আনিনা তাহিন নেভিলা।
খুব গভীর থেকে টেনে এনেছি দ্যাখো!
শেকড়বাকড় এখনও জলের অবগাহনে মত্ত
জলের গায়ে এখনো লেগে আছে মাছের আঁশ
হাঙর- তিমি’র অবাধ আনাগোনার প্রতিশব্দ-
দুলছে..নিগূঢ় দুলছে জন্মের ভিতর।
শেকড়বাকড় এখনও জলের অবগাহনে মত্ত
জলের গায়ে এখনো লেগে আছে মাছের আঁশ
হাঙর- তিমি’র অবাধ আনাগোনার প্রতিশব্দ-
দুলছে..নিগূঢ় দুলছে জন্মের ভিতর।
অতো গভীরে কিছু যায় নাকি? বানোয়াট!
তুমিও জানো বেদজ্ঞ- নক্ষত্রজাত যোগাযোগ,
আরো আরো গভীরে ডুবেছিল এক বিশাল জাহাজ,
তারও গভীরে, যেখানে সর্বোত্তম পর্বতের উচ্চতা
সেইখান থেকে কিছু দুর্গম গহীনে-
এই দ্যাখো - এখনো গায়ে লেগে আছে -
সাহসী পশ্চিমা পরিচালকের দামী সুগন্ধি!
তোমার চিন্তায় চেতনায় কতোটা সাগর আসে?
কতোখানি হিরকখচিত কামনা!
কতোটা পরিধিস্থিত আবেগ সেখানে!
সমুদ্রতল ভেদে মৃত্তিকার সোঁদা আলাপ-
সেইখান থেকে তুলে এনেছি, গ্রহণীয় নয় যদি-
ছুঁড়ে দিওনা অগণিত আকাঙ্ক্ষাহীন কক্ষপথে।
কতোখানি হিরকখচিত কামনা!
কতোটা পরিধিস্থিত আবেগ সেখানে!
সমুদ্রতল ভেদে মৃত্তিকার সোঁদা আলাপ-
সেইখান থেকে তুলে এনেছি, গ্রহণীয় নয় যদি-
ছুঁড়ে দিওনা অগণিত আকাঙ্ক্ষাহীন কক্ষপথে।
অতলান্তিক গভীর থেকে টেনে এনেছি যা কিছু-
শেকড়বাকড়ে এখনো জলের গন্ধ লেগে আছে।
স্বপ্নের ভিতর যেই বিশালাকার ফণা দেখে -
মুগ্ধ হতে গিয়ে ভুলে যাও চিরসত্য,
আমি সেই বিষের ছুটে আসায় দগ্ধ।শেকড়বাকড়ে এখনো জলের গন্ধ লেগে আছে।
স্বপ্নের ভিতর যেই বিশালাকার ফণা দেখে -
মুগ্ধ হতে গিয়ে ভুলে যাও চিরসত্য,
দ্রাঘিমারেখা যতই বিশাল হোক না কেন-
অতোটা গভীরত্ব নেই বলেই পার হয়ে এসেছি।
ধ্যানভঙ্গ হয়না, কেননা ধ্যানমগ্ন ছিলোনা কেউ
ধ্যান থাকে প্রার্থনায়, অনিমায়, আয়াতে, সাধনায়।
অতোটা গভীরত্ব নেই বলেই পার হয়ে এসেছি।
ধ্যানভঙ্গ হয়না, কেননা ধ্যানমগ্ন ছিলোনা কেউ
ধ্যান থাকে প্রার্থনায়, অনিমায়, আয়াতে, সাধনায়।
যতোটা গভীরেই যাওনা কেন!
এক টানে পারবে না-
তুলে আনতে একটি সহজ হৃদয়!
জানবেনা অতোটা গভীরেও যাওয়া যায়-
যেখানে যায়নি চেতনার সংকেত, এই দ্যাখো-
টেনে তুলে এনেছি শেকড়বাকড় সহ পূর্ণ আবেগ।
তুলে আনতে একটি সহজ হৃদয়!
জানবেনা অতোটা গভীরেও যাওয়া যায়-
যেখানে যায়নি চেতনার সংকেত, এই দ্যাখো-
টেনে তুলে এনেছি শেকড়বাকড় সহ পূর্ণ আবেগ।
---------- আনিনা তাহিন নেভিলা।
http://www.alokrekha.com
কবিতা আমার প্রান। আমি কবিতা লিখতে জানি না ।পরতে ভালবাসি ।কবিতা কে ভাঙতে গরতে ভালবাসি, কবিতার সাথে কথা বলতে ভালবাসি।আনিনা তাহিন নেভিলার কবিতা আমার ভাল লাগার কারন ওঁর কবিতা বুঝতে আমার বার বার পরতে হয় ,এবং নব নব রুপে আবিস্কার করি। ভালবাসা কবি ।
ReplyDeleteআনিনা তাহিন নেভিলার কবিতা বরাবরই আমার প্রিও । একজন নতুন ধারার কবি । আমি চেষ্টা করি তার সব কবিতা পড়তে। তবে আলক রেখায় সে সাচ্ছন্দের সাথে পরা যায় তা ফেস বুকে অন্তত আমার হয় না, এ আমার অক্ষমতা বাজারে বসে কবিতা পরতে পারি না।তাই আলক রেখার কাছে আমার বিশেষ অনুরধ । আনিনা তাহিন নেভিলার কবিতা ঘন ঘন ছাপান হয় যাতে মন ওঃ মননের সাথে পড়তে পারি।কবি ভাল থাকবেন!
ReplyDeleteআজকাল আমরা সবাই কবি -আমাদের কবিতার গুনগতমান আছে আদৌ তা না ভেবে কয়েক খানা পুস্তক ছাপিয়ে! বেশ কবি কবি ভাব ধরি !তাহিনা নব ঘরানার কবি|তার প্রতিটি কবিতা ছন্দে শব্দে বিমূর্ত ভাব অনন্য|আলাকরেখাকে অনেক ধন্যবাদ এই গুনি কবির কবিতা পড়ার সুযোগ করে দেবার জন্য !কবি দীর্ঘ জীবি হোন !অনেক শুভ কামনা
ReplyDeleteএক অপূর্ব নিমগ্নতায় এক নিঃশ্বাসে পড়ে ফেলার কবিতা! আর পড়া শেষে ঝিম মেরে বসে থাকা যেন এক স্বপ্ন বিহার শেষে মাটির পৃথিবীতে ফিরে আসা! যেন সমুদ্রতলে স্কুবা ডাইভিং করে ওপরে ভেসে ওঠার পরের চোখ কচলানো! আনিনা তাহিন নেভিলার কবিতা "বেদজ্ঞ" সেরকম! কবিতা পড়া শেষ হলে অনেক খোঁজের পর মাটি খুঁড়ে গুপ্তধন পাওয়ার আনন্দ আর উল্লাস সারাটা মনকে আচ্ছন্ন করে!
ReplyDelete