প্রজ্ঞা
সুনিকেত চৌধুরী
সুনিকেত চৌধুরী
হে ভগবান, আমায় তুমি প্রজ্ঞা দাও, দাও বিনয়াবত হৃদয় -
আজ সকালে প্রার্থনা আমার!
তোমার গান বাজে যখন কণ্ঠে আমার
আপ্লুত যেন না হই আমি পেয়ে
করতালি কিংবা ইনবক্সের
ইমেইলে!
আমার দিকে ছুড়ে দেওয়া ফুলের তোড়া ,
স্তুতি কিংবা
প্রশংসা বাক্য সকল
তোমার পাদ দেশে রেখে দেই যেন আমি !
অদৃষ্টবাদিতা
নয় এটা কোনো,
নয় অস্বীকার আমার অমিকে !
এটা আমার যা আছে
আমার যা নেই
ঠিক যেখানে স্পন্দন আমার,
নিঃস্বাস আমার, প্রঃশ্বাস
আমার
হৃদ মাঝারের মধ্যিখানে ঠিক যেখানে
অফিস তোমার!http://www.alokrekha.com
কেবল আলকরেখা খুলে বসে পড়ছিলাম সানজিদা রুমির আপন দর্পণ।হথাত তুন করে শব্দ হল। দেখি আমার সদ্য প্রিও কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রজ্ঞা। আমি মন্ত্র মুগ্ধের মত পরছি আর পরছি ।কবির ভাব বঝার জন্য ,খুব ভাল লাগছে ।ভাল থেক কবি
ReplyDeleteরাত্রি দ্বিপ্রহরে কবির এই আধ্যতিকভাবের কবিতা মনটা উদাস করে দিল।
ReplyDeleteপ্রজ্ঞা পড়লাম। খুব সুন্দর লিখছেন সুনিকেত চৌধুরী । আমার ভাল লেগেছে। পাঠকদের ভাল লাগবে বলে আমি বিশ্বাস করি।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর লেখা কবিতা প্রজ্ঞা পাঠকদের
ReplyDeleteপরম পাওয়া। কবি অনেক শুভ কামনা।ভালো থাকবেন ”
প্রজ্ঞা কবিতা এত সুন্দরএত হৃদয়গ্রাহী ।সুনিকেত চৌধুরীর কবিতা গুলো দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে . কবিকে অনেক অনেক শুভ কামনা। আরো ভাল লেখেন
ReplyDeleteসুনিকেত চৌধুরী কবিতা আধ্যাত্মিকতার আমাকে অনেক প্রভাবিত। কবির কে অন্তরীণক অভিনন্দন সাথে আলোকরেখাকেও এমন একটা কবিতা উপহার দেবার জন্য
ReplyDeleteসুনিকেত চৌধুরীকে আন্তরিক অভিনন্দন এমন একটা কবিতা উপহার দেবার জন্য
ReplyDelete