চেয়েছেন কি একান্তে কোনোদিন?
- সুনিকেত চৌধুরী।
আকাশের ঠিকানায় একান্ত নিরাপদেই রাখা আছে বিশ্বাস তোমার
এই কথা ভেবে তুমি মেঘেদের নিযুক্ত কর নিরাপত্তা প্রহরী, আর
গানে গানে ঘড়ির কাঁটায় মাপা সময়ের রাজপথে হেঁটে যাও বীরদর্পে
বের হও বৈকালিক ভ্রমণে রেখে যীশুর হাতে হাত -
পরিচয় যাঁর সাথে কিশোর বয়সে তোমার শুধু এক বালতি জল হাতে
গিয়েছিলে যেদিন ছুটে পাড়ার জ্বলন্ত বাড়ীটির আগুন নেভাতে!
এরপরে গত হয়েছে কতটা কাল, আরো কত পোড়া বাড়ী পোড়া ঘর
যুদ্ধ-বন্যা-মহামারী আর প্রকৃতি মা'য়ের রোষাক্রান্ত শহর দেখেছো তুমি
ছুটে চলা গতিমান কীর্তিমান নাগরিক তুমি সুনিকেত ।
এর মাঝে কোনদিন মনে নেই হারিয়েছো খেই
যীশুতো আর পাশে নেই তুমিই যে যীশু সেই !
কি মহান তুমি, অবয়বে স্বর্গীয় চ্ছটা –
এইভাবে দিন যায়, আসে দিনের পরে রাত্রির পরে দিন
এইভাবে গত হয় গণনাহীন প্রভাতের সূর্যোদয়।
অতঃপর অবশেষে আসে সেই দিন -
সমাজকর্মী সুনিকেত আমন্ত্রিত বিদ্যালয় গৃহে
মানুষের জন্যে মানুষ, দুঃখী আজ কত মানুষ এই পৃথিবীর
ভাবগম্ভীর আবেগ ভরা ভাষণ যখন শেষ
গ্যালারীর পেছন সারির প্রায় অন্ধকার কোন হতে
ভগবান রামের অস্ত্র সম ছুটে আসে
স্বর্গীয় মুখ সুজানার অমোঘ সেই প্রশ্ন
ধুলণ্ঠিত করে দেয় সুনিকেত এর গর্বস্ফীত ইগো আর
যীশুসম সৌম্যতা ! তাবৎ সমাজকর্মের পরিচিতি আর পরাক্রম
পারেনা দাঁড়াতে সম্মুখে সে প্রশ্নের!
"চেয়েছেন কি একান্তে কোনোদিন, বলেছেন কি নিজের কাছে
আপন দর্পনে রেখে চোখ? - শেষ হোক সকল দুর্যোগ!
সকল অনাচার, অনিয়ম, অবিচার!
ক্ষান্ত হোক প্রলয়, যুদ্ধ হয়ে যাক ফসিলে রূপান্তর!
আর আমি সুনিকেত হয়ে যাই এক কর্মহীন বেকার !
চেয়েছেন কি একান্তে কোনোদিন?"http://www.alokrekha.com
অনেক দিন পর কবি সুনিকেত চৌধুরীর লেখা পেলাম। এখন যে সময় আমরা পার করছি এই লেখা তারই প্রতিবিম্ব।সুনিকেত চৌধুরীর শব্দ বিন্যাস এবং গভীরতা সবসময় প্রশংসনীয়। অনেক শুভেচ্ছা !
ReplyDeleteকি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কত বার যে কবিতাটা পড়ালাম। কবি সুনিকেত চৌধুরী যেন আমার মনের কথাই বলছেন। অনেক ভালোবাসা কবিকে। আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য
ReplyDeleteচেয়েছেন কি একান্তে কোনোদিন?দারুন গভীরতা,ভাব।কত বার যে কবিতাটা পড়ালাম। কবি সুনিকেত চৌধুরীকে অনেক অনেক ভালোবাসা।আলোকরেখা অনেক ধন্যবাদ....
