শপথনামা!
আশরাফ আলী
আমি তোমার নামে শপথ
লইয়া বলিতেছি
ভুলিবোনা তোমাকে
কোনোদিন !
আকাশের সবগুলি
তারা
মেঘের সবটুকু
বৃষ্টি
মাঠের সকল তৃণ
মৌমাছি সংগৃহীত
সকল রেণু
গোলাপের তাবৎ
সুঘ্রাণ
আর সকল সকালের
সুনিপুন নির্মলতা
নির্বাসিত হইলেও
আমি
মনে হয় এইতো
সেদিন
হয়েছিলো উচ্চারিত
এই শপথনামা!
অথচ দেখ,
আকাশের তারা,
মেঘ আর বৃষ্টি,
মাঠের তৃণ,
মৌমাছি আর রেণু,
গোলাপের সুবাস
সবই আছে!
আছে সকালের সেই
সুনিপুন নির্মলতাও
নির্বাসিত শুধু
তুমি!
http://www.alokrekha.com
কবি আশরাফ আলীর শপথনামা!কবিতাটা পরে বেশ ভাল লাগলো। সুন্দর সাবলীল ভাষায় প্রেমের শপথের কথা লিখেছেন। উপমা গুলো সত্যিই প্রশংসনীয়। শুভেচ্ছা কবিকে।
ReplyDeleteকবি আশরাফ আলীর শপথনামা! কবিতাটা পরে বেশ ভাল লাগলো। আমার কোন ধারণা ছিল না আশরাফ ভাই এত সুন্দর প্রেমের কবিতা লিখতে পারেন। অনাড়ম্বর কিন্তু হৃদয়গ্রাহী ভাষা! যথাযোগ্য উপমা !সত্যিই প্রশংসনীয়। শুভেচ্ছা কবি আশরাফ ভাইকে।
ReplyDeleteকবি আশরাফ আলীর শপথনামা! কবিতাটা ভারী রোমান্টিক। গোলাপের সুঘ্রাণ বা সকালের দীপ্ত আলো না থাকলেও প্রেমিকের এই শপথ "রহিব তোমারই চিরটাকাল" সত্যি নিদারুন।
ReplyDeleteসহজ, সরল ভাষা যে একটা কবিতা যে এত হৃদয়গ্রাহী হতে পারে কবি আশরাফ আলীর শপথনামা তার প্রমান। খুব ভালো লেগেছে, ভাষা, উপমা উপযুক্ত শব্দ প্রয়োগ সত্যিই প্রশংসনীয়। শুভেচ্ছা কবি। আলোকরেখার কাছে দাবি কবি আশরাফ আলীর কবিতা যেন নিয়মিত পাই।
ReplyDeleteকবি আশরাফ আলীর কবিতা শপথনামায় আমার নাম দিয়ে যে মন্তব্য করা হয়েছে তা আমার নয় । এমন রুচিহীন মন্তব্য যে আমার নয় তা আমার অন্যান্ন লেখা পড়লেই প্রতীয়মান। আমার নাম ব্যবহার করে যে বা যাহারা এই মন্তব্য করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। শপথনামা খুবই চমৎকার শব্দ চয়ন, ভাষা শৈলী ও সুগভীর প্রেমনিষ্ঠ, অনুরত ও নৈষ্ঠিক রোমান্টিক কবিতা । কবি আশরাফ আলীর লেখা গুণমান, উত্কর্ষ, দক্ষতাপূর্ণ ও মানসম্পন্ন । আমি কবির লেখক জীবনের উন্নতি কামনা করি।আলোকরেখায় লেখার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা কবিকে।
ReplyDeleteসানজিদা রুমির কাছে এ ধনের মন্তব্য কাম্য নয়। এটা কেন উনি করেছেন জানি না এখন অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন। সততা কি খুব কঠিন সানজিদা রুমি ?
