ম্যাপেলের কান্না
মেহরাব রহমান
বিজ্ঞানী জগদীশ
আমি জানি গাছের সাথে
তোমার ছিল নিবিড় সখ্যতা।
কত রাতে কত প্রাতে
কত কথা হয়েছে গোপনে গোপনে ;
তুমি নিশ্চয়ই শুনেছ বৃক্ষের কান্না
যখন বসন্ত বিদায়
তার ফুলেশ্বসরী শরীর
শূন্য বিষাদ অরণ্য।
শীতের প্রারম্ভে
ম্যাপেল লিফের শিরা-উপশিরায়
রংধনু রং খেলে যায় তারপর এক
ঝড়ো হাওয়ায় ঝরে যায় ;
বাতাসে উড়ে উড়ে
অবহেলায় লুন্ঠিত হয়
পায়ে চলার পথে ,
বড় রাস্তায় ,ব্যস্ত জনতার
পায়ের তলায়।
এখানে এই নগরে নায়াগ্রা প্রপাত ;
শ্বেত পায়রার পালকের মতো
ধবল তুষারপাত।
এরকম জমে-যাওয়া ঠান্ডা রাত্রিতে
পাতাহীন ম্যাপেল
বিষাদ ক্লান্তিতে গুমরে গুমরে কাঁদে।
স্মৃতির পাহাড় ছায়াহীন ছায়ায় পড়ে থাকে।
ম্যাপেলের রঙিন পাতার বিস্ময়
কত যৌবনের অবাক উন্মোচন ;
কত বার্ধক্যে পেয়েছে প্রাণ।
ম্যাপেলের মত আমার যাপিত জীবন থেকে
নানা বসন্তে কত ফুল ঝরে গেছে ,
রাক্ষুসে অন্ধকারে ডুবে কত বর্নাঢ্য পাতারা।
আজ এই হীম সকালে হীম-হয়ে-যাওয়া
ভোরের সূর্য ঘষা নিকেলের মতো দেখায়।
বুকের পাঁজর থেকে উঠে- আসা
ম্যাপেলের কান্না
আজ কেন যে ভীষণ কান্না।
http://www.alokrekha.com
আলোকরেখাকে অনেক ধন্যবাদ কবি মেহরাব রহমানের কবিতা প্রকাশ করে আমাদের পড়ার সুযোগ দেবার জন্য মেহরাব রহমান আমাদের বিদেশে বাংলা ভাষার কবি। তিনি আমাদের গর্ব। কবিতাটা খুবই দারুন। এতো সুন্দর ভাষা ও শব্দ চয়ন ও রচনা শৈলী। আন্তরিক শুভেচ্ছা কবি।
ReplyDeleteপাতা ঝরার কষ্ট শুধু কবি উপলব্ধি করতে পারে এমন ভাবে।ম্যাপেলের কান্না মেহরাব রহমান আমরা পাতা ঝরা দেখতে ভালোবাসি। মাড়িয়ে চলে যাই। মোড় মোড় শব্দ শুনতে ভালোবাসি। কিন্তু কান্না কি শুনি। অনেক অনেক ভালোবাসা কবি
ReplyDelete