এক বিরামহীন যাত্রা /মেহরাব রহমান
বুকের বারান্দা থেকে সিঁড়ি ভেঙে নেমে
আসে রোদ । তখন মনের জানালায়
স্টিফেন হকিন্স ;
ব্ল্যাকহোল অন্ধকারবোধ ;
স্বাগতম কালো রাত্ৰি কেননা সে অন্য
যদিবা অন্য এক চাঁদের জোয়ার অভিনব
আলোর খোঁজে,
জীবনের আর এক ভিন্ন পর্ব
অথবা অপূর্ব যাত্ৰা ;
যেতে হবে চলে যাব ।
জীবনের টুকরো টুকরো গল্প জাগে মনে ;
সেইসব বিশ্বাস , ফেলে আসা প্ৰেম,
ভালোলাগা বিমূর্ত মিলন, নীল
দুঃখগুলো, জোয়ার ভাটায় মেঘনার বুকে
ঢেউ স্বপ্লের গাঙচিল উড়ে ;পাখিদের
গান শুনি ; হাওয়ায় রসুনের গন্ধ
হুলদের ছোপ লাগা মায়ের অচল
চড়ের দাগ; বাবার অমধুর শাসনঃ
কৈশোরের প্রথম প্ৰেম নরম নাম
স্পপৰ্শ, শরীরের ছোঁয়া, উগ্ৰ
আকাঙ্খা প্ৰথম প্ৰেমাগ্নির আগুন চুম্বনের
উষ্ণ আঁচ এইসব অতিথি দিনরাত্ৰি নিয়ে
প্ৰচভ শীত কুয়াশায় অসম্ভবের দিকে
হেঁটে যাওয়া ।
যেতে হবে চলে যাব ।
আমি চাঁদ খুব ভালবাসি; শুধু দুঃখ হয়
চাঁদ আর দেখবনা ;
দেখাবনা কোনও প্রিয়মুখ;সেই পরিচিত
চাঁদমুখগুলো ।
তবুও বরাদ্ধ সময়ের কাছে কৃতজ্ঞ আমি,
নতজানু বিনম্ৰ শ্ৰদ্ধা ।
যেতে হবে চলে যাব ।
এই আমি হয়তোবা অখণ্ড আমির সাথে
মিলে যাব । দেখা হবে, চেনা হবে,
হৃদয়ে হৃদয় রেখে কথা হবে বিস্তর ।
মৃত্যুকে কেন এতো ভয় ? মৃত্যু মানেতো
মৃৎমানবের মৃৎউত্তরন;
ফিরে যাওয়া নিজবাসভূম ;
আনন্দভুবন।
যেতে হবে চলে যাব ।
চোখে জল নয় ;
একটুও কাঁদবেনা
এই অভিনব যাত্ৰায় ।
হবে উলুধ্বনি উৎসব।
বেঁধোনা বেঁধোনা আমাকে আর ।
আমি চলে যাব দীৰ্ঘ ছায়াপথ ধরে
অনেক দূরে ।
অনেক অনেক রহস্য পথ মহানন্দপুরে ।
যেতে হবে চলে যাব ।
http://www.alokrekha.com
মেহরাব রহমান আমার খুব প্রিয় কবি। আমি সাধারনত তার সব কবিতা পড়ি।কিন্তু কেন জানি এই কবিতাটা পড়া হয় নি। খুব ভাল লাগলো। কবিকে অনেক শুভেচ্ছে আর ধন্যবাদ আলকরেখা
ReplyDeleteআমার প্রিয় কবিদের একজন মেহরাব রহমান আমাকে যেন প্রস্তুত করলেন, আশ্বাস দিলেন সেই যাত্রায় যেখানে আমাদের ভয় অন্ধকারের ! কবি যখন বলেন অভিনব এই যাত্ৰায় হবে উলুধ্বনি উৎসব, যখন বলেন দীর্ঘ ছায়াপথ ধরে যেখানে যাওয়া সেটা মহানন্দপুর, তখন বিদায় বিষাদ ঝেড়ে আমিও কেমন যেন অজান্তে উচ্চারণ করলাম "যেতে হবে চলে যাবো"! কবিকে অনেক ধন্যবাদ তার এই উপলব্ধি তার হৃদয়ের মাধুরী দিয়ে তাঁর সহজাত প্রতিভার স্বচ্ছন্দ এবং একান্ত সাবলীল প্রকাশে আমাদের মাঝেও ছড়িয়ে দেবার জন্যে ! সেইসাথে ধন্যবাদ "আলোকরেখা"কেও কবি মেহরাব রহমানের কবিতা আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেবার জন্যে! আশাকরছি কবি আমাদের জন্যে নিয়মিত লিখবেন।
ReplyDeleteটরোন্টে যারা কবিতা লেখেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কবি মেহরাব রহমানের কবিতা শৈলী অনেক উন্নত।এবং হৃদয় গ্রাহি। আমি তার অন্ধ ভক্ত। কবিকে অনেক অনেক ভালবাসা।
ReplyDeleteএক বিরামহীন যাত্রা অনবদ্য কি অসাধারন শদ প্রয়োগ অভূতপূর্ব ভাব।কবি মেহরাব রহমান আপনি দীর্ঘজীবী হন আর আমরা আরও ভাল ভাল কবিতা পাই। আলোকরেখাকেও অনেক ধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ ওঃ আন্তরিক কৃতজ্ঞতা কবিবর মেহরা্রিতজ্ঞতা।ধন্য আমি!!!ধন্য আলোকরেখা আপনার লেখা প্রকাশ করতে পারে। আপনার "এক বিরামহীন যাত্রা" গত দু ঘণ্টায় ৬৬৯ বার পঠিত হয়েছে। অভিনন্দন কবিবর!!আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি আলোকরেখাকে অলংকৃত করবেন।
ReplyDeleteআমি দুঃখিত অনিচ্ছাকৃত ভুল লেখা জন্য ।তাই আবার সঠিক ভাবে লিখছি। ধন্যবাদ ওঃ আন্তরিক কৃতজ্ঞতা কবিবর মেহরাব রহমান ।ধন্য আমি!!!ধন্য আলোকরেখা আপনার লেখা প্রকাশ করতে পারে। আপনার "এক বিরামহীন যাত্রা" গত আড়াই ঘণ্টায় ৭৬৯ বার পঠিত হয়েছে। অভিনন্দন কবিবর!!আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি আলোকরেখাকে অলংকৃত করবেন।”
ReplyDeleteআমার প্রিয় কবিদের একজন মেহরাব রহমান। এক বিরামহীন যাত্রা অনবদ্য অভূতপূর্ব ভাব আমি তার ভক্ত। কবিকে অনেক অনেক ভালবাসা। সেইসাথে ধন্যবাদ "আলোকরেখা"কেও
ReplyDelete