নারীত্ব আমার অহংকার !
সানজিদা রুমি-----
আমি নারী! নারীত্ব আমার আমার অহংকার!
আমি বিশ্ব বিধাত্রী! আমি জন্মের আধার।
আমি নই কোন দিবসের -নই বাঁধা বন্দি কালের যাত্রায়-
আদি থেকে অন্ত নিত্যকালের চিরন্তন আমি অক্ষয়তায়।
অদম্য অক্লান্ত সম্পূর্ণ নারী! নই পাত্র কৃপা-অনুকম্পার-
তাকে বেঁধে রাখে সাধ্যি নেই কোন পুরুষ বিধাতার।
আমি অর্ধাঙ্গিনী! আমি অভিমানী প্রেমিকা,
আমি ভানুসিংহের বিরহী বিধুর রাধিকা।
আমি মধুসূদনের মেঘনাদবধ অমর কাব্য !
মুকুন্দরামের দেবী চণ্ডীর মহিমা
কোমল পদ্ম! স্নেহার্দ্রতা মমতার কেতন-
আমি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল!
আমি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ,
আমি মমতা আর ভালবাসায় সিক্ত মাদার তেরেসা !
আমি ক্ষুধাতুর আর্তের করুণাময়ী মা , দুঃখ জাগানিয়া।
নারী আমি! "মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ উন্নত মম শির-
আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়
চির-বিস্ময়! আমি অপরিজ্ঞাত, দুর্বোধ্য, রহস্যময় বিশ্ববিধাতার
মম হৃদয়ে দীপ্ত নিগূঢ় অতিপ্রাকৃত রূপ নৈসর্গিক ভালোবাসার।
আমি ঈশান-কোনের রুদ্র ঝঁঝা বৈশাখের দাহন খরা
আমি নদীর কুলু কুলু ধ্বনি অঝর শ্রাবনের ধারা।
আমি কুমারী, তন্বী, ষোড়শীর হৃদয়ের প্রেম উন্মন মন
চঁচল চপল গোপন প্রণয়! তা’র কাঁকন-চুড়ির কন-কন!
আমি নব বধূ! কম্পিত চিত বঁধুর পরশ কম্পন
নয়নে বাসনার বহ্ণি আমি তৃপ্ত অধরের চুম্বন।
আমিই জননী -- আমি উৎস মনুষ্য কুলের
নবজাতকেরে দেখাই আলো করিনা প্রভেদ লিঙ্গের।
শুভ্র কুন্তলে দিদিমা আমি, পিতামহী !প্রৌঢ়া আমি রমণী
ঘুমন্ত শিশুর নিশ্চিত কোল! আমি ঘুম পাড়ানিয়া রাগিণী।
আমি বসুধা-! আমি মমতার প্রতিমুর্তি! আমি-ই দূর্গা আমি-ই কালী!
মানি না প্রণালীবদ্ধ নিয়মনিষ্ঠ দলিত নিয়ম শৃঙ্খল
আমি শাসকেরে করি ভস্ম! আমি নির্ভীক দুর্দম অটল
বজ্র, বহ্ণি, স্ফুলিঙ্গ স্পর্ধিত তেজস্বিনী দাবানল।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
নারীত্ব আমার অহংকার !এ কথা এত জোরাল ভাবে এই কবিতায় লিখেছেন সানজিদা রুমি। এমনি আমারা শক্তিশালি। প্রতিটি নারীর এই কবিতাটা হওয়া উচিৎ মূলমন্ত্র। অনেক অনেক অনেক অনেক ভালবাসা অঢেল
ReplyDeleteদুই কবির দুই কবিতা কি দুজনার জুগল্বন্দি!!!!নাকি কথপোকথন ?? যাই হোক দুটি কবিতাই অনন্য। দুজনকেই শুভচ্ছা আর ভালবাসা
ReplyDeleteনারী লক্ষ্মীর প্রতিমা। নারী মমতাম... লজ্জাই নারীর ভূষণ এই সব সুন্দর উপমা দিয়ে ভিলিয়া রাখা হয় আমাদের। আমরা তাতেই খুশি।সানজিদা রুমি কে অনেক অনেক ধন্যবাদ ওঃ কৃতজ্ঞতা জানাই নারীর আসল রুপ তুলে ধরার জন্য।
ReplyDeleteকি বলিষ্ঠ আর শক্তিশালী লেখা। নারীদের নিয়ে বহু কবিতা লেখা হয়েছে সেগুলু নারীবাদী লেখা। সানজিদা তুমি একজন সম্পূর্ণ নারীকে এঁকেছ তোমার কবিতায়। ধন্য তুমি ! আমার গর্ব তুমি।অনেক ভালবাসা
ReplyDeleteকবি নজ্রুলের বিদ্রোহী কবিতা আমাদের আজও লড়ার শক্তি যোগায়।তাঁর কবিতা অন্তরভুক্ত করে নতুন তুমি এক রুপ দিয়েছো। আজ নারীদের শক্তি হবে তোমার কবিতা। খুব ভাল লিখেছ ।আরো ভাল লেখ এই কামনা করি ।
ReplyDeleteসানজিদা দারুন লিখেছ! ভাবতাম তুমি নরম আদুরে এক মেয়ে।তুমি যে এত তেজস্বিনী এত শক্তিশালী তোমার ভাষা। আমি দিন দিন তোমার ভক্ত হয়ে উঠছি,অনেক প্রার্থনা এগিয়ে যাও । শুভ কামনা
ReplyDeleteআমি তোমার কবিতাটা আবৃতি করতে চাই তারা টিভি পরের অনুষ্ঠানে। মল্লিকা দি আমার খুব প্রিও তুমিও।"দ্রৌপদী জন্মা কবিতার উত্তর তোমার কবিতা নারীত্ব আমার অহংকার !
