এবার করেছি পণ !
- সুনিকেত চৌধুরী
তোমাকে পাবোই বলে করেছি পণ এবার
পণ করেছি কাছে আসার !
হারাবোনা তোমাকে আর
ঝঞ্জা যতই আসে আসুক !
কান দেবোনা কটু কথায়,
যাবোনা নির্বাসনে আর !
সকালের সূর্য্যটার সবক'টা রশ্মিকণা
বাক্সবন্দী করে রেখে দেব সযতনে
তোমার আগমনী দিনের আলোকসজ্জায়
ঘর সাজাবো বলে !
আমি জানি তুমি জান
হৃদয়ে আমার বাড়তি কাঁপন
সে তোমারি জন্যে !
এই জনমের অপেক্ষা শেষ তোমার দেখা পেয়ে
অবনত মস্তক আমার ভগবানের পাদদেশে !
পুনর্জন্ম লাগবেনা আর তার প্রয়োজন ফুরালো
ফুরালো পথের পানে চেয়ে থাকা !
কানের কাছে গানের পরী বলে গেলো সরাসরি -
শুরু হোক পথচলা ! এবার তবে শুরু হোক
নতুন করে পথচলা !
বেশ বিরতির পর আমার প্রিয় কবি সুনিকেতের কবিতা"এবার করেছি পণ!"একেবারে প্রাণ কাড়া। কবি নাম আমি দিলুম "ভালোবাসার কবি "-কবি সুনিকেত আমাদের "ভালোবাসা কারে কয়" শিখিয়েচেন। ভালোবাসার জন্য কাঁদা হাসা,পণ অপেক্ষা.স্বার্থহীনতা নির্বাসন বা ভগবানের কাছে নিবিড় প্রার্থনা। দারুন আমার "ভালোবাসার কবি "! অনেক অনেক ভালোবাসা।
ReplyDelete"হৃদয়ে আমার বাড়তি কাঁপন সে তোমারি জন্যে" ! এই কথা কেবল কবি সুনিকেত চৌধুরীর কবিতায় পাওয়া যায়। কি দারুন শব্দ ও ভাষার বিন্যাস। কি আবেগভরা কথা মালা। অনেক সাধুবাদ কবি ! আমি বারংবার আলোকরেখাকে ধন্যবাদ জানাই। এমন একজন কবির কবিতা পড়ার সুযোগ করে দেবার জন্য।
ReplyDelete"পুনর্জন্ম লাগবেনা আর তার প্রয়োজন ফুরালো পথের পানে চেয়ে থাকা !" কয়েকটা শব্দে ভালোবাসার এমন নিগূঢ়তা সত্যি প্রসংসার যোগ্য। আলোকরেখার কবি - সুনিকেত চৌধুরী । আলোকরেখা আমাদের খুব পছন্দের জায়গা। যেখানে আমাদের মন মেধা ও প্রজ্ঞা আলোকিত হয়। ”
ReplyDeleteদারুন শব্দ শৈলী ও বিশিষ্ট ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা উপনীত হয়েছে। কাব্যিক ভাষা ও ছন্দে দারুন কবিতা। কবির কাছে সবিনয় অনুরোধ - শুধু কবিতা নয় গল্প বা প্রবন্ধও আমরা এই পড়তে চাই । পাঠকদের এমন সুন্দর সুন্দর প্রতিভা থেকে বঞ্চিত করবেন কেন? প্রকাশিত হোক আলোকরেখা।
ReplyDeleteএবার করেছি পণ !- সুনিকেত চৌধুরীর চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা । কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি। আপনি ভালো থাকুন আরো লিখুন !
ReplyDelete"সকালের সূর্য্যটার সবক'টা রশ্মিকণা বাক্সবন্দী করে রেখে দেব সযতনে তোমার আগমনী দিনের আলোকসজ্জায় ঘর সাজাবো বলে !" আহা ! কি দরুন কথা গো কবি। কোথায় পাও এমন ভাবভাষা কবি? এই কয়েকটা শব্দে ভালোবাসার এমন গভীরতা প্রসংসা না করে পারলুম না । তা কি পৰ যায় ? অমন কবিতা পড়ে ছুটির দিনটি ভালো কাটবে-আলোক রেখা আমাদের খুব পছন্দের। সত্যি গো আলোকরেখা আমাদের আলোকিত করে।
ReplyDeleteআজকেই ভাবছিলাম বেশ কিছুদিন কবি সুনিকেতের নতুন কবিতা পড়তে পাই না। শুতে যাবার আগেই পেয়ে গেলাম। দারুন অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। শুধু বলবো কবি এবার করেছি পণ !অনন্য।চমৎকার একটা কবিতা অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি সুনিকেতের নতুন কবিতা এবার করেছি পণ ! দারুন অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। অনন্য কবি সুনিকেত চৌধুরী । চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগ- কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDelete
ReplyDeleteবাহ্ বেশ রোমান্টিক
এই কবিতা আমাকে দেখালো
এক অজানা পথের সন্ধান
তাই কবির অনুমতি ছাড়াই জুড়ে দিলাম
হৃদয়ের অন্য বাক্য
আমি জানি তুমি জান
হৃদয়ে আমার বাড়তি কাঁপন
আসমুদ্র হিমাচল নতজানু ভূমিকম্প
সে তোমারি জন্যে !
নতুন করে পড়লাম আবারো ভালো লাগলো আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর এবার করেছি পান ! ও অন্যান্য কবিতা গুলো ! সত্যিই অনেক ভালো কবিতা বার বার পড়ার মত। কি দারুন অভিব্যক্তি "এই জনমের অপেক্ষা শেষ তোমার দেখা পেয়ে অবনত মস্তক আমার ভগবানের পাদদেশে !পুনর্জন্ম লাগবেনা আর তার প্রয়োজন ফুরালো ফুরালো পথের পানে চেয়ে থাকা !কানের কাছে গানের পরী বলে গেলো সরাসরি -শুরু হোক পথচলা ! এবার তবে শুরু হোক -নতুন করে পথচলা !"
ReplyDelete