চর দখল
সুনিকেত চৌধুরীর
উত্তরে গঙ্গোত্রী হতে হিমালয়ের চূড়া পেরিয়ে দক্ষিণের ব-দ্বীপ অব্দি
তোমার ভালোলাগা নদীর সবক'টি চরে নোঙ্গর গাড়বো আমি
দখল করে নেবো একে একে লুকানো সব ফল্গুধারা
-যার খবর রাখেনি কেউ ।
জ্বালবো মশাল বেড়াবো চষে অনাবিষ্কৃত চরের সবগুলো গৃহকোণ -
শীৎকার যত বেশী দেবে তত বেশী মত্ত হবে আমার বেপরোয়া হাত,
ভালোলাগার মাদক দিয়ে
আমার অধীন করে নেবো তোমার যত গান !
আর তখনি ঘোষণা দেবে তুমি –
“আমি তোমার! আমি একান্তই তোমার !”
“আমি তোমার! আমি একান্তই তোমার !”
http://www.alokrekha.com
শুধু দারুন না নিদারুন কবিতা। কি কঠিন ভাব। মনের এফোঁড় ওফোঁড় করে দে। বহুকাল পর এমন একটা কবিতা পড়লাম।
ReplyDeleteবহুদিন পর এমন স্পর্শানুভূতি ও আসক্তিময় একটা কবিতা পড়লাম। কবি সৈয়দ শামসুল হক এমন বলিষ্ঠ কবিতা লিখতেন। তার চলে যাবার পর আমরা হতাশ হয়েছিলাম। কবি সুনিকেতের এই কবিতায় আশা আলো সঞ্চারিত হল। অনেক শুভাশিস !বেলাল সিরাজী
ReplyDeleteজয় গুরু ! কি নিদারুন কবিতা।শুধু দারুন না নিদারুন কবিতা। কি আবেগ ! জম্পেস কবিতা ! এই অব্দি আশায় আছি যদি কেউ বলতো “আমি তোমার! আমি একান্তই তোমার !”
ReplyDeleteস্পর্শানুভূত উপলব্ধি গভীর আসক্তি ও আবেগ পূর্ন একটা পৌরুষদীপ্ত কবিতা পড়লাম।অনেক ধন্যবাদ কবি সুনিকেত ! দারুন কবিতা.
ReplyDeleteদারুন কবিতা শৈলী ! আসক্তি আছে কিন্তু উদ্ধত আত্মপ্রসাদপূর্ণ কবিতা। চর দখল করা সোজা নারী হৃদয় দখল করা এতো সোজা নয় কবি সুনিকেত !“আমি তোমার! আমি একান্তই তোমার !” আদায় করতে অনেক প্রেম আর আবেগ প্রয়োজন।
ReplyDeleteদারুন ফাটাফাটি কবিতাl এমনি তো চাই ! কি করে লেখেন মনের কথা কবি ? ইস ! একবার যদি কেউ বলতো “আমি তোমার! আমি একান্তই তোমার !”
ReplyDeleteকবিতাটা পড়ে অন্য এক কবি সুনিকেতকে আবিষ্কার করলাম | এমন করে যদি কেউ কি কখনো খুঁজতে চায় ? কত ঝর্ণা নির্ঝরিত হয় তার খবর কে ?ধন্যবাদ কবি
ReplyDeleteআমি কবি বা লেখক নই। কবিতা ভালো লাগে।তবে কিছু বুঝি কিছু বুঝি না।কবি সুনিকেতের সবগুলো কবিতা আমার খুব ভালো লাগে। এবারের চর দখল কবিতাটা অনেক জীবনের একটা সত্য দিক। অনেক ভালোবাসা কবিকে
ReplyDelete