এটাই আমার ধর্ম
রত্নাবলী দত্ত
ভীষন গরম পড়েছিল
তাই কিছুই লিখে উঠতে পারিনি,আর তা ছাড়াও কি সব ভাইরাসের কারনে ডেক্সটপ খুলতে সাহস হচ্ছিলো
না। আজ একটু গরম কম পড়েছে ,তাই বসেছি। আমি বেশীরভাগ সময় ট্যাব ব্যাবহার করি ,ওতে বাংলা
লিখতে পারি না। জানি না তুমি কি ভাবে আমার এই লেখা তোমার পেজ এ নেবে- আসলে অনেক খুঁজেও
আমি ভেবে পেলাম না কোথায় লিখব। তুমি আমাকে ধর্ম নিয়ে লিখতে বলেছো -আমার ধর্ম নিয়ে কোনও
দূর্বলতা নেই।
আমার স্থির বিশ্বাস কোনও ধর্ম মন্দির,মসজিদ,বা চার্চে বিরাজমান নয়। ভক্তি বিশ্বাস সবকিছ নিজের অন্তরে,আমি ঠাকুরের সামনে বসে মন্ত্র পড়ার থেকে নিজ
কর্মে বিশ্বাসী।আর এও বিশ্বাস করি পরম- পিতা যিনি আমাদের সৃষ্টি করেছেন -বাঁচিয়ে রেখেছেন
তিনিও কর্মে বিশ্বাস রাখেন।
আমার কাছে সেই সব মানুষ পূজণীয় যারা নিত্য আমাদের বেঁচে
থাকার রসদ যুগিয়ে যাচ্ছেন। তিনি কিসান হোন বা শ্রমিক। ধর্মের বড় বড় নেতারা মান্যতা
পাবার জন্য মানুষকে ভয় দেখিয়ে ধর্ম বিশ্বাস করতে শিখিয়েছে।
আমি বিশ্বাস করি ঈশ্বর সর্বদা আমার সাথে আছেন, বিপদে সঠিক পথ গ্রহন করার বুদ্ধি দিচ্ছেন।সৎকার্য,সৎচিন্তা,সৎকর্মই আমার ধর্ম।আমার বয়স প্রায় ৭০ বছর, আজ পর্যন্ত আমি কোনও অন্যাই কাজ করিনি,কাওকে দুঃখ দিইনি,আমি এই পৃথিবীর সমগ্র মনুষ্য জাতি ও জীব জন্তুদের ভালবাসি।এটাই আমার ধর্ম।
আমি বিশ্বাস করি ঈশ্বর সর্বদা আমার সাথে আছেন, বিপদে সঠিক পথ গ্রহন করার বুদ্ধি দিচ্ছেন।সৎকার্য,সৎচিন্তা,সৎকর্মই আমার ধর্ম।আমার বয়স প্রায় ৭০ বছর, আজ পর্যন্ত আমি কোনও অন্যাই কাজ করিনি,কাওকে দুঃখ দিইনি,আমি এই পৃথিবীর সমগ্র মনুষ্য জাতি ও জীব জন্তুদের ভালবাসি।এটাই আমার ধর্ম।
http://www.alokrekha.com
এমন একর্টি বিষযের উপর লেখার্ জন্য। ধর্ম ?"পৃথিবীর সমগ্র মনুষ্য জাতি ও জীব জন্তুদের ভালবাসি।এটাই আমার ধর্ম।" কি দারুন উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু জীবন বোধের প্রকাশ ও অভিব্যক্তিএই কবিতা ।অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক লেখা আলোকরেখাকে ও রত্নাবলী দত্ত অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
ReplyDeleteএমন একর্টি বিষযের উপর লেখার্ জন্য রত্নাবলী।”পৃথিবীর সমগ্র মনুষ্য জাতি ও জীব জন্তুদের ভালবাসি।এটাই আমার ধর্ম।" কি দারুন উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু জীবন বোধের প্রকাশ ও অভিব্যক্তি । অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক লেখা ।
ReplyDeleteরত্নাবলী কি দারুন বলেছো ভাই ”পৃথিবীর সমগ্র মনুষ্য জাতি ও জীব জন্তুদের ভালবাসি। এটাই আমার ধর্ম।" জীবন ও ধর্ম বোধের প্রকাশ ও অভিব্যক্তি মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক লেখা। আজ থেকে এটাই আমাদের ধর্মের স্লোগান। অনেক ধন্যবাদ আলোকরেখাকে।
ReplyDeleteএমন একর্টি বিষযের উপর লেখার্ জন্য কি দারুন উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু জীবন বোধের প্রকাশ ও অভিব্যক্তি । অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক লেখা । আলোকরেখাকে ও রত্নাবলী দত্ত অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । অনেক ধন্যবাদ !
ReplyDeleteএটাই আমার ধর্ম-দারুন উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু জীবন ও ধর্ম বোধের প্রকাশ ও অভিব্যক্তি । অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক লেখা। আলোকরেখাকে ও রত্নাবলী দত্ত অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDelete