মহাস্বেতা।
সুনিকেত চৌধুরী
আমায়
বিসর্জন দিয়ে ঘাট
না পেরুতেই
ভুলে
যদি যাও তুমি
----
অভিশাপ
দেবোনা আমি ! আমি
দেবী মহাস্বেতা !
তোমার
বন্দনা যত এতকাল
উচ্চারিত তোমার ঠোঁটে
গলায় রুদ্রাক্ষের যে মালা, সব কিছু তোলা আছে
তোমার সেফ ডিপোজিটে - সুরক্ষিত আধারে।
কায়াহীন মঙ্গলালোক অপেক্ষায় কাটাবে দিন
মাঝে মাঝে উঁকি দেবে ---------
তোমার পূজো নিয়েছি যে এতকাল !
অনেক পথের শেষে চৈত্রের খড়া রোদে
অজ্ঞানতার কুয়াশা কেটে যাবে যেদিন
আমার বর বহাল হবে আবার যখন
ফিরে এসো তুমি বন্দনা নিয়ে আমার মন্দিরে
যোগ দিও সবার সাথে- নার্সিসাসের মৃত্যুদিনের উৎসবে !
http://www.alokrekha.com
"অভিশাপ দেবোনা আমি ! আমি দেবী মহাস্বেতা !
ReplyDelete'দারুন লেখা বরাবরের মতোই। কবি সুনিকেতের কবিতার বই কোথায় পাবো ? উনি কি শুধু আলোকরেখায় লেখেন ? কবিকে শুভেচ্ছা
কাজ সেরে বাসায় এসে বৌকে বললাম একটু চা করে দাও আমি একটু আলোকরেখা পড়ি। দেখি প্রিয় কবির কবিতা ! মেঘ না চাইতেই জল ,দারুন লেখা।দীর্ঘ না করে মনের ভাব প্রকাশ করতে পারেন কবি ।জয় কবি
ReplyDeleteআজকাল বাংলা পাড়ায় ঘরোয়ার টেবিলে চায়ের কাপে আলোক রেখার চর্চা বেশ তুমুল। এখন কি আর একটা নতুন পত্রিকা আসছে ড্যান ফোর্থ এ
ReplyDelete"ফিরে এসো তুমি বন্দনা নিয়ে আমার মন্দিরে" আমার প্রান্তা ছুয়ে গেল। দারুন লেখা। কবি সুনিকেতের কবিতার বই কোথায় পাওয়া যাবে জানালে খুশি হব।কবিকে আন্তরিক শুছছা
ReplyDeleteদারুন কবি সুনিকেতের কবিতা। আমি আলোকরেখা পড়ি তার লেখা কবিতা আমার ভাল লাগে বলে। অনেক ভালবাসা কবির জন্য।
ReplyDeleteসকাল বেলা আলকরেখা পড়া একটা অভ্যাস। কবি সুনিকেতের কবিতা আশা করি নাই ।খুব ভাল লাগলো কবিতাটা পরে। ধন্য বাদ কবি এত সন্দর এক্তা কবিতা উপহার দেবার জন্য
ReplyDeleteসকাল বেলা আলকরেখা পড়াটা সতি সত্যি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের বন্দুদের মধ্যেও সমক্রমিত হচ্ছে ,আর আর সুনিকেত চৌধুরীর লেখা অত্তান্ত আধুনিক । শুচ্ছা কবিকে
ReplyDeleteপ্রতিদিন আলোকরেখায় খুঁজি আমার প্রিও কবি সুনিকেতের কবিতা আছে কি না, আজগে পায়ে কি যে খুশি লাগচে তা বলার ভাষা নেই ।অনেক ভালবাসা আলোকরেখা...।
ReplyDelete