আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও চর দখল ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    চর দখল

    চর দখল 

     সুনিকেত চৌধুরীর 

    উত্তরে গঙ্গোত্রী হতে হিমালয়ের চূড়া পেরিয়ে দক্ষিণের -দ্বীপ অব্দি 
    তোমার ভালোলাগা নদীর সবক'টি চরে নোঙ্গর গাড়বো আমি
    দখল করে নেবো একে একে লুকানো সব ফল্গুধারা 
     -যার খবর রাখেনি কেউ
    জ্বালবো মশাল বেড়াবো চষে অনাবিষ্কৃত চরের সবগুলো গৃহকোণ - 
    স্বৈরাচারী এক শাসকের মতো আমি চালাবো উৎপীড়ণ। 
     
    শীৎকার যত বেশী দেবে তত বেশী মত্ত হবে আমার বেপরোয়া হাত,
    ভালোলাগার মাদক দিয়ে 
    আমার অধীন করে নেবো তোমার যত গান ! 
    আর তখনি ঘোষণা দেবে তুমি – 
    আমি তোমারআমি একান্তই তোমার !”

    http://www.alokrekha.com

    8 comments:

    1. শুধু দারুন না নিদারুন কবিতা। কি কঠিন ভাব। মনের এফোঁড় ওফোঁড় করে দে। বহুকাল পর এমন একটা কবিতা পড়লাম।

      ReplyDelete
    2. বহুদিন পর এমন স্পর্শানুভূতি ও আসক্তিময় একটা কবিতা পড়লাম। কবি সৈয়দ শামসুল হক এমন বলিষ্ঠ কবিতা লিখতেন। তার চলে যাবার পর আমরা হতাশ হয়েছিলাম। কবি সুনিকেতের এই কবিতায় আশা আলো সঞ্চারিত হল। অনেক শুভাশিস !বেলাল সিরাজী

      ReplyDelete
    3. জয় গুরু ! কি নিদারুন কবিতা।শুধু দারুন না নিদারুন কবিতা। কি আবেগ ! জম্পেস কবিতা ! এই অব্দি আশায় আছি যদি কেউ বলতো “আমি তোমার! আমি একান্তই তোমার !”

      ReplyDelete
    4. স্পর্শানুভূত উপলব্ধি গভীর আসক্তি ও আবেগ পূর্ন একটা পৌরুষদীপ্ত কবিতা পড়লাম।অনেক ধন্যবাদ কবি সুনিকেত ! দারুন কবিতা.

      ReplyDelete
    5. দারুন কবিতা শৈলী ! আসক্তি আছে কিন্তু উদ্ধত আত্মপ্রসাদপূর্ণ কবিতা। চর দখল করা সোজা নারী হৃদয় দখল করা এতো সোজা নয় কবি সুনিকেত !“আমি তোমার! আমি একান্তই তোমার !” আদায় করতে অনেক প্রেম আর আবেগ প্রয়োজন।

      ReplyDelete
    6. দারুন ফাটাফাটি কবিতাl এমনি তো চাই ! কি করে লেখেন মনের কথা কবি ? ইস ! একবার যদি কেউ বলতো “আমি তোমার! আমি একান্তই তোমার !”

      ReplyDelete
    7. কবিতাটা পড়ে অন্য এক কবি সুনিকেতকে আবিষ্কার করলাম | এমন করে যদি কেউ কি কখনো খুঁজতে চায় ? কত ঝর্ণা নির্ঝরিত হয় তার খবর কে ?ধন্যবাদ কবি

      ReplyDelete
    8. আমি কবি বা লেখক নই। কবিতা ভালো লাগে।তবে কিছু বুঝি কিছু বুঝি না।কবি সুনিকেতের সবগুলো কবিতা আমার খুব ভালো লাগে। এবারের চর দখল কবিতাটা অনেক জীবনের একটা সত্য দিক। অনেক ভালোবাসা কবিকে

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