কোথায় কবে সে সব হারিয়ে গেলো
সানজিদা রুমি
জানি
না, জানি না কোথায় কবে সে সব হারিয়ে গেলো.....
পলকে
খণ্ডিত বিচ্ছিন্ন স্বপ্ন অভিসিঁচন অবারিত অবগাহন জলে-
পুলক
ছিল হাতের মুঠোয়ে ঢেউয়ের মত বালুকা বেলায় মিলিয়ে গেল।
সে গলির মোড় যেথায় আমার জীবন ছিল ,আজ আমি সেখানে বিসৃত
মনের
বসত-এ কারো বাস ছিলো শুন্য সে ঘর এখন পতিত।
যাবার
বেলায় সব কিছূ লুট করে নিয়ে গেল সেজন
সকল
নিয়ন্ত্রণ জলাঞ্জলি দিয়ে পড়ে ছিলাম কেবল সেই জনের আশায়
অবিচ্ছেদ
আকাঙ্ক্ষার ভেজা রাতের চাদর গায়ে কেবলি জল্পনায়,
কাঁদা জলে গড়ে প্রতিমা বিমূর্ত আঙ্গুলের নিপুণ সোহাগে
আসন্ন
বহ্নি ঝড় চোখে-, তপ্ত নিঃশ্বাস বুকে
পরম আবেগে
কেমন
বৈদ্যুতিক টানে আধো ঘুমে ওষ্ঠপুটে চুম্বন
গাঁথা
সঙ্গোপন
সঙ্গমে কাঁদামাটী দেহের আত্ম সমর্পণ।
কপাট
পেরিয়ে ভেসে আসে অবাধ্য তাড়নাজাত শীৎকারের
সুর
ওটা
ছিলো আমাদের জীবন যেন মৃত্তিকার অবারিত অবগাহন জলে
জানি
না, জানি না কোথায় সে সব হারিয়ে গেলো।
সকল
নিয়ন্ত্রণ জলাঞ্জলি দিয়ে পড়ে ছিলাম কেবল সেই জনের আশায়
অবিচ্ছেদ
আকাঙ্ক্ষার ভেজা রাতের চাদর গায়ে কেবলি জল্পনায়,
কাঁদা জলে গড়ে প্রতিমা বিমূর্ত আঙ্গুলের নিপুণ সোহাগে
আসন্ন
বহ্নি ঝড় চোখে-, তপ্ত নিঃশ্বাস বুকে
পরম আবেগে
কেমন
বৈদ্যুতিক টানে আধো ঘুমে ওষ্ঠপুটে গাঁথা
চুম্বন
সঙ্গোপন
সঙ্গমে কাঁদামাটী দেহের আত্ম সমর্পণ।
চিকণ
আভার পিদিমের সাথে জ্বলে জেগে থাকা মানব শরীর
কপাট
পেরিয়ে ভেসে আসে অবাধ্য তাড়নাজাত শীৎকারের সুর।
ওটা
ছিলো আমাদের জীবন যেন মৃত্তিকার অবারিত অবগাহন জলে
সেই
সুখ, সেই প্রেম জানি না, জানি না কোথায় হারিয়ে গেলো ...
বর্ণিল
সাপের শীতল মনের ইচ্ছায় বড়শির শিকারি
মন্ত্র ছলাকলা
মাছেদের
জলকেলি হাওড়ের কলঙ্ক গোপন তোমার দেহলীলা।
ঘুম
ভাঙ্গতেই দেখি কাঁদে বালিশের পাশে শুয়ে
থাকা শোক
বুকের
অলিন্দে এঁটে বসে ছাইরঙা কষ্ট ঝাপসা হীম
চোখ।
হলুদ
ঝরা পাতারা বসেছিলো ঠায়, নির্বাক
নির্বিকার
দেখছিলো
পড়ন্ত সূর্যের বেলা গাছ হয়ে দাঁড়িয়ে থাকার।
স্মৃতির
পটে সেই সব মুহূর্ত সেই সব ক্ষন
ক্ষতবিক্ষত
বিরহ বিধুর কি ভীষণ কঠিন দিন ।
ওটা
ছিলো আমাদের জীবন যেন মৃত্তিকার অবারিত অবগাহন জলে
সেই
সুখ, সেই প্রেম জানি না, জানি না কোথায় কবে হারিয়ে গেলো…….
