মঙ্গলময় আগামীটা।
- সুনিকেত চৌধুরী
আজকের এই দিনটা, আজকের আকাশ আর বাতাসের
জীবন দায়িনী অক্সিজেন বড় বেশী ভারী-
ভালো লাগেনা তাই উঠোনের ওই কাঁঠালী
চাঁপা ফুল আর মৌ মৌ গন্ধে গুনগুন করা মৌমাছিদের গান চারুলতার!
ভালো লাগে শুধু ছোটবেলায় ফিরে যেতে,
ভালো লাগে "আয় - খুকু আয়" শুনে বিকেলটাকে থামিয়ে দিতে
ভালো লাগে মেঘের সাথে মিতালী করে রাজপুততুরের
খোঁজে পুনা থেকে প্যারিসের পথে পথে ঘুরে
সব গুলো গানের দোকান কিনে নিয়ে বিনা
মূল্যে সে গান বিলিয়ে দিতে নমিতা, সবিতা আর রাজুকে !
এরি মাঝে একদিন আশ্চর্য বিস্ময়ে কাক
ডাকা ভোরে দূর থেকে ভেসে আসা বেলী আর বকুলের মিলিত কোরাসে
জেগে ওঠা শহর পূর্ব থেকে পশ্চিমের
আকাশের গায়ে হেলান দেয়া সবগুলো পাহাড়ের কান্না শুনলো !
শহরবাসী সারিবদ্ধ শৃঙ্খলায় নিয়ে এলো
নৈবেদ্য দেবতার চরণে দেবে বলে ! এলো চারুলতাও !
আশীর্বাদ পুষ্ট জনতা তখন দেবতার জয়গানে
তুষ্ট আর হৃদয়ের গভীরে ভক্তিভরে রাখা জপমালাঃ
মঙ্গলময় হবে আমাদের আগামীটা ! বর্তমান
আনেনা আনন্দ, স্মৃতিময় অতীত আসবেনা ফিরে -
নিরানন্দ জীবন তাই! তবে ভয় নেই! একান্ত
সযতনে অন্তরে রাখা দেবতার বর: আগামীটা হবে মঙ্গলময় !
এক বুক আশা নিয়ে কোন মতে কাটে নিরানন্দ
এই বর্তমান চারুলতার, হয় অতিক্রান্ত দিবস - রজনী।
প্রত্যুষের আশা আলো দিগন্তে উঁকি দিয়ে
বলে গতকাল এইক্ষণে হয়ে গেলো আজ - গতকালে যা ছিল আগামী !
বুক ভরা আশা নিয়ে চারুলতা চায় আকাশ
পানে, ভগবানের আশীর্বাদ এখনো বহাল - মঙ্গলময় সেই আগামী এখন এখানে !
কিন্তু একি ! হায়! হায় ! চারুলতা যাকে
ছোঁয় আগামী তো সেটা নয়, সেতো "আজ" - আগামী তো আগামীকাল !
"FROZEN" এর Elsa তখন চারুলতা
- "আগমী"কে ছুঁয়ে দিলেই নিরানন্দ বর্তমান হয়ে যায় মঙ্গলময় সে আগামী!
http://www.alokrekha.com
আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতা। আমি অভিভুত !বরাবরের মতই দারুণ । নতুন ধাঁচের খুব আবেগময় ! কবি অনেক ভালবাসা!!!
ReplyDeleteআপনাদের প্রিও কবি সুনিকেত চৌধুরীর মঙ্গলময় আগামীটা।অনেকেই এই সাইবার ষড়যন্ত্রের কারনে পড়তে বা মন্তব্য করতে পারেনি ,সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ,আমি এই কবিতাটা আপনাদের জন্য রে -পোস্ট করবো ।সবাইকে আন্তরিক সুভেচ্ছা
ReplyDeleteবহুদিন পর এমন একটা অন্য রকম লেখা পড়লাম । এখানে ভারার অনেক বিসয় আছে। মনকে নাড়া দেয় এমন কতগুলো উপমা আছে যা এই সময় আমাদের জন্য উপোয্য। এতদিন কেন পড়া হয়নি তাই আফসোস হচ্ছে। খুব উচ্চ মার্গের লেখা ।কবি সুনিকেত কে অনেক সাদর শুভেচ্ছা । এমন আরও লেখা লিখুন আমাদের জন্। অনেক ধন্যবাদ আলকরেখাকে। এমন একজন গুনি করির আবর্তমানের জন্য ।
ReplyDeleteমঙ্গলময় আগামীটা। কবি সুনিকেত চৌধুরীরর এই লেখাটা কি করে মিস করলাম . খুব ভালো লাগলো .জীবন বোধের কবিতা --অনেক বার পড়তে হলো বোঝার জন্য ,জানিনা সঠিক বুঝেছি কিনা। আবার পড়বো। অনেক ভালোবাসা ও শুভ কামনা। রেজাউর রহমান
ReplyDelete