চায়ের কাপে হৃদয় কাঁপে
--জাহানারা বুলা।
আমার যখন চায়ের কাপে উষ্ণ
সাঁতার-
তুমি তখন বিভোর ঘুমের অকুল
পাথার!
পূব আকাশে সোনার বরণ আলোর
ছটা,
অঙ্গে তবু এলোমেলো ঘুমের
ঘটা!
বুকের বসন আলুথালু, লুটায় বেনী,
এমন নরম ঘুম কখনো আর দেখিনি!
মনে পড়ে সেই সকালে আমার
ঘরে,
হঠাত এসে ঘুমিয়ে গেলে কেমন
করে!
চোখ ধোঁয়াটে, ঘুমের আবীর, তেষ্টা ছিলো!
ঠিক তখনি খানিক তোমায় লেপ
মুড়িয়ে,
ঘুম পাড়িয়ে ক্লান্তি সকল
দিই উড়িয়ে।
সেদিন তোমায় দেখেছিলাম
ভোরের বেলায়,
ঘুমের মাঝেই ছিলে তুমি, ঘুমের ভেলায়!
ঘুমের ছোঁয়ায় তুমি তখন
কুসুম কমল,
আমার সকল ইচ্ছেরাও জল টলমল!
চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে
ভাবছি কেবল,
ভাবনা গুলো বুকের মাঝে
দিচ্ছে ছোবল!
আঁকছি বসে একটি ভোরের চিত্র
এখন,
ঘুমের পুতুল, আদর আমার তুমিই এখন।
আসতে পারো একটি রাতের আকাঙ্ক্ষাতে?
“ঘুমের পরী” নামটি দেবো
রাত পোহাতে!
আসবেনা কি, উপায় কি নেই আবার আসার,
দূরত্ব কি খুব দিয়েছি, মনটা অসাড়?
চায়ের কাপে রোজ প্রভাতে
ঠোঁটটা ভেজাই,
মনটা তখন শূন্যে ওড়ে, নিঃস্ব যে - তাই!
তুমি আছো ছবির মত চোখের
তারায়,
তোমার সাথের দিনগুলো সব
স্মৃতির পাড়ায়।
চায়ের কাপে সন্ধ্যা-সকাল
তোমার কথা,
আমার ঘরে শূন্যতা আজ, নিরবতা!
http://www.alokrekha.com
আলোকরেখা সত্যি পাঠিকাদের কথা ভাবে আর তাই নতুন কবিদের নতুন কবিতা প্রকাশ করে। আমরা পরিচিত হয় নতুন কবিদের সাথে। ধন্যবাদ আলোকরেখা।
ReplyDeleteদারুন "চায়ের কাপে হৃদয় কাঁপে' অনবদ্য এক কবিতা। চায়ের কাপে সন্ধ্যা-সকাল তোমার কথা,আমার ঘরে শূন্যতা আজ, নিরবতা! দুরি বাক্যে কবি তার নিপুণতা দেখিয়েছে। অনেক ভালোবাসা কবি জাহানারা বুলা।
ReplyDeleteএতো সুন্দর দেখতে আপনি। যেমন কবিতা দারুন তেমনি আপনি অত্যন্ত সুন্দর আকর্ষণীয়।অনেক ভালোবাসা কবি.....
ReplyDeleteসুন্দর কবির কবিতাও সুন্দর আর পড়তেও এক ধরণের ভালো লাগে জন্মায়। অনেক ভালোবাসা কবি জাহানারা বুলা।
ReplyDelete--জাহানারা বুলা দারুন দেখতে আপনি..চায়ের কাপে হৃদয় কাঁপে কবিতাও সুন্দর। একসাথে পাওয়া দুস্কর। ধন্যবাদ আলোকরেখা
ReplyDelete