হলুদ দুঃখের মতো জোনাকিরা
আনিনা তাহিন নেভিলা
হলুদ দুঃখের মতো জোনাকিরা
পাখা মেলে স্থির - এতিম কবর নিঃশব্দ মাঠে।
দু’কাঁধের পাশে ছুটে চলা-
সমানুপাত জেব্রাক্রসিং, সসীম হিসেবের পথে।
বিয়োগের কাটাকাটি দাগে, চোখের মতো দাঁড়ায়-
সেই একই দিকে হাত বাড়িয়ে বসে-
যতসব গতকাল। অধিক কিছু ফাঁপা হয়ে,
দুলে উঠে জলজ আর্তির ভারে, ঠিক কিনারে।
কোন্ আদি গর্ভ দেবে- ক্ষুধাতুর হাঁড়ে রক্তকমল!
কি করে বলি! ভয়ার্ত এইসব দিনে-
আধখানা রাতের মতো পঙ্কিল ঘন সময়ের খাঁজে
আমাদের নিদ্রাহীন চোখ লেখা হয়ে বাজে।
জলের ছাঁটের স্বাদে- আকাশের নোনা নদে-
বিকেলের মুখে ছাই ঘঁষে যায়-আদতে জানায়-
বেঁচে থাকার আনন্দও রাত রঙ হয়!
আমাদের বিয়োগের ভয়-
নিয়মের অধিকার ভালোবেসে, পারাবত আকাঙ্ক্ষায়-
জননীর মতো- ঘুম ডাকে এসে।
আজ বেশ কিছুদিন বাদে কবিতা পেলাম। কবির লেখা এত অপূর্ব অনবদ্য।হৃদয়য়ের প্রতিটি অলিন্দে স্পর্শ করে । যেমন কথা তেমনি তার ভাব অমনি শব্দ চয়ন।সব কবিতার বিশয়বস্তু ভিন্ন। হলুদ দুঃখের মতো জোনাকিরা-আনিনা তাহিন নেভিলা আরেকটি অনন্য কবিতা! ভালোবাসা কবি ।
ReplyDelete