সূর্য্য-সাক্ষী!
- আশরাফ
আলী
লাল
সূর্য্যটাকে সাক্ষী রেখে শপথ তো
নিয়েছো অনেক
আজ দিন শেষে অস্তগামী
যখন ওই সূর্য্যটা
শপথের
উত্তাপ কেন হারায় তবে?
কেন
তোমার আলিঙ্গনে অপপলুত আর হয়না হৃদয়
উন্মিলিত
হয় না কেন ভালোলাগার
কোষ সকল?
কেন
যেতে হয় সাক্ষীর বাড়ী
নতুন
দিনের সূর্য্য ওঠার?
বন্ধ
হোক এ প্রহসন, এ
নাটক
নেমে
আসো মঞ্চ থেকে দাঁড়াও
এসে দর্শকের সারিতে।
মিশে
দেখ মাঠে দাঁড়ানো অবহেলিত
ভগ্ন -হৃদয়
শত শত জীবমৃত পুতুলের সাথে।
শত শত জীবমৃত পুতুলের সাথে।
http://www.alokrekha.com
আশরাফ আলীর - সূর্য্য-সাক্ষী! আলোকরেখায় প্রকাশিত কবিতার মধ্যে বিশেষত্ব দাবিদার। কবি আশরাফ আলী শুধু ছন্দবদ্ধ শব্দ ও কঠিন বাক্য প্রয়োগে ভাল কবিতা লেখেন না দৃঢ় বিষয় বস্তু আর সুনির্দিষ্ট জোরাল বার্তা কবি আশরাফ আলীর কবিতায় বিদ্যমান । সত্যি কবি প্রশংসার যোগ্য ।
ReplyDeleteআশরাফ আলীর- সূর্য্য-সাক্ষী! ভিন্ন মানের কবিতা যা গতানুগতিক নয়। কবি আশরাফ আলীর কবিতায় বরাবরই ছন্দবদ্ধ,সঠিক শব্দচয়ন ,দৃঢ় বিষয় বস্তু আর শক্তিধর বার্তা পাই। সত্যি কবি আশরাফ আলী প্রশংসার যোগ্য ।
ReplyDeleteআশরাফ আলীর-সূর্য্য-সাক্ষী!অনবদ্য একটি কবিতা ।দারুন ভাব ও বিষয় প্রশংসনীয়। লাল সূর্য্যটাকে সাক্ষী রেখে শপথ তো নিয়েছো অনেক আজ দিন শেষে অস্তগামী যখন ওই সূর্য্যটা শপথের উত্তাপ কেন হারায় তবে? কথাটি কি সত্য । খুব ভাল লাগলো ।কবিকে অনেক শুভেচ্ছা জানাই ।
ReplyDeleteকবি আশরাফ আলীর কবিতায় বরাবরই পাই ছন্দবদ্ধ, সঠিক শব্দচয়ন,দৃঢ় বিষয় বস্তু আর শক্তিধর বার্তা ।আশরাফ আলীর -সূর্য্য-সাক্ষী!ভিন্ন মানের কবিতা।সত্যি কবি আশরাফ আলী প্রশংসার যোগ্য।
ReplyDeleteআশরাফ আলীর-সূর্য্য-সাক্ষী!অনবদ্য ও অনিন্দ্য একটি কবিতা। অপূর্ব অনুরঁজন ভাব প্রশংসনীয়। কেন যেতে হয় সাক্ষীর বাড়ী কেন নতুন করে অপেক্ষায় থাকা নতুন দিনের সূর্য্য ওঠার? বন্ধ হোক এ প্রহসন, এ নাটক নেমে আসো মঞ্চ থেকে দাঁড়াও এসে দর্শকের সারিতে। আসলেও বন্ধ হোক এ প্রহসন ,আমাদের এখন দর্শকের সারিতে দাঁড়াতে হবে। খুব ভাল লাগলো । কবিকে অনেক শুভেচ্ছা জানাই ।
ReplyDelete