আজকের সন্ধ্যার সফল সভা !
- সুনিকেত চৌধুরী
সমাজের সবক'টা সমাজপতি সদ্যাগত সমুদয় সামগ্রীকে
স্বাগত জানালেন আজকের সন্ধ্যার সফল সভায়।
সভাপতি পরম তৃপ্তির ঢেকুর তুললেন এই বলে -
দুঃখের দিন শেষ হলো আজ থেকে আমাদের এই মহল্লায়
প্রাচীরের এই পাশে নগর তোরণ পেরিয়ে
দেবদারু গাছটার ছায়া যেখানে
সেখানে থামিয়ে দেয়া হবে যত অবিচার,
নিরাশা বহনকারী যত গাড়ী
নিরাপত্তা প্রহরী ঠেকিয়ে দেবে
এই তল্লাটে আসে যদি বেদনা পাচারকারী!
আলোকে করে দেয়া হবে কর মুক্ত,
ভালোবাসার ট্রাফিক লাইট অবমাননার শাস্তি হবে
আদরবিহীন সহস্র রাত্রি
অবহেলা নির্মূল অভিযান চলবে বাড়ী বাড়ী,
গাছতলার সকল বিদ্যাগৃহে
সকল শিশুদের প্রতিদিন অবহেলা নিরোধক
পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়া হবে!
বিকেন্দ্রীকরণ এর আওতায় আনা হবে
হাসি বিক্রির যত দোকান-পাট
গানের ওপর থেকে তুলে নেয়া হবে সকল নিষেধাজ্ঞা!
কবি সুনিকেত সত্যি একজন প্রতিভাবান কবি। কি চমৎকার লেখা। কবিতায় এমনটি খুব কমই লেখা যায়। আশা বাদের বিষয় দারুন উপমার ব্যবহার এই কবিতার মাধুর্য্য। অনেক ভালো থাকুন। ভালো লিখুন। আমার শুভাশীষ রইল।
ReplyDeleteকেবল ভাবছিলাম কবি শুনিকেটের আর একটা কবিতা কখন আসবে , বলতে বলতে এসে গেল আর একটি অপূর্ব সৃষ্টি "আজকের সন্ধ্যার সফল সভা" , কবিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
ReplyDelete"আজকের সন্ধ্যার সফল সভা" , কি অদ্ভুত কথামালা , মন জুড়িয়ে গেল। কবিকে অভিনন্দন। থামবেন্না যেন , খুব শিগ্গিরি ধেকতে চাই আর একটি কবিতা
ReplyDeleteআমি সকালেই উঠেই পত্রিকাগুলোর উপর চোখ বুলাই পেশাগত কারণে আর অনলাইন এ কোথায় কে কি লিখছে দেশি নাসাগর কারণে। আলোকরেখা এখন দ্বিতীয় চলে এসেছে। আজকের লেখাটা দারুন। আমি কবি সুনিকেত চৌধুরীকে সাধুবাদ জানাই সময়োযোগী ও অত্যন্ত আশা ব্যক্ত লেখার জন্য। আমরা বিশেষ করে তরুণ সমাজ হতাশায় ডুবে যাচ্ছে। সত্যি যদি এমনটি করা যেত। অনেক উপকৃত হতাম। আমি কবিতা বুঝি না কবির কাছে ক্ষমা চাচ্ছি এই বিষয়ে কথা বলা আমার জন্য ধৃষ্টতা হবে। অনেক শুভকামনা।
ReplyDeleteকবি শুনিকেতের "আজকের সন্ধ্যার সফল সভা" , কবিতাটি এত জলন্ত পড়লে মনে হয় আমিও যেন সেই সন্ধ্যার সভায় ছিলাম। চমত্কার। কবিকে ধন্যবাদ।
