সম্ভাবনার নামকরন !
- সুনিকেত চৌধুরী
"সম্ভাবনা" র নামকরণের আলোচনা সভায়সভাপতি ছিলোনা কোনো
আলোচনা তবু সুশৃঙ্খল শ্রেণীবদ্ধ তবে সীমিত
বক্তারা বাঙময় বলিষ্ঠ বাচনিক ।
"সীমিত" কিংবা "আংশিক" অথবা "প্রচুর"
প্রস্তাবিত সকল নামের বিশ্লেষণ চুলচেরা
আর ঘরে ফেরা পাখীদের নিয়ে বিবিধ বিতর্ক
চলে ফজরের আজান অবধি।
ক্লান্ত চোখ ঘুমে ঢুলু ঢুলু
তাড়া নেই তবু সম্ভাবনার সঠিক নামকরণের !
এই করে সূর্যোদয় হয়ে যায় দ্বিপ্রহর
শুরু বিনা সম্ভাবনার বেড়ে ওঠা হবে না তো অতঃপর
অতএব এইবেলা শেষবেলা সিদ্ধান্ত সর্বসম্মত
"অমিত" হবে আজিকার সমস্ত সম্ভাবনার নাম!
ইচ্ছে পাখী
- সুনিকেত চৌধুরী
ইচ্ছে করে ইচ্ছে পাখীটার সাথে একটা একান্ত মিটিং করি
ওকে বলি, এই যে তোমার যখন ইচ্ছে আসা আর যখন ইচ্ছে যাওয়া -
এটা তোমায় থামাতে হবে !
আমার ঘরের ভেতর বাহির এলোমেলো
তোমার ইচ্ছের পালক জমে জমে !
তোমায় এবার থামতে হবে
নইলে আমি মরেই যাবো !
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরীর দুই মিটিং ! একেবারে অন্য ধাঁচের কবিতা। দুটি কবিতার লেখনী শৈলী ও বিষয়বস্তু প্রশংসনীয়। উত্তর উত্তর কবি সুনিকেত চৌধুরীর লেখার গভীরতা ও শব্দের খেলার যঁতৰণ পলক্ষিত হচ্ছে। আমি তার লেখার পথ আরো সম্মৃদ্ধ হোক এই কামনা করি। ধন্যবাদ আলোকরেখা ও কবি সুনিকেত চৌধুরী।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর দুই মিটিং ! কি অপর্ব কবিতা কতবার যে পড়লাম তাও মন ভরে না। একেবারে অন্য রকম কবিতা। বিষয়বস্তু ভাব ও শব্দ চয়ন এসব নিয়ে আজ আর নাই বললাম। বরাবরতো এগুলো নিয়েই বলি। আজ শুধু কবিতা আর কবিতা। অনেক ধন্যবাদ কবি। ভালো থেকো!
ReplyDeleteসুনিকেত চৌধুরীর দুই মিটিং !উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু জীবনবোধের প্রকাশ ও অভিব্যক্তি ! অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য কবিতা। আলোকরেখাকে অনেক ধন্যবাদ ও সুনিকেত চৌধুরী শুভেচ্ছা ।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর দুই মিটিং ! অপর্ব কবিতা ! মনটা ভরে গেল । একেবারে অন্য রকম কবিতা। বিষয়বস্তু ভাব ও শব্দ চয়ন অনবদ্য । অনেক ধন্যবাদ কবি।কবিতার লেখনী শৈলী ও প্রশংসনীয়। না করি। ধন্যবাদ আলোকরেখা ও কবি সুনিকেত চৌধুরী।
ReplyDelete