ReplyDeleteদারুন লিখেছ সাঞ্জিদা ! আমি মুগ্ধ ! কবি মল্লিকা সেন চলে যাওয়ার পর ভেবেছিলাম এই শুন্যতা পুরন হবে না ।তোমার কবিতা পড়ে আমি অনেক আশবাদি।আমি মনে করি এই দশকের নারীদের উপর লেখা নারীত্ব আমার অহংকার ! সেরা কবিতা!অনেক শুভেচ্ছা ভাল থেক!
ReplyDeleteExcellent piece of work! Please keep it up
ReplyDeleteএত শক্তিশালী আর সঠিক শব্দ চয়ন।দারুন!এটা শুধু কবিতা না এক সম্পূর্ণ বক্তব্য। তোর এই কবিতা নতুন ইতিহাস তৈরি করবে আমি বললাম ।চারুলতার সাথে আমিও এক মত 'কবিতা নারীত্ব আমার অহংকার"এই দশকের নারীদের উপর লেখা সেরা কবিতা। তোর লেখা নিয়ে আমি অনেক আশবাদি। অনেক দোয়া করি আর ভাল লেখ।
ReplyDeleteআমিও চারুলতাদির কথাই বলছি সত্যি কবি মল্লিকা সেন চলে যাওয়ার পর ভেবেছিলাম এই শুন্যতা পুরন হবার নয়। এখন সানজিদার কবিতা পড়ে আমিও অনেক আশবাদি। দারুণ ভাল লিখেছেন!এই দশকের নারীদের উপর লেখা শ্রেষ্ঠ কবিতা! অনেক শুভেচ্ছা ।
ReplyDeleteএত শক্তিশালী আর সঠিক শব্দ চয়ন।দারুন!এটা শুধু কবিতা না এক সম্পূর্ণ বক্তব্য। এই কবিতা নতুন ইতিহাস তৈরি করেছে তাই খুজে খুজে আজকের দিনে আবার পড়লাম আমি বললাম । আমার মতে 'কবিতা নারীত্ব আমার অহংকার"এই দশকের নারীদের উপর লেখা সেরা কবিতা। আপনার লেখা নিয়ে আমি অনেক আশবাদি। অনেক দোয়া করি আর ভাল লেখন।
ReplyDeleteসানজিদা রুমির নারীত্ব আমার অহংকার ! যতবার পড়ি দারুন ভাল লাগে ।একজন নারীর সম্পূর্ণ রূপ এই কবিতায়। প্রত্যেকের এই কবিতাটা পড়া উচিৎ। খুবই তাৎপর্যপূর্ণ। অনেক অনেক ভালোবাসা কবি। শুভ কামনা জানাই। আশা করি এমনই আরো কবিতা পাবার।
ReplyDeleteযতবার সানজিদা রুমির নারীত্ব আমার অহংকার !পড়ি ততবার নতুন উদ্যমে জেগে উঠি। এত শক্তিশালী আর সঠিক শব্দ চয়ন।দারুন!এটা শুধু কবিতা না এক সম্পূর্ণ বক্তব্য। এই কবিতা নতুন ইতিহাস তৈরি করেছে তাই খুজে খুজে আজকের দিনে আবার পড়লাম আমি বললাম । আমার মতে 'কবিতা নারীত্ব আমার অহংকার"এই দশকের নারীদের উপর লেখা সেরা কবিতা। আপনার লেখা নিয়ে আমি অনেক আশবাদি।
ReplyDeleteসানজিদা রুমির নারীত্ব আমার অহংকার ! যতবার পড়ি ততবারই এক নতুন উদ্দীপনায় জেগে উঠি। নারীর কতরূপ থাকতে পারে এই কবিতায় কবি তুলে ধরেছেন। কখনো বহ্নিশিখা কখনো বিশ্ব বিধাত্রী কখনো প্রেমিকা ,মাতা ,মাতামহি আবার শিশুর নিশ্চিত কোল ঘুম পাড়ানী গান। নারী জাগরণের যত কবিতা লেখা হয়েছে আমার মতে এই কবিতা অন্যতম। আশা করবো কবি এমন আরো কবিতা আমাদের উপহার দেবেন। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
