বিষণ্ণ বিলাস
-সুনিকেত চৌধুরী
বিষন্নতাকে বৈভব মেনে বিলাসী হয়োনা মন আমার
কতকাল তোমার সাথে বসত আমার
হরিহর আত্মা যেন আমরা দুজন!
কতবার নিয়েছো সাথে সে বিষন্নভূমে
বলেছো, "এস, সযতনে রাখবো তোমায়!"
উজ্জ্বল দিনের শেষে সব বাতি নিভে গেলে
নিকষ কালো অন্ধকারে কেলি করবে বলে
তোমার মেহিনী হাসি প্রলুব্ধ করেছে
তারপরে অবগাহন বিষন্ন সমুদ্রের হীম শীতল জলে।
এর পরে দূর থেকে মা' আমার ডাকলো যখন
"আয় ফিরে আয় খোকা আমার!"
খুঁজে দেখি পারিনা ছুঁতে মায়ের আঁচল আর
শক্ত এমন যে তোমার বাঁধন !
এর পরে থাকেনি আর কোনো পর
থাকেনি তো আর কোন উজ্জ্বল দিন
ছিলো শুধু বিরামহীন বিষণ্ণ বিলাস!
http://www.alokrekha.com
বিষণ্ণতা বিলাশ নয় একটি ভয়ংকর অসুখ ! কবি সুনিকেত চৗধুরীকে অনেক ধন্যবাদ এমন একর্টি বিষযের উপর কবিতা লেখার্ জন্য!
ReplyDeleteবিষণ্ণতা বিলাশিতা তো নয়ই ! অন্ধকার কুপ ! কবি সুনিকেত চৗধুরীকে অনেক ধন্যবাদ এমন একর্টি বিষযের উপর কবিতা লেখার্ জন্য! কবিতার লেখনী বা শব্দ ছন্দ মিলিয়ে এক ঘুরুত্বপূর্ণ বার্তা বাহ্ক কবিতা!
ReplyDeleteবিষণ্ণতা বিলা !কবি সুনিকেত চৗধুরীকে অনেক ধন্যবাদ এমন একর্টি বিষযের উপর কবিতা লেখার্ জন্য!আজ বিষণ্ণতা ঘরে ঘরে ! ড্রাগের পরেই বিষণ্ণতা!"
ReplyDeleteঅক্টাপাসের মত বিষন্নতা আমাদের অষ্টপাষ্টে চেঁপে ধরেছে ! কবি সুনিকেত চৗধুরীকে অনেক ধন্যবাদ এমন একর্টি বিষযের উপর কবিতা লেখার জন্য!এর সামাধান দেবার জন্যও!" অনুপ সেন
ReplyDeleteবিষণ্ণতা আয়েস, জাঁকজমক নয়! বিষণ্ণতার ইন্দ্রজাল,আকর্ষণীয়তার ফাঁদে জড়িয়ে নিক্ষিপ্ত হয় অন্ধকার কুপে ! সেখান থেকে বেরিয়ে আশা অনেক কষ্ট। এমন একর্টি বিষযের উপর কবিতা লেখার্ জন্য কবি সুনিকেত চৗধুরীকে অনেক ধন্যবাদ !
ReplyDeleteকবি সুনিকেত চৗধুরীকে অনেক ধন্যবাদ ! এমন একর্টি বিষযের উপর কবিতা লেখার্ জন্য বিষণ্ণ বিলাস কবিতা মনটা বিষণ্ণ দিল। দারুন উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু জীবন বোধের প্রকাশ ও অভিব্যক্তিএই কবিতা ।অপূর্ব !বরাবরের মতোই ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteবিষণ্ণতা অনেক বড় একটা সামাজিক সমস্যা -এটা ব্যক্তিগত নয়! বিষণ্ণতার ইন্দ্রজাল জড়িয়ে যাচ্ছে অন্ধকার ভুবনে। ! সেখান থেকে বেরিয়ে আশা অনেক কষ্ট। এমন একর্টি বিষযের উপর সোচ্চার হতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করার জন্য আলোকরেখাকে জন্য কবি সুনিকেত চৌধুরীর কবিতা মাধ্যমে সচেতনার অনেক ধন্যবাদ ! দারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ। অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDelete