আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও প্রজ্ঞা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    প্রজ্ঞা


    প্রজ্ঞা
    সুনিকেত চৌধুরী 

    হে ভগবান, আমায় তুমি প্রজ্ঞা দাও, দাও বিনয়াবত হৃদয় - 
    আজ সকালে প্রার্থনা আমার!
    তোমার গান  বাজে যখন কণ্ঠে আমার
    আপ্লুত যেন না হই আমি পেয়ে
    করতালি কিংবা ইনবক্সের ইমেইলে!
    আমার দিকে ছুড়ে দেওয়া ফুলের তোড়া ,
    স্তুতি কিংবা প্রশংসা বাক্য সকল
    তোমার পাদ দেশে রেখে দেই যেন আমি !
    অদৃষ্টবাদিতা নয় এটা কোনো,
    নয় অস্বীকার আমার অমিকে !

    এটা আমার যা আছে আমার যা নেই
    ঠিক যেখানে স্পন্দন আমার,
    নিঃস্বাস আমার, প্রঃশ্বাস আমার
    হৃদ মাঝারের মধ্যিখানে ঠিক যেখানে অফিস তোমার!

    http://www.alokrekha.com

    7 comments:

    1. কেবল আলকরেখা খুলে বসে পড়ছিলাম সানজিদা রুমির আপন দর্পণ।হথাত তুন করে শব্দ হল। দেখি আমার সদ্য প্রিও কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রজ্ঞা। আমি মন্ত্র মুগ্ধের মত পরছি আর পরছি ।কবির ভাব বঝার জন্য ,খুব ভাল লাগছে ।ভাল থেক কবি

      ReplyDelete
    2. রাত্রি দ্বিপ্রহরে কবির এই আধ্যতিকভাবের কবিতা মনটা উদাস করে দিল।

      ReplyDelete
    3. প্রজ্ঞা পড়লাম। খুব সুন্দর লিখছেন সুনিকেত চৌধুরী   । আমার ভাল লেগেছে। পাঠকদের ভাল লাগবে বলে আমি বিশ্বাস করি।

      ReplyDelete
    4. সুনিকেত চৌধুরীর লেখা কবিতা প্রজ্ঞা পাঠকদের
      পরম পাওয়া। কবি অনেক শুভ কামনা।ভালো থাকবেন ”

      ReplyDelete
    5. প্রজ্ঞা কবিতা এত সুন্দরএত হৃদয়গ্রাহী ।সুনিকেত চৌধুরীর কবিতা গুলো দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে . কবিকে অনেক অনেক শুভ কামনা। আরো ভাল লেখেন

      ReplyDelete
    6. সুনিকেত চৌধুরী কবিতা আধ্যাত্মিকতার আমাকে অনেক প্রভাবিত। কবির কে অন্তরীণক অভিনন্দন সাথে আলোকরেখাকেও এমন একটা কবিতা উপহার দেবার জন্য

      ReplyDelete
    7. সুনিকেত চৌধুরীকে আন্তরিক অভিনন্দন এমন একটা কবিতা উপহার দেবার জন্য

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