আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কবিরা নাকি লম্পট হয়? ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কবিরা নাকি লম্পট হয়?


    কবিরা নাকি লম্পট হয়?

    -- আনিনা তাহিন নেভিলা


    এক কবি'র প্রেমে পড়েছিলাম সেই কবে-

    শাড়ির জমিনে যে খুঁটেছিল দুঃখ

    সবাই বলে - কবিরা হয় লম্পট।

    অথচ আমার গায়ে যখন জ্বর 

    সে আমায় বলেছিল- এইখানে, কবিতারা হবে ভোর,

    আয়, কোলে উঠে বয়।

    আমার শরীরে জ্বর

    আমার ভিতরে চোখ মেলে দেখেছিল সে

    তারপর চিবুকে আঙুল খেলা

    সে বলতো- আহা ঘোর!

    জানিস কতোদিন অসুখ করেনা আমার!

    তুই ছাড়া আমার কোন অসুখ নেই আর!


    সবাই বলে কবিরা হয় লম্পট

    অথচ সে আমার কাপড় খুলে নিতো না!

    অন্তর্বাসে তার হাত গলে যায়নি,

    মাঝে মাঝে মাতাল হয় নেশা করে, তখন-

    আমার চুলের ঘ্রাণ নিতো, বলতো- অঘ্রাণ!

    চোখ বুজে বিড়বিড় করতো,

    বলতো- একটা নিজস্ব নদী না হোক,

    পুকুর থাকা প্রয়োজন, একসাথে -

    কোন কোন পাপী রাতে পূণ্যস্নান করা যেতো!


    পৃথিবীতে যুদ্ধ হয়, সেই গল্প আমায় শোনাত,

    কোথায় শিশু হত্যা হয়, নারীকে পণ্যজাত করা হয়

    কোন দেশে কবিদের ফাঁসি হয়,

    প্রেমিকের আঙুল কেটে নিয়ে যাওয়া হয়-

    ভোগবাদী টেবিলের সামগ্রীরূপে 

    সেসব খবর আমিও বলে দিতে পারি।


    অথচ সে আমায় বলতো- তুই আমার সেই রহস্য,

    যাকে আমি আবিষ্কার করি প্রতিদিন!

     আমার গায়ে জ্বর

    আমার ভিতরে অসুখ

    অসুখের ভিতরে কয়েক জীবনের চাহিদা, তেষ্টা।

    অথচ, শুনেছি কবিরা নাকি লম্পট হয়!


    সে আমার সামনে হাটু গেড়ে বসে, বলতো-

    আমাকে গ্রহণ করো

    আমার যত্রতত্র ক্ষুধা, এই নাও হাত

    হাতের আঙুল, আঙুলের আহ্লাদ 

    মনের অসুখ, অসুখের নিরবতা..

    ওষ্ঠে চুম্বন করতো আমারই পায়ের ক্ষত

    তারপর, চোখে বিদ্রোহ! অথচ-

    খুনি হয়ে উঠতে পারেনি আদৌ।

    খুলে নেয়নি শরীরের নগ্নতা!


    স্পর্শে এক টানে খুলে দিতো খোঁপার গিঁট

    কালো গোলাপ,

    পিঠের আলপনা আঁচর।

    একরাশ মুগ্ধতা আর কি জানি-

    না পাওয়ার হাহাকার নিয়ে 

    তাকাতো আমার কবি, মূক হয়ে যেতো কখনওবা 

    বলতো- এতো জ্বর তোর!

    ভিতরে এতো হলুদ পাতার পথ,

    কে কে মাড়িয়ে গেছে খুলে দেখা-

    এই নে হাত,

    হাতের মলাট, উষ্ণতা তাপ

    বুকে হাত রাখলেই আমার কবিতা- তুই।

    আমাকেও ছুঁয়ে দে

    আমিও পবিত্র হই

    আমার জ্বর আসুক

    ভিতরে নামুক কামুক দাবী

    আমিও শরীর থেকে শরীর ছোঁবো একবার।

    তারপর-

    গায়ে হাত তুলি তোর পুরুষের

    ওর অসুখ - শরীরগামী!

