আশা ছিল তুমি
শতায়ু হবে !
-
আশরাফ আলী।
মানুষটির প্রতি
প্রচন্ড রকম একটা শ্রদ্ধা নিয়ে বেড়ে উঠেছি বলে তার অন্তর্ধানে একটা কষ্ট ছিল!গত বছর জুনের ৩ তারিখে পৃথিবীর সবাই বিমর্ষ হয়েছিলো এই মানুষটার চলে যাওয়ায় !
আশা ছিল তুমি শতায়ু হবে অন্তত
পড়শীরা ঘুমুলে
তুমি রাত জেগে জানান দেবে ধরনীতে
ইদানিং এর
কাঁপা হাতে চলমান
তোমাকে ম্রিয়মান নিষ্প্রভ লাগেনি কখনও
ভূবন মোহন হাসি
তোমার হৃদয়ের স্বচ্ছতা বিলিয়েছে
অকাতরে অহর্নিশ।
তোমার আদলে
অন্য অনেকজন অনেকদূর হেঁটেছে
তুমি সামনে ছিলে বলেই।
তোমার গাথা
গাইতে হয়নি ডায়াসে দাড়িয়ে -
শুধু উচ্চারিত নাম তোমার
উদ্ভাসিত করেছে
হাজারো মানুষের মুখ অনয়াসে।
আজকের এই
সকালটা, আজকের
এই সারাটা দিন
তোমার জন্যে আপ্লুত নয়নে
চাইলাম চারিদিক
- প্রসারিত হলো আত্মার আত্মীয়তা,
নিবিড় হলো বন্ধন ।
শঙ্খধ্বনি
ছড়ালো বার্তা ইন্টারনেট এর গতিতে,
সবাই এসে দাঁড়ালো এক সারিতে -
দূরে প্রতিভাত
হলো নতুন সম্ভাবনার চাতাল।
যদি পারো ফিরে
এসো আরেকবার,
দেখে যেও
আমাদের প্রগ্রেস রিপোর্ট !
http://www.alokrekha.com
"আশা ছিল তুমি শতায়ু হবে" কবি আশফাফালির চমত্কার কবিতাটি পড়লাম। একজন ক্রীড়াবিদ কে
ReplyDeleteনিয়ে এত সুন্দর কবিতা সত্যি বিরল। কবিকে সাধুবাদ।
কবি আশরাফ আলীর "আশা ছিল তুমি শতায়ু হবে" কবিতাটি আমার খুব ভালো লাগলো কারণ আমিও বিশ্বের শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর একজন বিশেষ ভক্ত। অনেক ধন্যবাদ এই শ্রেষ্ঠ খেলোয়াড় কে নিয়ে এত সুন্দর কবিতা লেখার জন্নো।অনেক শুভেচ্ছা রইলো।
ReplyDeleteআশা ছিল তুমি শতায়ু হবে কবিতাটি কবি আশরাফ আলীর অপূর্ব সৃষ্টি। মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলী পৃথিবীর সকল ক্রীড়া প্রিও মানুষের চোখের মনি। কবি তার কবিতার মাঝে এই বিখ্যাত মানুষটিকে এমন সুন্দর ভাবে আবারো অমর করে তুল্লেন।
ReplyDeleteআমাদের কবিতা বলতে ধারণা করি প্রেম প্রকৃতি বা আধ্যাতিক ।একজন কিংবদন্তী মানুষকে নিয়ে লেখা কবিতা বিরল । কবি আশরাফ আলী -আশা ছিল তুমি শতায়ু হবে !যে বার্তা দিয়েছেন মহান এই মানুষটির মাধ্যমে তা অত্যন্ত প্রশংসনীয়। আলোকরেখা সত্যি দীপ্ত প্রজ্ঞা ছড়ায় ।
ReplyDeleteএকজন কিংবদন্তী মানুষকে নিয়ে কবিতা লেখা আশা ছিল তুমি শতায়ু হবে ! অসাধারণ। কবি আশরাফ আলী মহান এই মানুষটির নিখুত ও বিশদ করেছেন তা শুধু প্রশংসার দাবিদার নয় অভূতপূর্ব প্রয়াস। সত্যি চমৎকার একটি কবিতা । কবি আর ভাল লিখুন কামনা করি শুভেচ্ছা রইল ।
ReplyDeleteএকজন কিংবদন্তী মানুষকে শব্দে বর্ণে ছন্দে কবিতায় বন্দি করার অসাধারণ! অতুলনীয় ! কবি আশরাফ আলী প্রশংসার দাবিদার।এই মহান প্রয়াস সত্যি চমৎকার ! অনেক শুভেচ্ছা কবিকে ।
ReplyDelete"যদি পারো ফিরে এসো আরেকবার,দেখে যেও আমাদের প্রগ্রেস রিপোর্ট ! " কবিতার এই দুটি লাইন মুগ্ধ করেছে আমায়। আমরা সবাই কিংবদন্তী মানুষ মহাম্মাদ আলীকে ভালোবেসে তার জয় গান করেছি ।তাঁর বীরত্বে উদ্বেলিত হয়েছি। তাঁর সাহসী অগ্রযাত্রায় অনেক পথিক পথ খুঁজে পেয়েছে । যে পতাকা তিনি আমাদের হাতে দিয়ে গেছেন তাঁর মর্যাদা বা আরও উচ্চে আসীন করতে পেরেছি কি ? কবি আশরাফ আলী তাঁর কবিতায় এই বারতা আমাদের কাছে আর একবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই মহান প্রয়াস সত্যি চমৎকার। কবিতার শব্দ শৈলী ,ছন্দ ও ভাষার প্রয়োগ অতিব চমৎকার। আলোকরেখা বরাবরই এমন চমকপ্রদ লেখা উপহার দেয় ।তাই আলোকরেখা আমার এত প্রিও। সবাইকে শুভাশিস।
ReplyDelete"যদি পারো ফিরে এসো আরেকবার,দেখে যেও আমাদের প্রগ্রেস রিপোর্ট ! " কবিতার এই দুটি লাইন মুগ্ধ করেছে আমাদের। আমি অজিতদার ভাষায়ই বলছি " আমরা সবাই কিংবদন্তী মানুষ মহাম্মাদ আলীকে ভালোবেসে তার জয় গান করেছি ।তাঁর বীরত্বে উদ্বেলিত হয়েছি। তাঁর সাহসী অগ্রযাত্রায় অনেক পথিক পথ খুঁজে পেয়েছে । যে পতাকা তিনি আমাদের হাতে দিয়ে গেছেন তাঁর মর্যাদা বা আরও উচ্চে আসীন করতে পেরেছি কি ? কবি আশরাফ আলী তাঁর কবিতায় এই বারতা আমাদের কাছে আর একবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই মহান প্রয়াস সত্যি চমৎকার।" শব্দ ,ছন্দ ও ভাষার প্রয়োগ অতুলনীয় কবিতার । আলোকরেখা আপনার এত প্রিও জেনে খুব ভাল লাগছে!দাদা আলোকরেখা ডঃ অজিত গুহ-এর মত একজন গুণী পাঠক পেয়ে আমরা ধন্য। ভাল থাকবেন!