ReplyDeleteকবিতাটা পড়ে অন্য এক কবি সুনিকেতকে আবিষ্কার করলাম গদ্য কবিতা অনেকে লিখেছেন অথবা লেখেন এমন ছন্দবদ্ধ আধ্যত্মবাদ সমকালিন বিষয় ও গভীর ভাবতত্ত্বের তাল মিল অনবদ্য|ধন্যবাদ কবি
ReplyDeleteশুধু দারুন বললে কিছুই বলা হবে না। কবি সুনিকেত চৌধুরী আমাদের আত্মার সাথে আমাদের পরিচিত করিয়েছেন এই কবিতায়। আজ আমি বহুবার এই কবিতাটা পড়েছি। কিন্তু মন্তব্য করার সাহস পাইনি। শুধু কবির সুখময় দীর্ঘ জীবন কামনা করি যাতে আমরা আরো ভালো ভালো দেখা পাই।
ReplyDeleteসত্যি কি চেয়েছি কি একান্তে কোনোদিন? আপন দর্পনে সত্যি কি চোখ রেখেছি ? কবি সুনিকেত চৌধুরীর "চেয়েছেন কি একান্তে কোনোদিন?" কবিতায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। দারুন লেখনী শৈলী। আলোকরেখাকে আন্তরিক ধন্যবাদ এমন গুণী একজন লেখকের কবির সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ভালো থাকুন কবি !
ReplyDeleteদিনের শুরুতেই যেন আয়নায় নিজেকে দেখালেন কবি সুনিকেত চৌধুরী-কবিতার মূল বার্তা আজকে যারা ক্ষমতায় অন্ধ হয়ে নিজেকেই ভগবান ভাবে। কি অসীম আত্ম অহমিকায় ভোগে। তাদেরকে কবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের প্রকৃত "আমিকে"। এই কবিতা নিজের প্রতিচ্ছবি ।দারুন লেখনী শৈলী। ভালো থাকুন কবি !
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "চেয়েছেন কি একান্তে কোনোদিন?" কবিতায় নিজের প্রতিবিম্ব অর্থাৎ প্রতিচ্ছবি দেখলাম। দারুন লেখনী ও রচনাশৈলী।দারুন গভীরতা,ভাব ও শক্তিশালী বার্তা ।কত বার আমিও বহুবার এই কবিতাটা পড়ালাম।।মাথার মধ্যেই থেকে সরাতে পারছি না "চেয়েছেন কি একান্তে কোনোদিন?"। আলোকরেখাকে আন্তরিক ধন্যবাদ একজন কবিকে তার লেখার মাধ্যমে তার সাথে পরিচিত হবার সুযোক করে দেবার জন্য । অনেক অনেক ভালোবাসা ও ভালো থাকুন কবি !
ReplyDeleteদারুন কবিতা! কবি সুনিকেতের লেখা বেশ অপেক্ষার পর পেলাম ! অপেক্ষা সফল হল এমন এক্টা ভাবধারার কবিতা পড়ে !অনেক ভাল থাকবেন আমাদের জন্য লিখবেন
ReplyDeleteআজিজ মার্কেটের ও চারুকলার আড্ডার কবি ! কবি সুনিকেত চৌধুরী!এরারের লেখাটা দারুন! বিষয় বস্তু সমকালিন প্রতিপাদ্য গভীরতা ও কবিতার ছন্দ গদ্য কবিতায় বিদ্যমান যা আমাদের মুগ্ধ করেছে |কবি ভালো থাকাবেন! আরো ভাল লিখুন অনেক ভালবাসা! তাঁর বই কোথায় পাব আজও আলোক বেখার কর্তৃপক্ষ জানালেন না
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা পাই না কেন ? অধীর অপেক্ষায় আছি তাঁর কবিতা পড়ার জন্য। আলোকরেখার কাছে আমাদের দাবি। কবি অনেক ভালোবাসা ! ভালো থাকবেন।
ReplyDelete“যুক্তি দিয়ে খণ্ডিত কিংবা প্রতিষ্ঠিত যত ভালোবাসা ...
ReplyDeleteনিশ্চিত থেকো চলে যাবে সব
নীরব যখন হবে মাথার ভেতরে যত কলরব !”
অনেকদিন পর সুনিকেত চৌধুরীর নতুন কবিতা পড়লাম! কবি সুনিকেতের লেখা এক গভীর অনুভূতি থেকে উৎসরিত সময়োচিত রচনা শৈলী, যেন আপন দর্পণে নিজের সাথে নিজ অভিজ্ঞতা প্রসূত এক ছন্দোবদ্ধ সাবলীল সংলাপ! ‘ভালোবাসো যদি তবে ভালোবেসে ভালোবেসো’- কবিতার প্রথম পঙক্তিতে তিন ভিন্ন মাত্রায় ‘ভালবাসা’ শব্দের এমন ব্যঞ্জনাময় অভিব্যক্তি! অসাধারণ! ধন্যবাদ কবিকে! আলোকরেখায় না হোক, অন্য কোন মানচিত্রে প্রত্যাবর্তনের জন্য।
কানাডা সংবাদ (http://www.facebook.com/canadasangbad) কে অন্তরের আন্তরিক অভিবাদন