ReplyDeleteসানজিদা রুমির ওই মন্তব্যে আমিও অবাক হয়েছিলাম। এখন দেখছি আলোকরেখার নিশ্চয় ভালো চান না তারাই একাজ করেন। খুব-ই নিন্দনীয় কাজ।
ReplyDeleteসানজিদা রুমির সাথে আমরা এক মত ওই মন্তব্য তাঁর হতে পারে না। আর যারা বিশ্বাস করে না তারা বেনামিতে না লিখে সৎ সাহস থাকলে সরাসরি নাম দিয়েই লিখেন। আমরাও মনে করি আলোকরেখার নিশ্চয় ভালো চান না তারাই একাজ করেন। খুব নিন্দনীয় ও গর্হিত কাজ।
ReplyDeleteসানজিদা রুমির সম্পর্কে এই ধরনের মন্তব্য মোটেও কাম্য না। যারা পেছনে থেকে নিজের নাম গোপন করে কথা বলে সৎ সাহস তাদেরই নেই। তারা খুব নিন্দনীয় ও গর্হিত।
ReplyDeleteআমরাও মনে করি আলোকরেখার নিশ্চয় ভালো চান না তারাই সানজিদা রুমির সম্পকে এসব কথা লিখছেন। পৃথিবীর সব সুন্দর জিনিসের বিনাশের প্রচেষ্টা খুব স্বাভাবিক। কিন্তু কোন দুষ্ট প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয় না
ReplyDeleteসানজিদা রুমির সম্পর্কে এই ধরনের মন্তব্যের এতো তাবেদারী কারণ বুঝতে পারছি না। এটাও মোটেও কাম্য না। ওনার যদি আশরাফ আলীর কবিতা পরে প্রেমে পড়তে ইচ্ছা করে। করতেই পারে ওইরকম সুদর্শন কবি। কিন্তু উনি কেন মেনে নিচ্ছেন না। কিসের এতো রাখঢাক ?
ReplyDeleteআলকরেখার জন্যে ভালবাসা ঠিক আছে কিন্তু এটা কি ভালবাসার মাধ্যম? সানজিদা রুমি ও কবি আশারফ আলীর প্রতি দুর্বর্লতা থাকতেই পারে'! কিন্তু জাহির করার প্রযোজন কি?
ReplyDeleteসানজিদা রুমির অমন মায়াময় হরিণ নয়নি, সুচিত্রা সেনের হাসি ও মিষ্টি মুখের জন্য শুধু শপথ করা কেন জীবনপণ করা যায়। এখানে কবি নিরুপায়।
ReplyDeleteসিনেমায় ও স্ক্রিনের প্রেম অফ স্ক্রিনেও দেখা যায়। আলোকরেখায় সুন্দরী সানজিদা রুমির জন্য কবির শপথনাম। কবি আশরাফ আলীর কাছে আবেদন - আরো কিছু কবিতা চাই। একটা কবিতা যে কতবার পড়লাম। মনের সব কথা বলে ফেলেন এই সময়। আপনাদের জন্য শুভ কামনা।
ReplyDeleteদখিনা ফোঁটায় যখন ফুলের বনে মঞ্জুরী তোমার কথাই বলে যেন গুঞ্জরী আকাশের তারা, মেঘ আর বৃষ্টি,মাঠের তৃণ, মৌমাছি গোলাপের সুবাস আর রেণু, ভ্রমরা উড়ে এসে মুখে বসে কি ছল করি ফুলের পরাগরেনু ভেবে ভুল করি? হৃদয় তোমার দিবে গো শপথ করে বলো সে কথা না হায়
ReplyDeleteরূপ দেখে বলবো কী ভাষা খুজে পাই না চাঁদ যদি আলোকরেখায় থাকে আকাশের চাঁদ চাই না-আখি দুটি অঞ্জন অঞ্জন মুখে মাখা চন্দন চন্দন অঞ্জনে চন্দনে পাগল করেছে এই মন-
ReplyDeleteনির্বাসনটি তো সাময়িক, হৃদয়ে সদাবিরাজমান যিনি তিনি নিরবাসিত হন কিভাবে, কবি সুনিকেত? ওখানেও ঝড় সমমাত্রায় বইছে। একবার শুধিয়ে দেখুন।
ReplyDelete---অনিকেত অনিরুদ্ধ
কবি আশরাফ আলীর "শপথনামা" কবিতাটি পড়লাম , ছোট কবিতা হিসেবে ভালোই। অনেক দিন এই কবির কবিতা দেখছি না। কবির জন্নো অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবি আশ্রাফআলীর "শপথনামা" কবিতাটি পড়লাম , খারাপ না , চলে। ঠিক এমন একটা কবিতা কোথায় যেন দেখেছি।
ReplyDelete