সুনিকেত চৌধুরীর ভাগাভাগি !
তুমি আকাশ হয়ে দেখাও আগে রাজী হবো তবেই আমি
পেতে তোমাকে করে ভাগাভাগি।
আকাশের গায়ে থাকেনা তো কোনো পদচিহ্ন বলাকার,
মেঘ যদিও জমে ঝরে পড়ে অশ্রু হয়ে !
কামুক বুড়ো সাইক্লোন জোর করে প্রেম করলেও
সূর্যটাকে বুকে রেখেও পোড়েনা অহর্নিশ
সমুদ্র তার বন্ধু আর মিতালী নক্ষত্রের সাথে !
তুমি যদি কথা দাও হবে আকাশ
বাতাসের বাহনে চড়ে আমি তখন হব অদৃশ্য প্রেমিক !
তোমার যত লীলা দেখবো চেয়ে চেয়ে, জানবে তুমি
আমি জানি সব - আকুতি তোমার আর তোমার সমর্পণ !
দয়া নাকি অঞ্জলী, পুজো নাকি নৈবেদ্য -
তোমার তপ্ত নিঃস্বাস আর নিমীলিত চোখে
গোঙানো প্রার্থনা তোমার আরো একটুখানি গভীরতা চেয়ে !
এই সব কিছু তুলে নেবো গেঁথে নেবো বুকে আমার
সোনা হবো পুড়ে পুড়ে ! তারপরে চলে যাবো ভগবান সমীপে -
নতজানু আমি করজোড়ে জপে যাবো মালা গেয়ে যাবো গান
কর পূর্ণ, আলোকিত কর, মঙ্গল কর তার, মিতা বলে ডেকেছি যারে,
হে ভগবান!
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরীর ভাগাভাগি ভীষণ হৃদয় গ্রাহী।অপূর্ব অব্যক্ত মনের ও অনুভূতিগুলোর কবিতা সুনিকেত চৌধুরীর সব কবিতা কত স্বাচ্ছন্দে চমৎকার সাবলীল ভাবে লেখেন।ভালোবাসা কবি ! উন্নতি কামনা করি! ”
ReplyDeleteভালোবাসার জন্য পুড়ে সোনা ! তারপরে চলে যাবো ভগবান সমীপে -নতজানু আমি করজোড়ে মালা জপে প্রার্থনা " কর পূর্ণ, আলোকিত কর, মঙ্গল কর হে ভগবান!" এই কথা কোয়া অনেক কঠিন কবি। কবিতা লেখা যায় হয়তো বাস্তবে পোড়ার যন্ত্রনা কবিতায় লেখা যায় কি সুনিকেত চৌধুরী?
ReplyDeleteপদচিহ্ন বলাকার,মেঘ ঝরে পড়ে অশ্রু হয়ে বৃষ্টিস্নাত নির্মল সকালটা মিতালী নক্ষত্রের সাথে ! কবি আসবে আকাশ বাতাসের বাহনে চড়ে-হবে অদৃশ্য প্রেমিক। এই অনবদ্য কথা ,প্রত্যাশা , অভিপ্রায় বাকশক্তি আমরা পাই শুধু কবি সুনকেট চৌধুরীর কবিতায়। অনেক ভালোবাসা কবি। বারংবার আলোকরেখাকে ধব্যবাদ জানাই। আলোকরেখা না থাকলে আমরা কবি সুনিকেত কে পেতাম কি ?
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর লেখায় মনের কথা ও প্রত্যাশা পাইবলেই পাঠকের কাছে জনপ্রিয়। এই ধরণের আরো লেখা আশা করি। লেখক কে অনেক ভালোবাসা। পরবর্তী লেখার প্রতীক্ষায় থাকলাম।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর ভাগাভাগি!এই অনবদ্য কবিতা !নিঃস্বার্থ প্রেমিক মন ,প্রত্যাশা অভিপ্রায় আত্ম বিশ্লেষণ অধ্যাত্বিকতা মানে কবি সুনিকেত চৌধুরী।অনেক ভালোবাসা কবি। আলোকরেখাকে ধব্যবাদ জানাই।
ReplyDeleteতোমার যত লীলা দেখবো চেয়ে চেয়ে, জানবে তুমি
ReplyDeleteআমি জানি সব - আকুতি তোমার আর তোমার সমর্পণ !কবি বাস্তবে কেন কেউ বলে না ? কেন কেউ ভগবানের কাছে প্রার্থনা করে না আলোকিত কর, মঙ্গল কর