ReplyDeleteপ্রতিভাবান কবি সুনিকেত চৌধুরীর চমৎকার লেখা কবিতা আজকের সন্ধ্যার সফল সভা !। কবিতায় আশাবাদ দারুন! সময়োযোগী বিষয় উপমার ব্যবহার এই কবিতার সৌন্দর্য্য। আমি কবি সুনিকেত কে সাধুবাদ জানাই আশা ব্যক্ত লেখার জন্য। আমরা তরুণ সমাজ হতাশায় নিমগ্ন সত্যি যদি এমনটি করা যেত তাহলে অন্য পথ ধরতে হত না। এতো কবিতা!স্বপ্ন! তাও কবি কে জানাই সাধুনাদ ও শুচ্ছে এমন করে ভাবার জন্য।
ReplyDeleteআজ দিনটা ভালো যাবে। সকাল সকাল কবি শুনিকেতের চমত্কার কবিতা "আজকের সন্ধ্যার সফল সভা" পড়লাম। এমন আশাবাদী কবিতা দিয়ে দিনটা শুরু করতে পারলাম বলে কবিকে ধন্যবাদ
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর চমৎকার কবিতা আজকের সন্ধ্যার সফল সভা !। কবিতায় দারুন প্রত্যাশা ! কবিকে সাধুবাদ জানাই প্যানপ্যান প্রেম কবিতা নয় -আজকের সমস্যা নিয়ে লিখেছেন। তরুণ সমাজ হতাশায় নিমগ্ন সত্যি যদি এমন ব্যবস্থা থাকতো। আজীবন কবি বা সাহিত্যিকরা লিখেছে আর বৈজ্ঞানিকরা তা সম্ভব করেছেন। অনেক আশায় বুক বাঁধলাম কবির কবিতায়। এ যেন শুধু কবিতা ! অলীক স্বপ্ন ! না থাকে। একদিন এ সভা বসবে।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর অতি চমৎকার কবিতাখানি । কি দারুন প্রত্যাশা কবিতায়! আজগের সমস্যা তাই শুধু হতাশায়। সত্যি যদি এমন সভা হট কি ভালোই না হত। তবুও ভালো লাগচে- অনেক আশা কবির কবিতায়। এ যেন শুধু কবিতা পৃথিবীকে বদলে দেবে তাগিদ ! বড্ড ভালো ! ভাল থাকবেন ! অনেক শুভ কামনা !
ReplyDeleteকবি শুনিকেতের চমত্কার অপূর্ব কবিতা "আজকের সন্ধ্যার সফল সভা" আমাদের মতো যুবকদের মনে নুতন আশার আলো যোগাবে। এমন লেখা আলোকরেখাকে আলোকিত করে, কবিকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন
ReplyDeleteআজকের সন্ধ্যার সফল সভা কবিতাটি আমাদের মনে জাগায় নুতন আসার আলো. এই বিষণ্ণতার জগতে এমন ইতিবাচক কবিতা বিরল , তাই কবিকে জানাই ধন্যবাদ আর অভিনন্দন
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর চমৎকার কবিতা আজকের সন্ধ্যার সফল সভা !। কবিতায় দারুন প্রত্যাশা ! কবিকে সাধুবাদ জানাই! আজকের সমস্যা নিয়ে লিখেছেন। তরুণ সমাজ হতাশায় নিমগ্ন সত্যি যদি এমন ব্যবস্থা থাকতো। অনেক আশায় বুক বাঁধলাম কবির কবিতায়।এ যেন শুধু কবিতা ! একদিন এ সভা বসবে। ”
ReplyDelete" অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা
ReplyDeleteদেব তোমার এবারের জন্মদিনে !" কবি আমাকে চিন্তায় ফেলে দিলেন। ভাবছি কি দেব আমি আমার প্রমিকে। অপরূপ ভাবনা ,চমৎকার ভাষায় প্রকাশের জন্য কবি সুনিকেটকে অনেক আর ধন্যবাদ। আগামী কবিতার আশায় রইলাম