আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও একান্ত ব্যক্তিগত ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    একান্ত ব্যক্তিগত



    একান্ত ব্যক্তিগত

    মেহরাব রহমান  

    আমার অনুচিন্তনে অনুক্ষণ 
    নিমগ্ন আরাধনা তুমি।
    আনন্দ অবগাহন প্রতিদিন ;
    নীলবসনা জোস্ননা প্লাবন
      

    হে আমার নীলাভ রাত্রির অরণ্য ;
    সুখতমা, চিন্ময়ী তিলোত্তমা 
    ক্ষমা করো এক বিলাসী পুরুষের
    বিমর্ষতা,এক কৃষ্ণ অন্ধকার
    জানি আমি তোমার ভিতরে বাহিরে
    পলে পেলে জমেছে যুগান্তরের ধুলোবালি  ;
    নুতন -পুরাতন অভিমান
    পাহাড় সমান   
     

     হে আমার চির নবীনা
    নতজানু প্রার্থনা তোমার কাছে
    ক্ষমহে মোর দীনতা  
    রোমাঞ্চ রমণী আমার ;
    ভুলে যাও ক্রোধকণ্ঠ
    ভুল শব্দাবলী
    দয়া করো দয়া করো হে
    পাঠ করো পবিত্র অভ্যন্তর,
    রাশিরাশি রংধনু রং
    ঘরের ভিতর ঘর
    তার অতল তলে
    গোপন সিন্দুকে আঁটা
    গোলাবী রঙের গোলাপমহল  
    কাঁটা নয়, শুধু ভালোবাসো
    গোলাপের মৌ মৌ সৌরভ  

     

    প্রিয়তমা হে, তোমাকে বিনম্র  অভিবাদন   
    আনত অভিনন্দন তোমাকে।
    হে সুন্দরীতমা, আনন্দতমা
    ভুলে যাও সব অবহেলা সব যন্ত্রনা
    কেবল মনে রাখো পূজার অর্ঘ্য, উপঢৌকন
    অবচেতনে পাঠ করো 
    আমার জয়তুন-জপমালা;  


    ওগো সুন্দরী
    মনেকি পড়ে
    হঠাৎ আগুন চুম্বন,
    চুক্তিহীন ভূমিকম্প প্রেম
     ঝড়ের রাত
    নিবুনিবু-বাতি-অন্ধকার
    অবাক আনন্দ এক ;
     রবিশঙ্করেরে অনিন্দ সেতারে ঝঙ্কার
    উন্মাতাল ঝড় ওঠে
     শুষে নেয় তোমার
    একান্ত আমি থেকে
    বিস্তর আকাঙ্খা
    যেনবা আকণ্ঠ হৃদয় পান।   
      

    জানো তুমি জানি আমি 
    এই বাড়ি এই সং- সংসার
    ছুটির দিনের সকালের
    তোমাকে আঁকড়ে ধরে
    পড়ে পড়ে ঘুম
    দারুন খরায় পোড় খাওয়া দুপুরের
    ঝাঁ ঝাঁ রদ্দুর
    বৃষ্টিভেজা সোনালী বিকেল কিংবা
    এক কাপ অপূর্ব সন্ধ্যার জলে
    ডোবানো মচমচে জাদুকরি- টোস্ট 
    কেবল তোমারি আরাধনায়
    চাঁদ পূর্ণীমার এক বিমূর্ত রাত্রি
    এইযে যাপিত জীবন
    শেষমেষ স্বপ্নঘরে ঘুমাবে অন্তহীন   

    http://www.alokrekha.com

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