ReplyDeleteসানজিদা রুমির নারীত্ব আমার অহংকার !যতবার পড়ি এক শক্তি সঞ্চিত হয়। দারুন কবিতা খানি। একজন নারীর যে কত রূপ আছে তা তিনি বর্ণনা করেছেন। একজন নারীই শক্তির আধার -দেবী চন্ডী প্রেমিকা আরো অনেক কিছু। আমরা তা কি ভেবে দেখি ? শুধু নারী অবলা অচলা তাকে রক্ষা করতে হবে এই আমাদের ধারণা। সানজিদা রুমির এই কবিতা আমাদের যে ধারণা পাল্টে দেয়। আর তারা টিভিতে মেধার কণ্ঠে আবৃতি যেন কবিতার প্রাণ প্রতিষ্ঠা করেছে। ভালো থাকবে।
ReplyDeleteসানজিদা রুমির নারীত্ব আমার অহংকার !যতবার পড়ি এক শক্তি সঞ্চিত হয়। দারুন কবিতা খানি। একজন নারীর যে কত রূপ আছে তা তিনি বর্ণনা করেছেন। নারী দিবসের শুভেচ্ছা।
ReplyDeleteনারীত্ব আমার অহংকার !কবিতাটা যতবার পড়ি ভালো লাগে। সানজিদা রুমি সাহসিতা ও ইতিবাচক বক্তব্য তুলে ধরেছেন। যা একজন নারী তার ভেতরে ধারণ করে। সানজিদা রুমির সব লেখাই আমার ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
ReplyDeleteনারীত্ব আমার অহংকার !এ কথা এত জোরাল ভাবে এই কবিতায় লিখেছেন সানজিদা রুমি। এমনি আমারা শক্তিশালি। প্রতিটি নারীর এই কবিতাটা হওয়া উচিৎ মূলমন্ত্র। অনেক অনেক অনেক অনেক ভালবাসা অঢেল।কি বলিষ্ঠ লেখা। নারীদের নিয়ে বহু কবিতা লেখা হয়েছে সেগুলু নারীবাদী লেখা। সানজিদা তুমি একজন সম্পূর্ণ নারীকে এঁকেছ তোমার কবিতায়। ধন্য তুমি ! আমার গর্ব তুমি।অনেক ভালবাসা।
ReplyDeleteকবি মল্লিকা সেন চলে যাওয়ার পর ভেবেছিলাম এই শুন্যতা পুরন হবার নয়। এখন সানজিদার কবিতা পড়ে আমিও অনেক আশবাদি। দারুণ ভাল লিখেছেন!এই দশকের নারীদের উপর লেখা শ্রেষ্ঠ কবিতা! অনেক শুভেচ্ছা ।
ReplyDeleteসানজিদা রুমির নারীত্ব আমার অহংকার !যতবার পড়ি এক শক্তি সঞ্চিত হয়। দারুন কবিতা খানি। একজন নারীর যে কত রূপ আছে তা তিনি বর্ণনা করেছেন। একজন নারীই শক্তির আধার -দেবী চন্ডী প্রেমিকা আরো অনেক কিছু। আমরা তা কি ভেবে দেখি ? শুধু নারী অবলা অচলা তাকে রক্ষা করতে হবে এই আমাদের ধারণা। সানজিদা রুমির এই কবিতা আমাদের যে ধারণা পাল্টে দেয়। আর তারা টিভিতে মেধার কণ্ঠে আবৃতি যেন কবিতার প্রাণ প্রতিষ্ঠা করেছে। ভালো থাকবে।
ReplyDeleteনারীত্ব আমার অহংকার ! যতবার পড়ি অবাক হই। ভালোলাগে তুমি আমার ছাত্রী !কি বলিষ্ঠ আর শক্তিশালী লেখা। নারীদের নিয়ে বহু কবিতা লেখা হয়েছে সেগুলু নারীবাদী লেখা। সানজিদা তুমি একজন সম্পূর্ণ নারীকে এঁকেছ তোমার কবিতায়। ধন্য তুমি ! আমার গর্ব তুমি।অনেক ভালবাসা তোমার জন্য।
ReplyDelete