জনতা।
- আশরাফ আলী
সুদৃশ্য তোরণ কিংবা সমবেত জনতার সংখ্যা দিয়ে নয়
জনপ্রিয়তা তোমার বিচার কোরো কত কাছে জনতার
এসেছিলে তুমি, রেখেছিলে কত প্রতিশ্রুতি তোমার!
না যদি পারো দিও না কথা এসোনা দ্বারে দ্বারে,
সমবেত কণ্ঠে গেয়ো না মুক্তির গান জনতার সাথে !
সংখ্যা তো নয় মানুষের জীবন নতুন করে অংক শেখ
হিসেবের সব শেষে শূন্য যদি মেলে অংক হয়নি ঠিক
এই কথাটা জেনে নিও তুমি পাহাড় ধ্বসা মৃত মানুষের
মায়েদের কাছে গিয়ে! আরো যেতে পারো ওই আঙিনায়
পুড়ে ছারখার যেই বাড়ি-ঘর অনেক দূরের দেশে।
অযোগ্য আয়ার কাছে সন্তান যেমন রাখবেনা কেউ কোনোদিন
জনতাও একদিন রেগে মেগে গিয়ে বলে দেবে তোমাদের
আজকেই তোমার কাজের শেষদিন!
আজ এক মন্ত্রি মহাদয়্কে তাদের জনপ্রিয়তার কথা বেশ ফলাও করে বলতে শুনলাম।অথচ দেশে এত বড় এক বিপর্যয় ঘটেছে সেটা মুখ্য বিষয় নয়।জানি না কবি আশরাফ আলীর এই কবিতা খানি তারই উপর ভিত্তি করে লেখা কি না ? তবে আমাদের জনতার কথা ও ভাষা এই কবিতায় ব্যক্ত হয়েছে । খুবি আনন্দিত হলাম কবিতাটা পড়ে ।ধন্যবাদ কবি!
ReplyDeleteশুধু ছন্দবদ্ধ শব্দ ও কঠিন বাক্য প্রয়োগে ভাল কবিতা হয় না ।দৃঢ় বিষয় বস্তু আর সুনির্দিষ্ট জোরাল বার্তা থাকা প্রয়োজন যা কবি আশরাফ আলীর জনতা কবিতায় বিদ্যমান। সত্যি কবি প্রশংসার যোগ্য ।
ReplyDelete-
এই কথাটা জেনে নিও তুমি পাহাড় ধ্বসা মৃত মানুষের
ReplyDeleteমায়েদের কাছে গিয়ে! আরো যেতে পারো ওই আঙিনায়
পুড়ে ছারখার যেই বাড়ি-ঘর অনেক দূরের দেশে।এই কথাগুলো কি ভীষণ প্রযোজ্য আজকের দিনে।কবি আশরাফ আলীর জনতা কবিতাটা "জনপ্রিয়তার" ভাষা বদলিয়ে দিয়েছে ।
সমসাময়িক বিষয় দারুন শব্দ চয়ন ওঃ কবিতার অনবদ্য রচনা শৈলী ।অনেক ভাল লাগলো পড়তে কবি আশরাফ আলীর জনতা কবিতা ।অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি আশরাফ আলীর "জনতা" কবিতাটি পড়লাম , ছোট কবিতা , চলে, তবে মানের দিক দিয়ে কবি শুনিকেত ,কিংবা মেহরাব রহমানের চেয়ে নিম্নো মানের
ReplyDeleteআশরাফ আলীর জনতা কবিতার ব্যাপারে আমি পাঠক কাজলের সাথে একমত , তবে আশরাফ
ReplyDeleteআলীর ই বা কি দশ , উনি তো নিজেকে কবি বলে তেমন দাবি করেন না
পাঠক ভাইসব , আশফার আলী , এত আলোচনা , একটু বলবেন উনি কে, উনার কোনো বই পড়েছি বলে তো মানি হয় না
ReplyDelete