তুই
আমাকে চিনিসনি!
- সুনিকেত চৌধুরী
তোর
হৃদয়ের সবগুলো ঘরে যে রক্ত
নাচে অনুক্ষণ অবিরাম
তার সাথে তোর
কথা হবে কবে?
কোনদিন
তুই মন পাখীটার গানটাকে
নিয়ে বসবি
আর চোখের
জলে লিখবি স্বরলিপি?
কার
কাছে গিয়ে তুই চোখ
মুদে বসে যাবি
অনেক
কালের অনেক তালের বাদ্য
-বাজন শেষে
আমার কাছে
এসে যখন দাঁড়াবি করজোড়ে
চোখ
তুলে তুই আমার চোখে
দেখবি কিসের আলো
যেইখানেতে অবশেষে
আসতে তোকে হলো!
ভাবিস
যদি চিনতে আমার কষ্ট অনেক
হবে
তুই আমাকে চিনিসনি
সেই শুরুর দিনটি থেকে!
http://www.alokrekha.com
তুই আমাকে চিনিসনি!কি দারুন অভিব্যক্তি। কবি সুনিকেতের কবিতার বৈশিষ্যঃ হল বাস্তৱ বিমূর্ত ভাববোধ। বিশেষ করে এই কবিতায় তিঁনি "আপন আপনাকে" তুলে ধরেছেন শব্দ কথায়। কবিকে অনেক শুভেচ্ছা। আলোকরেখাকে অনেক ধন্যবাদ এমন একজন গুণী করির কবিতার সাথে পরিচিত করাবার জন্যে।
ReplyDeleteতুই আমাকে চিনিসনি!কবি সুনিকেত চৌধুরী এই কবিতায় তিঁনি যে বার্তা তুলে ধরেছে তা অনন্য। কবি সুনিকেতের কবিতা বরাবরই অন্যদের থেকে আলাদা।তিনি এ-যুগের কবি কিন্তু অতীত বিস্মৃত নন।এটাই তার বৈশিষ্ট। কবিকে অনেক শুভেচ্ছা। ভালো থাকেন !
ReplyDeleteতুই আমাকে চিনিসনি! কবিতায় সহজ অথচ বলিষ্ঠ বার্তা এই কবিতার বিশেষত্ব। আমাদের ভিতরে এই কথা ভাব জমা আছে কিন্তু বলতে পারি না কবি বলেছেন তার কবিতায়। আমার অন্তরীণ ভালোবাসা কবি।
ReplyDeleteতুই আমাকে চিনিসনি! কবিতা আন্তরিক তেজী বার্তারুপে প্রেরণ করেছেন তার পাঠকদের। সত্যি কি আমাকে যে চেনে বলে সেকি আমাকে চেনে ? তবে সে বা তারা চিনবে একদিন ঠিকই যখন ঠকবে যেখানে গিয়েছিল সাধন লোভে। অনেক ভালো লাগলো কবিতাটা।
ReplyDeleteতুই আমাকে চিনিসনি! কবি সে আমাকে সত্যি চেনে না ,তাই আমার মোর ধ্রুবতারাকে ছেড়ে ধূমকেতুর পেছনে ছুটছে। আমি জানি সে ঠকবে এ আমার আন্তরিক অনুভতি। কিন্তু কবি সেকি ফিরবে ? আমি আশায় অপেক্ষায় আছি -- থাকবো- কবি সত্যি কি সে আসবে ? আপনার কবিতা আমার আশার সঞ্চয়।
ReplyDeleteআজ সকাল শুরু কবি সুনিকেত চৌধুরীর আশা পূরণের আশায়। বিষন্নতা অনেকটা কমেছে কবির কবিতায়। এ এক অদ্ভুত ব্যাপার আমার মনের যে কোন সমস্যা উদিত আর কবিতা সেই বিষয়ে : জানি না কোনির সাথে আমার কি যোগসূত্র আছে। কবি আমার ভালবাসা ! প্রার্থনা করবেন যেন আমার প্রতীক্ষা সফল হয় ভালো থাকবেন ,
ReplyDeleteসুনিকেত চৌধুরীর তুই আমাকে চিনিসনি! পড়ছিলাম আর ভাবছিলাম সত্যি ভালোবাসা এমনি হয়। সকল তাড়না শেষে কাছে এসে যখন দাঁড়ায় কেউ করজোড়ে না হলেও। সকল যাতনা ভুলে ভালোবাসার আলোতে তাকে চিনতেই হয়। দারুন কবিতা বরাবরের মতোই। ভালো থাকেন আর আমাদের জন্য লিখবেন অনেক অনেক অনেক করে !
ReplyDeleteসুনিকেত চৌধুরীর তুই আমাকে চিনিসনি! শেখায় আমরা নিজের কাছের মানুষটাকে চিনি না -তাই দূরে যাই গানের স্বরলিপি লিখতে।মর্মস্পর্শী --ভাবাবেগ শব্দ শৈলী সব মিলতে অন্যন্য অনেক শুভেচ্ছা কবি। ভালো থাকুন ! আরো ভালো লিখুন এই শুভাশীষ রইল। ”
ReplyDeleteআমার শরীরটা ভালো হয়ে গেল। আমার প্রিয় -কবি -সুনিকেত চৌধুরীর তুই আমাকে চিনিসনি!কবিতা পড়ে।
ReplyDeleteকবিতাটা আমার কাছে অনেকটা খেঁপা খুঁজে ফেরে পরশ পাথরের মোর। অনেক ভালো বার্তা ভাব ও কথাগুলো যেন হৃদয় চিরে বেরিয়েছে। এত বড় মাপের কবির প্রশংসা করে যোগ্যতা আমার নেই। শুধু বলতে পারি বড্ড ভালো লেগেছে। ভালো থাকুন ! এক গুচ্ছ ভালোবাসা।
“কবি'র মনের প্রতিবিম্বন তার কবিতা। শব্দ শৈলী সেও কবির মত। ভাবাবেগ যেন । কবির চোখ দিয়ে দেখলাম আমাকে। তাই কবির ভাষায় বলি "তুই আমাকে চিনিসনি!" অনেক ভালোবাসা
ReplyDeleteবরাবর-ই কবি সুনিকেত চৌধুরীর কবিতা মনের গভীর অনুচিন্তন চিন্তা, ভাবাবেগ, জ্ঞান, প্রেরণার অভিব্যক্তি ছায়া। অপূর্ব শব্দশৈলী চমৎকার , অপরূপ,বহুবর্ণ ও বিচিত্র ভাষার প্রকাশ। "তুই আমাকে চিনিসনি!"- আর একটি সুন্দর সৃষ্ট কবিতা। অনেক ভালোবাসা কবি। আমরা অপেক্ষায় থাকি আপনার লেখার জন্য।
ReplyDelete