ReplyDeleteকবি আশরাফ আলী আজ বহু দিন পর আবার মনে করিও দিলেন মুষ্টিযুদ্ধের সেই মহানায়ক কে তার অসাদাহরণ কবিতা 'আশা ছিল তুমি শতায়ু হবে' মদ্ধো দিয়ে। কবি তার বলিষ্ঠ কলম দিয়ে
ReplyDeleteমোদাম্মাদ আলীকে আবারো যেন নুতন করে অমর করে তুল্লেন।
কবি আশরাফ আলী তার অসাধারণ কবিতা "আশা ছিল তুমি শতায়ু হবে" লিখে আমাদের মাঝে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছেন। যেমন ভাষা তেমন ছন্দ , একেবারে ফাটাফাটি কারবার। আমাদের বগুড়া ইয়ুথ ক্লাবে ইফতার পার্টি ছিল , সেখানে শুধু এই কবি আর কুবিতা নিয়ে আলোচনা। আমাদের সবার পখ থেকে কবিকে অনেক সাধুবাদ আর শুভেচ্ছা।
ReplyDelete"আশা ছিল তুমি শতায়ু হবে" কবিতাটি বড়ই যুগোপযুগী। কবি মোহাম্মদ আলীকে উদ্দেশশো করে বলছেন "উদ্ভাসিত করেছে হাজারো মানুষের মুখ অনয়াসে", আমার কবিকে এ কথা বলতে ইচ্ছে করছে। যাইহোক চমত্কার ভাষা , অপরূপ ছন্দো, এক কথায় অসাধারণ একটি কবিতা।
ReplyDelete"আশা ছিল তুমি শতায়ু হবে" কবিতাটি বড়ই যুগোপযুগী। কবি মোহাম্মদ আলীকে উদ্দেশশো করে বলছেন "উদ্ভাসিত করেছে হাজারো মানুষের মুখ অনয়াসে", আমার কবিকে এ কথা বলতে ইচ্ছে করছে। যাইহোক চমত্কার ভাষা , অপরূপ ছন্দো, এক কথায় অসাধারণ একটি কবিতা।
ReplyDeleteকবি আশরাফ আলীর আরো কবিতা আমি পড়েছি , কিন্তু এমন কবিতা পড়িনি। এটি সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি কবিতা। এ জগতের শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে কে নিয়ে এই কবিতা ,আশা ছিল তুমি শতায়ু হবে। আমি বলি মোহাম্মদ আলী আজ আমাদের মাঝেই আছেন। আলীকে আরো অমর করে দেয়ার জন্নো কবিকে ধন্যবাদ
ReplyDeleteকবি আশরাফ আলীর আরো কবিতা আমি পড়েছি , কিন্তু এমন কবিতা পড়িনি। এটি সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি কবিতা। এ জগতের শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে কে নিয়ে এই কবিতা ,আশা ছিল তুমি শতায়ু হবে। আমি বলি মোহাম্মদ আলী আজ আমাদের মাঝেই আছেন। আলীকে আরো অমর করে দেয়ার জন্নো কবিকে ধন্যবাদ
ReplyDeleteআশা ছিল তুমি শতায়ু হবে, কবিতাটি পড়লাম , খুব ভালো লাগলো। কবি বলছেন "দেখে যেও আমাদের প্রগ্রেস রিপোর্ট" . কিন্তু আমার প্রশ্নো, আমাদের প্রগ্রেস রিপোর্ট কি ভালো ?
ReplyDeleteআশা ছিল তুমি শতায়ু হবে কবিতাটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন শ্রেষ্ট মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলী তুংগে। আবার কবিতায় কবি বলছেন "তোমার আদলে অন্য অনেকজন অনেকদূর হেঁটেছে তুমি সামনে ছিলে বলেই" নেতৃত্তের উপমা দিতে গিয়ে কি সুন্দর কথা।
ReplyDeleteআশা ছিল তুমি শতায়ু হবে ,কবিতাটি শ্রেষ্ট মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলী কে নিয়ে লেখা , কি চমত্কার বিষয়। সর্ব কালের শ্রেষ্ট মুষ্টি যোদ্ধা কে নিয়ে লেখা এই চমত্কার কবিতা। সুন্দর ভাষা , আহা মরি ছন্দ। কবিকে অভিনন্দন
ReplyDelete