     আমার গায়ে জ্বর

    ভিতরে অসুখ

    কোলে গিয়ে বসি

    সেই নিজস্ব পুকুরের।

    আমার কবি’র চোখে ক্লান্তি

    তাঁর মৃত্যুর দিন ঘোষণা হয়েছে

    কারাগার থেকে ভেসে আসে -

    প্রেমিকের চিঠির মতো আয়াত!

    অথচ পৃথিবীর বিশ্বাস - কবিরা আজন্মকাল লম্পট!

    http://www.alokrekha.com

    6 comments:

    1. পড়া শেষে মনে হলো সুনিপুন একটা চলচ্চিত্র দেখলাম যেন! আপনার "কবিরা নাকি লম্পট হয়?" তুলনাহীন!

      ReplyDelete
    2. কি দারুন লেখা ! এমন করে একজন কবিই পারে অন্য আরেক কবিকে বুঝতে । খুব ভাল লাগলো পড়ে

      ReplyDelete
    3. প্রথমেই অনেক শুভকামনা কবি আনিনা তাহিন নেভিলা ও আন্তকিক অভিনন্দন কবিরা নাকি লম্পট হয়? কবিতার জন্য। কি করে লেখেন আপনি এমন দারুণ কবিতা ? কোথায় পান এমন শক্তিশালী বিষয় ? আপনার কবিতা একবার পড়ে মন ভরে না কেন ? কেন মনে হয় বার বার পড়ি ? কি জাদু আছে আপনার লেখায় ? রোজ একটা কবিতার প্রসাদ কি আপনি আমাদের দিতে পারে্ন ?

      ReplyDelete
    4. কবিরা লম্পট হয় এটা যারা বলে তারা ভুল বলেন ।কবিরা আসলে ভাবুক। ভাবনায় ভর করে চলেন ।খামখেয়ালি টাইপের । কিন্তু আপনার কবিতাটা কিজে দারুন ।আলকরেখায় প্রকাশিত আপনার কোন কবিতা বাদ দেই না।।আপনার প্রকাশিত কবিতার বই টরন্টোতে কোথায় পাবো?

      ReplyDelete
    5. আজকাল বাংলা কবিতা বা ভাল লেখা পাওয়াই যায় না।আর এই উন্নত প্রজুক্তির যুগে সব কিছুই অনলিন।বিরাট সুবিধা পড়ার জন্য ছুটাছুটি করতে হয় না। আজ ছুতির দিনে ব্রাউস করতে পেলাম alokrekha আলোক রেখা "আলোক রেখা" শুধু একটা সাইট নয়। একটা সংগ্রহশালা বলা যায়।মুক্তিযুদ্ধ ,সাহিত্য,রবীন্দ্রনাথ,সংস্কৃতি চলচ্চিত্র,..।ওপেন করে পপুলার পোস্টগুল পড়লাম। প্রতিটি লেখা দারুন তেমনি সুন্দর নজর কাড়া একটি ওয়েবসাইত।সাধারনত বাংলা ওয়েবসাইট সাদামাটা দায়সারা টাইপ। রিসেন্ট পোস্ট এ আজকের লেখাটা পড়ে খুব ভাল লাগলো। সানজিদা রুমির চিঠি যেমন আবেদনময় তেমনি উৎকর্ষ মানের কবিতা কবিরা নাকি লম্পট হয়? কবি আনিনা তাহিন নেভিলার কবিতা।খুব ভাল থাকবেন দুজনা। অনেক শুভেচ্ছা ।আগামিতে আর ভাল লেখার আশায় রইলাম।

      ReplyDelete
    6. কবিতা কবিরা নাকি লম্পট হয়? কবি আনিনা তাহিন নেভিলার কবিতাটি প্রচণ্ড শক্তিশালী বিষয়, সমুন্নত উৎকর্ষ শব্দ চয়ন ,ছন্দের নিপুনতা , কারিগরি ভাষা সর্বোপরি কবিতার উপর দক্ষতা অত প্রশংসার দাবীদার অনেক শুভেচ্ছা। নতুন কবিতার অপেক্ষায় রইলাম

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