তোমার জন্যে
ধ্রূব--জ্যোতি
তোমাকে ছুঁতে চাই -
বাতাস যেমন ছোঁয়
ফুলের পাপড়িকে--
অথবা শিশির কণা হয়ে
ফোঁটায় ফোঁটায় পড়ি তোমার অধরে ।
তোমার হৃদয়ে শুড়শুড়ি দিতে চাই
দূর মাঠের কোনো প্রজাতির
পাখা ঝাপ্টার মতো!
বৃষ্টি ভেজা বাতাসে গন্ধ নিয়ে হঠাৎ তুমি এলে
সদ্য ফোটা রজনীগন্ধা হাতে
উষ্ণ হৃদয় অপলক চোখে
দেখি তোমায়
আর মুগ্ধ হই আমার প্রেমের মায়ায়।
আমি বাঁচি
তোমাকে পাবার জন্যে
মরতে পারি হাজার মরণ
উঠতে পারি চিতায়
সতী হয়ে ।
"আমি বাঁচি তোমাকে পাবার জন্যে মরতে পারি হাজার মরণ উঠতে পারি চিতায় সতী হয়ে" কয়েকটা শব্দে ভালোবাসার এমন নিগূঢ়তা সত্যি প্রসংসার যোগ্য। আলোকরেখায় সুস্বাগতম কবি ধ্রূব জ্যোতি । আলোকরেখা আমাদের খুব পছন্দের জায়গা। যেখানে আমাদের মন মেধা ও প্রজ্ঞা আলোকিত হয়।
ReplyDelete