জন!
উপাচার্য হবেন মর্মাহত
পৃথিবীর তাবৎ মানুষ ভেসে যাবে চোখের নিমিষে !
জনহীন এই জনসভায় বক্তা তখন কেবল তুমি -
তোমার পান্ডিত্ব্য
দেখে কে দেবে করতালি,
কে জানাবে অভিনন্দন?
তার চেয়ে এই ভালো বিনয়াবত কুন্ঠিত অবয়ব !
ধুপ জ্বালো, ধুনো দাও, জ্বালো আলোক বর্তিকা
খুলে দাও বাতায়ন, আসুক দখিনা বাতাস।
সারিবদ্ধ জনতার সব করতালি উৎসর্গিত হোক
মানবতার মঙ্গলে! জয় হোক মানুষের!
মাত্র ঘুমাতে যাবো ভাবলাম একটু আলোকরাখাটা দেখে নেই. একটা অভ্যেস হয়ে উঠছে। হয় লেখা পড়ি।না হয় লালনের গান শুনি। ওয়ার্ড news টাও পাই সাথে টরোন্টোর weather দেখি।হঠাৎ দেখি আমার কবি তালিকায় মোস্ট ইদাদানীং প্রিয় কবি সুনিকেতের কবিতা পোস্ট । দারুন লেখা ! জয় গুরু!!!!
ReplyDeleteআমি নিজেও কবি কিন্তু আমি কবি সুনিকেত চৌধুরীর ভক্ত হয়ে উঠেছি ,ওঁর কবিতার বিষয়বস্তু অনেক সুন্দর। ভাব শব্দের অলংকরণ বিশেষেত পরিবেশন দারুন ! অনেক অনেক শুভ কামনা আরো ভালো লিখুন।
ReplyDeleteআমি কবি সুনিকেত চৌধরীর একনিষ্ট পাঠক। শুভ কামনা রইল!! আরো ভাল ভাল লেখার দিন এই কামনা করি
ReplyDeleteঅনেক অনেক আন্তরিক ধন্যবাদ আলোকরেখাকে সুনিকেত চৌধুরী র মত কবিকে উপহার দেবার জন্য। ওনার প্রকাশিত কবিতার নাম জানালে খুশি হব। আবারো আন্তরিক ধন্যবাদ
ReplyDeleteক্যালগারি থেকে সারাদিন চেষ্টা করে এখন visit করতে পারলাম। কিন্তু ঠিক মতো পড়তে পারছি না। redirect হয়ে যাচ্ছে। একটু দেখবেন প্লিস
ReplyDeleteEvery day I wake up in the crowd. After trying so many times. Now I can visit. .every Time are redirected correctly but I can not read her repeatedly. I do not know what is the problem. What is happening to it. are u do maintenance? ? i belive others r having same porblem. pls tel us know
ReplyDeleteসারাদিন পর এখন আলোকরেখায় ভিসিট করতে পারলাম। খুব ভালো লাগছে। সুনিকেত চৌধুরীর লেখাটা পড়ে সারাদিনের কষ্টটা কমে গেলো। ওনার প্রকাশিত কবিতার বই কোথায় পাওয়া যাবে জানালে খুশি হব
ReplyDeleteসারাদিন পর মনটা খুব খারাপ লাগছিল এখন আলোকরেখায় ঢুকতে না পেরে কিন্তু সুনিকেত চৌধুরীর লেখাটা পড়ে পোঁতা ভালো হয়ে গেলো
ReplyDeleteজানো সানজিদা , আলোকরাখা পড়াটা যেন আমার একটা অভ্যেসে হয়ে গেছে। অথচ গত ২৪ ঘন্টায় একরার ঢুকতে পারিনি। বার বার অন্য ওয়েবসাইট নিয়ে যাচ্ছিল।
ReplyDelete