আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আমার পিতা জ্যামিতি জানে ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আমার পিতা জ্যামিতি জানে

     আমার পিতা জ্যামিতি জানে 

    --আনিনা তাহিন নেভিলা

    একটা দাগের উপর পড়ছে আরেকটা দাগ
    লাল লাল কালির ছাপ!
    জ্যামিতি শেখা শৈশব
    বড্ড পেন্সিলপ্রেমী,
    কুয়োতলা, বরফ কাঁটা জল,
    কুয়াশার রহস্যাবৃত জোনাকির মতো -
    উড়ে যাওয়া আগুনের ফুলকি,
    সেসব এখন মূলত - উল্কামুখী।

    একটা ইরেজার হবে পিতা?!
    ছক থেকে বের হয়ে গেছে রেখা, সীমান্ত হতে,
    আমাদের খাতাগুলো জুড়ে-
    প্রতিবারই-  শূন্য শূন্য এক।
    এ শহরের দেয়ালে চলে বাঘবন্দি খেলা
    সাদা সাদা দাগ, কাটাকুটি আঁকা।
    একে ধর,
    ওকে মার,
    সমান্তরাল আবেগ, যেন-
    বুকে আগুন নিয়ে দৌড়ে যাওয়া
    হতচকিত সোনালি ফানুশ!

    এতো আগেই কেনো জ্যামিতি শেখা?
    আমাদেরতো প্রয়োজন কেবল -সেই উন্মাদের
    যে কিনা মাটিতে পাটকাঠি দিয়ে-
    কম্পাসহীন গোলাকার পৃথিবী আঁকত,
    বিন্দুতে বিন্দু না মিলিয়েও - জন্ম আঁকত।

    এখন আমাদের কোষে কোষে -বিদ্বেষ
    কিছুই চলে না শাস্ত্রমতে,
    কই! কেউ কি বলেনি আজো-
    পাহাড় জুড়ে কাঁদেনা শিশুরা
    গণিতের সূত্র শেখা পথে।

    একটা ইরাজার দিন পিতা,
    বেঁচে থাকা দেখে দেখে হিসেব মেলেনা আর!
    সকল কালিমা মুছে -
    ধর্ম মুছে-
    জাত মুছে
    আমরা জীবন আঁকবো এক!

    ------------


     http://www.alokrekha.com

    10 comments:

    1. বাহ্ মেঘ না চাইতেই জল। আমার এত ভালো লাগার কবি আনিনা তাহিন নেভিলা'র কবিতা !!! সত্যি সে অনবদ্য ! আমি ওর দিন দিন আরো ভক্ত হয়ে উঠছি। অনেক শুভ কামনা ও ভালোবাসা।

      ReplyDelete
    2. আমি কবির ভক্ত। অনেক শুভ কামনা ও ভালোবাসা। আমার প্রিয় কবি আনিনা তাহিন নেভিলা'র কবিতা " আমার পিতা জ্যামিতি জানে" কি অনন্য বিষয় বস্তু। আমার মন্তব্যের ভাষা নেই। শুধু একটা কথা সত্যি অনিন্দ্য।

      ReplyDelete
    3. ধর্ম মুছে-জাত মুছে-আমরা জীবন আঁকবো এক!এই বার্তা কবিতায় অসাধারণ। আমি কবিতা ভালোবাসি। যেখানেই কবিতা পাই পড়ি। আলোকরাখাকে অনেক ধন্যবাদ। এমন একজন কবির সাথে পরিচিত করাবার জন্য। না হলে এমন একজন কবির অনন্য কবিতা থেকে বঞ্চিত থাকতাম। শুভ কামনা কবি আনিনা তাহিন নেভিলা.

      ReplyDelete
    4. কবিতা খুব ভালোবাসি।বিশেষ করে আনিনা তাহিন নেভিলার কবিতা।আলোকরাখাকে অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা কবি...

      ReplyDelete
    5. আমার পিতা জ্যামিতি জানে --আনিনা তাহিন নেভিলার দারুন বক্তব্য পরাক্রম স্থাপন,শব্দ ও শক্তিময় আবেদন। আলোকরাখাকে অনেক ধন্যবাদ। এমন একজন কবির সাথে পরিচিত করাবার জন্য। না হলে আনিনা তাহিন নেভিলা কবির অসাধারণ সব কবিতা থেকে বঞ্চিত থাকতাম।

      ReplyDelete
    6. এমন কবিতা শৈলী। শব্দের ব্যবহার ,শক্তিময় বিষয় ও দৃঢ় বার্তা শুধু কবি আনিনা তাহিন নেভিলা দ্বারাই সম্ভম। অনেক ভালোবাসা কবি ও অশেষ ধন্যবাদ আলোকরেখাকে এমন একজন কবিকে উপহার দেবার জন্য। আলোকরেখা উন্নতি ও আরো ভালো লেখা কামনা করি...

      ReplyDelete
    7. কবিতাটা অনন্য |এক আনিনা তাহিন নেভিলা কবিকে আবিষ্কার করলাম | এমন করে জীবনবোধ আগে উপলব্ধি করেছি কিন্তু প্রকাশ করতে পারিনি | আজ কবির কবিতায় প্রকাশিত হল অনেক ধন্যবাদ কবি

      ReplyDelete
    8. অনেকে বলেন কবিরা কবিতা নিজে লেখেন না, উনাদেরকে দিয়ে লেখিয়ে নেয়া হয় ! একজন সাহিত্যের ছাত্র হিসেবে একদা শিক্ষককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম - Art for Art's Sake মানিনা! Arts কিংবা অন্য্ সুন্দর কিছু, অন্য্ সবকিছু হতে হবে মানুষের জন্যে! নাবিলার কবিতা পড়তে খুব ভালো লাগে যদিও কখনও কখনও মনে সন্দেহ জাগে যেহেতু তার কবিতা তাকে দিয়ে লিখিয়ে নেয়া হয় তার সবকিছু বুঝিবা শুধু for Art's Sake. আবার যখন তার লেখায় পাই "সকল কালিমা মুছে -ধর্ম মুছে-জাত মুছে আমরা জীবন আঁকবো এক!" তখন সেটাকে তো আর শুধু Art for Art's Sake বলে সন্দেহ করার অবকাশ থাকেনা! কবি, আমাদের প্রার্থনা, আপনি সদা সমর্পিত থাকুন আপনাকে দিয়ে লিখিয়ে নেয়ার জন্যে!

      ReplyDelete
    9. আমার পিতা জ্যামিতি জানে --আনিনা তাহিন নেভিলার কবিতার দারুন বক্তব্য ,শব্দ ও শক্তিময় আবেদন বার্তা । আমি কবির ভক্ত। অনেক শুভ কামনা ও ভালোবাসা।আলোকরাখাকে অনেক ধন্যবাদ। এমন একজন কবির সাথে পরিচিত করাবার জন্য।

      ReplyDelete

    10. এই কবিতার এই পংক্তিগুলোই শ্রেষ্ঠ

      "একটা ইরাজার দিন পিতা,
      বেঁচে থাকা দেখে দেখে হিসেব মেলেনা আর!
      সকল কালিমা মুছে -
      ধর্ম মুছে-
      জাত মুছে
      আমরা জীবন আঁকবো এক"





      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