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
http://www.alokrekha.com
সানজিদা রুমীর সব লেখায় আমরা পড়ি -লেখক হিসাবে আগেও বহুবার প্রশংসিত হয়েছেন। কিন্তু কবিতা যে এত ভালো লেখেন তা জানা ছিল না। "জানি না, জানি না কোথায় কবে সে সব হারিয়ে গেলো" কথা এতো এতো সত্য। যখন মুহূর্তগুলো হারায় ঢেউয়ের মত মিলিয়ে যায় বালুকা বেলায় -সব বিস্মৃত হয় শুধু কোস্ট ছাড়া। দারুন সহজ ভাবে এই কবিতায় উঠে এসেছে । অনেক সাধুবাদ সানজিদা রুমি। ভালো থাকুন্! ভালো লিখুন। #পাঠক #আলোকরেখা
ReplyDeleteসানজিদা রুমীর সব লেখায় আমরা পড়ি -লেখক হিসাবে আগেও বহুবার প্রশংসিত হয়েছেন। কিন্তু কবিতা যে এত ভালো লেখেন তা জানা ছিল না। "জানি না, জানি না কোথায় কবে সে সব হারিয়ে গেলো" কথা এতো এতো সত্য। যখন মুহূর্তগুলো হারায় ঢেউয়ের মত মিলিয়ে যায় বালুকা বেলায় -সব বিস্মৃত হয় শুধু কোস্ট ছাড়া। দারুন সহজ ভাবে এই কবিতায় উঠে এসেছে । অনেক সাধুবাদ সানজিদা রুমি। ভালো থাকুন্! ভালো লিখুন।
ReplyDeleteসানজিদা রুমীর লেখা আমার সব সময় অনেক প্রিয়। ওনার "সংসার সমুদ্র" কবিতার বইয়ের প্রতিটা কবিতা আমাকে কাঁদিয়েছিল। ওনার সব লেখা সত্য জীবনের কাছাকাছি। বিমূর্ত নয়। তাই তা এতো জনপ্রিয়। অনেক ভালোবাসা!
ReplyDeleteআমারও সানজিদা রুমীর লেখা অনেক প্রিয়। ওনার শেরেবাংলা স্বর্ণ পদক প্রাপ্ত "সংসার সমুদ্র" কবিতার বইয়ের প্রতিটা কবিতা অনেক হৃদয়গাহী। আমার এই বইটির উপর সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের রিভিউ পড়ার সৌভাগ্য হয়েছিল--- "এক কথায় দারুন! জীবনের কথা -ভাষা বা শব্দের খেলা নয় জীবনের প্রতিচ্ছবি " ! সত্য জীবনের কাছাকাছি সানজিদা রুমীর লেখা। বিমূর্ত নয়। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকোথায় কবে সে সব হারিয়ে গেল , অসাধারন লেখা , সানজিদা রুমিকে অভিনন্দন
ReplyDeleteকোথায় কবে সে সব হারিয়ে গেল , আমাকে বড্ড ভাবিয়ে তুলেছে। খুব ইমোশনাল হয়ে ড যাচ্ছি
ReplyDeleteআলোকরেখা ইদানিং বেশ জমে উঠেছে , খুব ভালো ভালো লেখা আসছে , আশা করি এমনটাই চলবে
ReplyDeleteসানজিদা রুমীর লেখা আমার সব সময় অনেক প্রিয়।কোথায় কবে সে সব হারিয়ে গেল , সহজ ভাব কবিতা অসাধারন লেখা- সানজিদা রুমিকে অভিনন্দন .
ReplyDelete